MCQ
2081. 'অপ' কী ধরনের উপসর্গ ?
সংস্কৃত
বিদেশি
বাংলা
মিশ্র
2082. নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ?
কুকথা
প্রবাদ
বেহাল
উপকার
2083. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
বিপরীত
বিকৃত
নিকৃষ্ট
অভাব
2084. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
আম
সম
রাম
নিম
2085. বাংলা উপসর্গ কোনটি?
গরু
ফুল
পাতি
উৎ
2086. নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে?
পরিহার
উৎকর্ষ
হাভাতে
বেশরম
2087. 'অবমূল্যায়ন' ও 'অবদান' শব্দ দুটিতে 'অব' উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে
দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
2088. 'অপদেবতা' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
মন্দ অর্থে
বিপরীত অর্থে
বৃথা অর্থে
অস্বাভাবিক অর্থে
2089. 'পাতিহাস' শব্দটিতে 'পাতি' উপসর্গটি কি অর্থ বোঝায়?
বড়
মন্দ
ছোট
বিলা
2090. খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?
অ
অভি
অঘা
পাতি
2091. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
পরাকাষ্ঠা
পরিশ্রান্ত
অভিব্যক্তি
অনাবৃষ্টি
2092. 'সজাগ' শব্দের স-উপসর্গ কোন ভাষার?
সংস্কৃত
বাংলা
ফারসি
আরবি
2093. কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে?
প্র, পরা, অজ, সা
নি, বি, সু, আ
নির, পরি, আন, সু
অতি, অপি, অনা, অ
2094. 'অচিন' শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
নেতিবাচক
নঞর্থক
বিয়োগান্তক
অজানা
2095. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম (সংস্কৃত) উপসর্গ কয়টি?
12
20
24
32
2096. 'অবশেষ' শব্দটির 'অব' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
নিম্নে
প্রতিকূল
অল্পতা
সম্যকভাবে
2097. কোনটি বাংলা উপসর্গ?
পরা
গহর
প্রতি
অনা
2098. বিজ্ঞান শব্দে 'বি' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
অভাব
বিশেষ
সাধারণ
গতি
2099. প্র, পরা, অপ-
বাংলা উপসর্গ
বিদেশি উপসর্গ
সংস্কৃত উপসর্গ
উপসর্গ স্থানীয় অব্যয়
2100. 'হা' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
কম অর্থে
গহীনতা অর্থে
নিকৃষ্ট অর্থে
অভাব অর্থে