MCQ
21. 'অপরের ধন' এর এককথায় প্রকাশ কী?
অনাদি
পরস্ব
অনাস্থা
অনার্জিত
22. 'কনুই থেকে কজি পর্যন্ত' এর সংক্ষেপ হলো-
রত্নি
টিবিয়া ফিবুলা
হাতাংশ
গিরিজা
23. 'যিনি ন্যায়শাস্ত্র জানেন' এর এককথায় প্রকাশিত রূপ হলো-
ন্যায়বাগীশ
নৈয়ায়িক
ন্যায়পাল
ন্যায়ঋদ্ধ
24. 'মৃতবৎসা' শব্দটির অর্থ কী?
যে নারীর সন্তান জন্মে মারা যায়
যে নারী মৃত সন্তান জন্ম দেয়
যে নারী সন্তান জন্ম দিয়ে মারা যায়
যে নারীর কোনোদিন সন্তান হয়নি
25. 'রাতের মধ্যভাগ' এক কথায় প্রকাশ কি হবে?
মধ্যরাত্রি
মধ্যাহ্ন
মহানিশা
অনামাশী
26. 'যা পূর্বে দেখা যায়নি' এমন-
অপূর্ব
অদৃষ্ট
দৃষ্টপূর্ব
অদৃষ্টপূর্ব
27. এক কথায় প্রকাশ করুন: অক্ষির অভিমুখে-
প্রত্যক্ষ
পরোক্ষ
সমক্ষ
চাক্ষুস
28. যা দমন করা কষ্টকর-
দুর্দমনীয়
দুর্নিবার
দূর্নিবার
দূর্দমনীয়
29. 'যা পূর্বে কখনো হয়নি'- এর সঠিক বাক্য সংকোচন হল-
ভূতপূর্ব
অভূতপূর্ব
অদৃষ্টপূর্ব
অশ্রুতপূর্ব
30. 'যা বারবার দুলছে'- এর সঠিক বাক্য সংকোচন কী?
দুল্যমান
দোদুল্যমান
দোলায়মান
ঝুলন্ত
31. 'যিনি নৌকা চালান' এক কথায় প্রকাশ কী?
তাতি
জেলে
মাঝি
রাখাল
32. 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন-
ক্ষমার্হ
ক্ষমাপ্রার্থী
ক্ষমা
ক্ষমাপ্রদ
33. 'সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন' এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে?
অসমর্থিত
অসমাপ্ত
অসমীক্ষিত
অসম্পূর্ণ
34. বাক্য সংকোচন করুন: বুকে ভর দিয়ে চলে যে-
ভুজগ
তুরগ
বিহগ
উরগ
35. 'আদরের সাথে' এর এক কথায় প্রকাশ নিচের কোনটি?
আদুরে
সাদরে
আদরী
সাদরী
36. 'মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ' এর বাক্য সংকোচন কী?
মেঘলা
মেঘাচ্ছন্ন
মেঘমেদুর
মেঘস্নিগ্ধ
37. 'যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল'-
অভিসারিণী
অনন্যপূর্বা
অন্যপূর্বা
প্রোষিতভর্তৃকা
38. 'অবীরা' বলতে কোন নারীকে বোঝায়?
যে স্বামীর বশীভূত
যার পুত্র হয়নি
যার স্বামী, পুত্র নেই
যার বিয়ে হয়নি
39. কোনটি 'জিগীষা'র সম্প্রসারিত প্রকাশ?
জানিবার ইচ্ছা
জয় করিবার ইচ্ছা
হনন করিবার ইচ্ছা
যুদ্ধ করিবার ইচ্ছা
40. 'শোক দূর হয়েছে যার' এর বাক্য সংকোচন-
ভীতশোক
শোকদূর
নিঃশোক
বীতশোক