Image
MCQ
1801. 'সারারাত বৃষ্টি হয়েছে'- বাক্যটির কারক চিহ্নিত কর।
অপাদান কারক
কর্তৃকারক
অধিকরণ কারক
করণকারক
1802. 'বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন।'- আমাকে কোন কারক?
কর্মকারক
কর্তৃকারক
অধিকরণ কারক
সম্প্রদান কারক
1803. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
করণ কারক
অপাদান কারক
সম্প্রদান কারক
অধিকরণ কারক
1804. নিজের চেষ্টায় বড় হও। 'চেষ্টায়' কোন কারক?
অপাদান কারক
কর্তৃকারক
অধিকরণ কারক
করণ কারক
1805. 'লোকমুখে এই কথা শুনেছি।' কোন কারক?
করণ
অপাদান
কর্ম
অধিকরণ
1806. 'ঘোড়া গাড়ি টানে' গাড়ি কোন কারক?
কর্তৃকারক
অপাদান কারক
কর্মকারক
অধিকরণ কারক
1807. অপাদানে দ্বিতীয়া বিভক্তির উদাহরণ কোনটি?
অর্থ অনর্থ ঘটায়
এ মেঘে বৃষ্টি হয় না
বাবাকে বড্ড ভয় পাই
পাপে বিরত হও
1808. বাঘের ভয়ে সকলে ভীত। 'বাঘের' কোন কারক?
কর্মকারক
অধিকরণ কারক
অপাদান কারক
কর্মকারক
1809. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
৫মী
৭মী
৬ষ্ঠী
৩য়া
1810. অর্থ অনর্থ ঘটায়। 'অনর্থ' কোন কারক?
অধিকরণ কারক
করণ কারক
কর্তৃকারক
কর্মকারক
1811. 'এ পেন্সিলে ভালো লেখা হয়।' এ বাক্যে 'পেন্সিলে' কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
কর্মে ৭মী
করণে ৭মী
1812. 'জ্ঞানে বিমল আনন্দ হয়।' জ্ঞানে কোন কারক?
করণ
অধিকরণ
অপাদান
কর্ম
1813. "নৌকায় নদী পার হলাম" নৌকায় কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
অধিকরণে ৫মী
করণে ৭মী
সম্প্রদানে ৪র্থী
1814. . 'অণুতে গঠিত হিমাচল' অণুতে কোন কারকে কোন বিভক্তি ?
করণে সপ্তমী
কর্তায় সপ্তমী
অপাদানে শূন্য
অধিকরণে সপ্তমী
1815. কোনটিকে সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি বলা যায়?
দ্বারা
1816. 'আমাদের পুকুরে অনেক মাছ আছে।' কোন কারক?
অপাদান কারক
করণ কারক
অধিকরণ কারক
কর্তৃকারক
1817. 'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
কর্তায় সপ্তমী
করণে সপ্তমী
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
1818. 'সৎপাত্রে কন্যা দান করিও।'- এখানে সৎপাত্রে কোন কারক?
কর্মকারক
সম্প্রদান কারক
করণ কারক
কর্তৃ কারক
1819. 'শীতার্তকে বস্ত্র দাও'- এখানে শীতার্তকে কোন কারকে কোন বিভক্তি?
সম্প্রদানে চতুর্থী
সম্প্রদানে শূন্য
নিমিত্তার্থে
সম্প্রদানে ষষ্ঠী
1820. 'দেশের জন্য সেবা কর'- 'দেশের' কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় শূন্য
কর্মে ষষ্ঠী
কর্মে শূন্য
সম্পদ্রানে ষষ্ঠী