EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. 'যা কখনো নষ্ট হয় না।'-
অনিষ্ট
অবিনশ্বর
অবনিষ্ট
নশ্বর
2. নিচের কোনটি স্প্রেড ফুটিং এর উদাহরণ-
অফসেট ফুটিং
ওয়াল ফুটিং
আরসি ফুটিং
স্প্রেড ফুটিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: কাঠামোর বেইজকে ধাপে ধাপে চওড়া কওে কাঠামোর লোডকে অনেকখানি এলাকাজুড়ে ছড়িয়ে দেবার জন্য যে ভিত্তি ব্যবহার করা হয়, তাই স্প্রেড ফুটিং সঠিক উত্তর: ঘ
3. এক কথায় প্রকাশ করুন: 'যা আগে জানা যায়নি'
অশ্রুতপূর্ব
ভূতপূর্ব
অজানা
অভূতপূর্ব
4. 'পান করার যোগ্য'- এক কথায় কী হবে?
পানীয়
পিপাসা
তৃষ্ণা
পেয়
5. 'ভোজন করার ইচ্ছা' এক কথায় কি হবে?
অনুসন্ধিৎসা
ভোজন বিলাসী
বুভুক্ষা
খাদক
6. 'উপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী? [
উপকারিচ্ছ
উপকারী
সাহায্যকারী
উপচিকীর্ষা
7. 'বীণার ঝঙ্কার' এর এক কথায় প্রকাশ কোনটি?
শিল্পন
অস্তিন
নিক্বণ
কৃত্তি
8. 'ক্ষমার অযোগ্য' এর বাক্য সংকোচন-
ক্ষমার্য
ক্ষমাপ্রার্থী
ক্ষমার্হ
ক্ষমাপ্রদ
9. 'কর্মে অতিশয় তৎপর' এক কথায় কী হবে?
ত্বরিৎকর্মা
কর্মপটু
কর্মবীর
কর্মনিষ্ঠ
10. 'পাইবার ইচ্ছা' এক কথায়-
লিপ্সা
ইপ্সা
ক্ষুধা
প্রার্থনা
11. New words are constantly being invented - new objects and concepts.
to describe
a description of
they describe
describe
ব্যাখ্যা: Hints: উদ্দেশ্য বোঝাতে to verb-এর base form ব্যবহৃত হয়। To describe যোগে বাক্যটির বাংলা: নতুন নতুন শব্দ ধারাবাহিকভাবে আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন তত্ত্ব বা ধারণা বর্ণনা করার জন্য।
12. অনুসন্ধান করার ইচ্ছাকে কী বলে?
অনুচিকির্যা
অনুসন্ধিৎসা
প্রতিচিকির্ষা
অনুচ্চার্য
13. 'পুণ্যকর্ম সম্পাদনের জন্য শুভদিন' এর বাক্য সংকোচন হচ্ছে-
পুন্নাহ
পুন্ম‌‌্যাহ
পুন্যাহ
পুণ্যাহ
14. 'সব্যসাচী' অর্থ-
যার দেহে শক্তি বেশী
যার বামহাতে শীক্ত বেশী
যার দুই হাত সমানে চলে
যে শর নিক্ষেপে পারদর্শী
15. নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত-
মেজবান
অনিমন্ত্রিত
অনাহুত
কোনোটিই নয়
16. 'কূলের সমীপে' এর সংক্ষেপ কি?
অনুকূল
প্রতিকূল
উপকূল
সমকূল
17. 'পাটের ব্যবসায়ী' এক কথায় প্রকাশ কি হবে?
প্যাটাল
পাটেশ্বরী
পাটোয়ারী
বারুই
18. এক কথায় প্রকাশ কর- 'কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে'
স্বার্থপর
অকৃতজ্ঞ
আত্মনিষ্ঠ
কোনোটিই নয়
19. 'দিবসের শেষ ভাগ'- এটির সংক্ষেপণ কী হবে?
পূর্বাহ্ন
মধ্যাহ্ন
সায়াহ্ন
অপরাহ্ণ