Image
MCQ
20541. দুর্গম, নিষিদ্ধ এলাকায় যে জরিপ করা হয়-
আলোকচিত্র জরিপ
শিকল জরিপ
কম্পাস জরিপ
ত্রিভুজায়ন জরিপ
20542. কন্টুর মানচিত্রের ক্ষেত্রে কোনটি সত্য?
মানচিত্রের মাঝখানে শেষ হবে না
কন্টুর রেখা মিলে যাবে
মানচিত্রের বাইরের দিকে চলে যাবে
উপরের সব কয়টি
20543. কন্টুর রেখা উপত্যকা বা অধিত্যকা রেখাকে ছেদ করে।
আড়াআড়ি
লম্বালম্বি
সমকোণ
কোনাকুনি
20544. প্রকৌশলীরা মাটি কাটা ও খননের পরিমাণ নিরূপণে ব্যবহার করে-
কন্টুর মানচিত্র
কিস্তোয়ার মানচিত্র
শিকল জরিপ মানচিত্র
থিওডোলাইট জরিপ মানচিত্র
20545. পাশাপাশি দুটি কন্টুরের উল্লম্ব দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উল্লম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
(ক + খ)
20546. সমোন্নতি মানচিত্র প্রণয়নের কলাকৌশলের নাম-
কন্টুর
কন্টুরিং
লেভেল
লেভেলিং
20547. ত্রিভুজায়নে ত্রিভুজের কোণের সর্বনিম্ন মান-[SB-16]
30°
60°
120°
180°
20548. টেকোমিটারের সাহায্যে নিচের কোনটি মাপা হয়?- [BGDCL-17; RAJUK-17]
বিয়ারিং
উচ্চতা
দৈর্ঘ্য
প্রস্থ
20549. পাশাপাশি দুটি কন্টুরের আনুভূমিক দূরত্বকে বলে-
সমোন্নতি ব্যবধান
উল্লম্ব ব্যবধান
অনুভূমিক সমার্থক
কোনোটিই নয়
20550. দীর্ঘ জ্যা- [SB-16]
R sinφ/2
2R sinφ/2
2R tanφ/2
R tanφ/2
20551. পাহাড়িয়া এলাকায় স্বল্প সময়ে কোন জরিপ সহজে করা যায়?
তদন্ত জরিপ
প্লেন টেবিল জরিপ
বাস্তু জরিপ
থিওডোলাইট জরিপ
20552. সমদূরত্বে কন্টুর রেখার অবস্থিতি নির্দেশ করে
সমতল ভূমি
পাহাড়
সমঢাল
অসম ঢাল
20553. টেকোমিটারের সাহায্যে সাউন্ডিং বিন্দুর অবস্থান নির্ণয়ের সূত্র-
f S-(f+C)
f /i.S+ (f+C)
f /i S+(f-C).
f /i S-(f-C)
20554. শত্রু সৈন্যের অবস্থান চিহ্নিতকরণে ব্যবহৃত হয়-
কন্টুর মানচিত্র
কিস্তোয়ার মানচিত্র
শিকল জরিপ মানচিত্র
থিওডোলাইট জরিপ মানচিত্র
20555. নিচের কোনটি ত্রিমাত্রিক জরিপ?
শিকল জরিপ
সমতলমিতি
কন্টুর জরিপ
থিওডোলাইট জরিপ
20556. প্লেন টেবিল জরিপের আধুনিকতম পদ্ধতি-
ভূ-আলোকচিত্র জরিপ
টপোগ্রাফিক
কম্পাস
টেকোমেট্রিক
20557. ত্রিভুজায়নে কোনো ত্রিভুজের কোণের সর্বোচ্চ মান- [BGDCL-17]
30°
60°
120°
180°
20558. তিন-বিন্দু সমস্যার বাস্তব প্রয়োগ-
নৌকা থেকে দুই কোণ মেপে
তীর থেকে দুই কোণ মেপে
রেঞ্জ লাইন ছেদ করে
কোনোটিই নয়
20559. বাস্তুসংস্থাপনে যে পদ্ধতিতে স্মারক বি.এম. স্থাপন করা হয়-
ফ্লাই লেভেলিং
স্পট লেভেলিং
সূক্ষ্ম লেভেলিং
ত্রিকোণমিতিক
20560. উপাত্ত তল থেকে সমলম্ব দূরত্বে অবস্থিত ভূপৃষ্ঠস্থ বিভিন্ন বিন্দুর সংযোগকারী রেখার নাম-
উল্লম্ব রেখা
অনুভূমিক রেখা
কন্টুর রেখা
সমোন্নতি রেখা