MCQ
3941. 'মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না। তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে।' এখানে কাদের মুক্তির কথা বলা হয়েছে?
রাজবন্দিদের মুক্তি
বাঙালিদের মুক্তি
শোষিতের মুক্তি
পাকিস্তানিদের মুক্তি
3942. অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন?
৫টি
২টি
৪টি
১টি
3943. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয় কবে?
২৭ মার্চ, ২০১৭
৭ মার্চ, ২০১৭
২৮ মার্চ, ২০১৭
১৭ মার্চ, ২০১৭
3944. 'বায়ান্নর দিনগুলো'য় কারাবন্দি শেখ মুজিবুর রহমান জেল থেকে ছাড়া পেয়ে কয়দিন পর বাড়ি পৌঁছেছিলেন?
তিনদিন
চারদিন
পাঁচদিন
ছয়দিন
3945. 'কারাগারের রোজনামচা'র ভূমিকা লিখেছেন-
আনিসুজ্জামান
শেখ হাসিনা
শেখ মুজিবুর রহমান
মহিউদ্দিন আহমে
3946. বায়ান্নর দিনগুলো' রচনায় কোন পার্কের উল্লেখ আছে?
রমনা পার্ক
ভিক্টোরিয়া পার্ক
জিন্দাপার্ক
হাইড পার্ক
3947. ভাষা সৈনিকদের শহিদ হওয়ার খবর শেখ মুজিবুর রহমান কীভাবে পেয়েছিলেন?
রেডিও শুনে
প্রহরীদের সহায়তায়
সিপাহিদের মাধ্যমে
বন্দিদের কাছ থেকে
3948. ১৯৫২ সালের কত তারিখে বঙ্গবন্ধু কারাবাস থেকে মুক্তি পান? (
২২ ফেব্রুয়ারি
২৬ ফেব্রুয়ারি
২৪ ফেব্রুয়ারি
২৮ ফেব্রুয়ারি
3949. 'কারাগারের রোজনামচা' গ্রন্থটির প্রকাশক?
বাংলা একাডেমি
বাংলাদেশ আওয়ামী লীগ
শেখ মুজিবুর রহমান
কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ
3950. জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে?
একজন কর্মচারী
রাজনৈতিক সহকর্মী
সিভিল সার্জন
ডেপুটি জেলার
3951. একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।' উক্তিটি কার?
অনুপম
মিন্টু
মাসি-পিসি
শেখ মুজিবুর রহমান
3952. ফরিদপুর জেল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছিলেন?
চারটি
তিনটি
দুইটি
পাঁচটি
3953. মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে।'
বায়ান্নর দিনগুলো
আহব্বান
রেইনকোট
মাসি-পিসি
3954. বঙ্গবন্ধু 'কারাগারের রোজনামচা' গ্রন্থে কোন সময়ের স্মৃতি লিপিবদ্ধ করেছেন?-
১৯৬৯-১৯৭১
১৯৭০-১৯৭১
১৯৬৬-১৯৬৮
১৯৬২-১৯৬৮
3955. কারাগারের রোজনামচা' রচনাটির নামকরণ করেন কে?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব
শেখ হাসিনা
শেখ রেহানা
3956. 'মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।'যে রচনার উদ্ধৃতি-
রেইনকোট
বায়ান্নর দিনগুলো
বায়ান্নর দিনগুলো
অপরিচিতা
3957. বঙ্গবন্ধুর লেখা 'কারাগারের রোজনামচা' গ্রন্থের ইংরেজি ভাষার অনুবাদক-
অধ্যাপক নজরুল ইসলাম
অধ্যাপক হরুন-অর-রশিদ
অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম
অধ্যাপক ড. ফকরুল আলম
3958. বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী?
আমি বিজয় দেখেছি
কারাগারের রোজনামচা
আমি শেখ মুজিব বলছি
অসমাপ্ত আত্মজীবনী
3959. ফরিদপুর জেলে বসে শেখ মুজিবুর রহমান কাকে কাকে চিঠি লিখেছিলেন?
আব্বা, রেণু, শহীদ সাহেব, ভাসানী সাহেব
আব্বা, হাসু, শহীদ সাহেব, ভাসানী সাহেব
আব্বা, রেণু, ফজলুল হক সাহেব, ভাসানী সাহেব
আব্বা, রেণু, শামসুল হক সাহেব, শহীদ সাহেব
3960. 'কারাগারের রোজমনামচা'-
নাটক
কাব্য
উপন্যাস
দিনলিপি