Image
MCQ
3161. ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে?
ভাষাকে চলিতে
ভাষাকে শাসন করে
ভাষাকে বলিতে
ভাষাকে বর্ণনা করে
3162. কোনটি ঠিক?
ব্যাকরণ ভাষার অনুগামী
ভাষা ব্যাকরণের অনুগামী
ব্যাকরণ শিক্ষার অনুগামী
ব্যাকরণ শব্দযন্ত্রের অনুগামী
3163. Fill in the gap(s) with appropriate option of word(s). You must ask apology..... him...... your rudeness.
to, of
at, for
to, for
none of these
3164. বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন?
মনোএল দ্য আসসুম্পসাঁও
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. সুকুমার সেন
3165. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
অক্ষয় দত্ত
মার্শম্যান
রাজা রামমোহন রায়
ব্রাসি হেলহেড
3166. 'ব্যাকরণ' শব্দের ব্যুৎপত্তি কোনটি?
বি+আ+√কৃ+অন
ব্য+আ+কৃ+অন
বৃ+কৃ+অন
ব্যা+ক+রন
3167. ব্যাকরণের কাজ কী?
নতুন ভাষা তৈরি করা
দ্রুত পড়া ও লেখা শেখানো
ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
ভালো বক্তা তৈরি করা
3168. পাণিনি কে ছিলেন?
ভাষাবিদ
ঋগ্বেদবিদ
বৈয়াকরণিক
ঔপন্যাসিক
3169. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
ভাষার নিয়ম প্রতিষ্ঠা
ভাষার শৃঙ্খলা
ভাষার বিশ্লেষণ
ভাষার উন্নতি
3170. সন্ধির উদ্দেশ্য কোনটি?
শব্দের মিলন
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
শব্দগত মাধুর্য সৃষ্টি
বর্ণের মিল
3171. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
আধুনিক বাংলা ব্যাকরণ
A Grammar of the Bengali Language
সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ
ব্যাকরণ মঞ্জরী
3172. সন্ধি শব্দের অর্থ কী?
মিলন
বিচ্ছেদ
শব্দের মিলন
ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
3173. 'ব্যাকরণ' শব্দের সঠিক অর্থ কী?
বিশেষভাবে বিশ্লেষণ
বিশেষভাবে বিভাজন
বিশেষভাবে সংযোজন
বিশেষভাবে বিয়োজন
3174. ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই-
সন্ধি
সমাস
উক্তি
ব্যাকরণ
3175. পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে / পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে কি বলে?
সন্ধি
সমাস
কারক
প্রত্যয়
3176. কোনটিকে সন্ধির সংজ্ঞা বলা হয়?
পদে পদে মিলকে
শব্দে শব্দে মিলকে
ধ্বনিতে ধ্বনিতে মিলকে
উপসর্গে শব্দ মিলকে
3177. Fill in the gap(s) with appropriate option of word(s). Mr. Mehedi welcomed the delegates ...... the conference.
into
to
at
none of these
3178. On the night before the exam, she was seen pouring ....... the books.
into
through
over
none of these
3179. “যে শাস্ত্র জানিলে বাঙ্গালা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাঙ্গালা ব্যাকরণ।” এ সংজ্ঞাটি কার?
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ড. এনামুল হক
ড. সুকুমার সেন