EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
20581. লেভেল যন্ত্রের কলিমেশন রেখা ও দুরবিন অক্ষ-
সমান্তরাল
লম্ব
একই রেখায় থাকবে
ছেদ করবে
20582. যন্ত্রের উল্লম্ব অনুভূমিক অক্ষের কিঞ্চিৎ পরিবর্তন ঘটানো যায়-
ওয়াই লেভেল
ডাম্পি লেভেল
টিলটিং লেভেল
হেন্ড লেভেল
20583. কলিমেশন রেখা বলতে বুঝায়-
ডায়াফ্রামের ক্রস হেয়ারের ছেদবিন্দু এবং অভিলক্ষ কাচের আলোককেন্দ্র সংযোগকারী রেখা
অভিলক্ষ কাচের আলোককেন্দ্র এবং অভিলক্ষের কেন্দ্রের সংযোগকারী রেখা
বাবুল টিউবের লম্বালম্বি বাঁকের মধ্যবিন্দুর কাল্পনিক স্পর্শক
যন্ত্রটি যে অক্ষকে কেন্দ্র করে অনুভূমিক তলে ঘোরে
20584. সার্ভেয়িং-এ রাইজ ও ফল প্রক্রিয়া সঠিকভাবে নির্ণয় করে-[MOLE-19]
Back sight
Intermediate sight
Foresight
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: উঁচু-নিচু পদ্ধতিতে পশ্চাৎ পাঠ, মধ্যবর্তী এবং অগ্রবর্তী পাঠ ইত্যাদি সঠিকভাবে নির্ণয় করা হয়। অর্থাৎ, ZBS – EFS = ∑উঁচু ∑নিচু = শেষ আরএল প্রথম আরএল।
20585. ভিত্তিরেখা সংযোগকারী যে ধারাবাহিক ত্রিভুজমালা প্রধান ত্রিভুজায়নকে যুক্ত করে, তার নাম-[BBA-19]
বেইস নেট
ত্রিভুজের একক সারি
ত্রিভুজের দ্বৈত সারি
বহুভুজের সারি
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভিত্তিরেখার সাথে ধারাবাহিকভাবে সুঠাম ত্রিভুজ কাঠামো সৃষ্টি করে প্রধান ত্রিভুজায়নের সাথে সংযোজিত করে নেয়া হয়। প্রধান ত্রিভুজায়নের সাথে ভিত্তিরেখার সংযোগ দানকারী ত্রিভুজমালাকে বেস নেট (Base net) বলা হয়।
20586. কোনটি সঠিক?
যন্ত্রের উচ্চতা = স্টেশনের আরএল + [স্টেশনের (±) স্টাফ পাঠ]
যন্ত্রের উচ্চতা = আরএল - স্টাফ পাঠ
RL = HI + স্টাফ পাঠ
স্টাফ পাঠ = HI + RL
20587. যে স্মারক ফলকের এলিভেশন জ্ঞাত, তাকে বলা হয়-
আরএল
বিএম
এমএসএল
এফএস
ব্যাখ্যা: RL = Reduced Level. BM = Benchmark. MSL Mean Sea Level. FS = Foresight.
20588. পৃথিবীর বক্রতা ও প্রতিসরণের জন্য সংযুক্ত শুদ্ধি-
0.0785 d²
0.0762 d²
0.06729 d²
0.072 d²
20589. কোনটি পরোক্ষ লেভেলিং?
বিনিময়ক্রম
পার্থক্যায়ন
প্রোফাইল
ত্রিকোণমিতিক
20590. পরিবর্তন বিন্দু নির্দেশ করে-
প্রথম স্টেশন
শেষ স্টেশন
দুইটি যোজনায় মধ্যবর্তী স্টেশন
স্টাফ স্টেশন
20591. নিচের কোনটি Modern Survey Instrument নয়?- [HED-19]
DEM
Total Station
Digital Level
Plain Table
20592. দূরবর্তী বিন্দুতে আরএল বহন করে নেয়ার জন্য কোন ধরনের লেভেলিং করা হয়?
পার্থক্যায়ন
বিনিময়ক্রম
প্রোফাইল
ত্রিকোণমিতিক
20593. আন্তঃদেশীয় নিখুঁত ত্রিভুজায়ন জরিপের মাধ্যমে স্থাপিত বেঞ্চমার্ক-
অস্থায়ী
স্থায়ী
কধার্যকৃত
জিটিএস
20594. ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল কোন দেশে?[BBA-19; BSCIC-19]
চীনে
যুক্তরাজ্যে
যুক্তরাষ্ট্রে
রাশিয়ায়
ব্যাখ্যা: ব্যাখ্যা: নির্মাণ সাইটে লে-আউট প্রদান করার জন্য ব্যাটার বোর্ড পদ্ধতির প্রচলন ছিল। বর্তমানে খুঁটির সাহায্যে রশি দ্বারা লাইন টেনে লে-আউট দেওয়া হয়। ভূমিক চার কোনায় কাঠের তক্তা দ্বারা ব্যাটার বোর্ড নির্মাণ করা হয়। অতি প্রাচীন কাল থেকেই ৫৪ ব্যাটার বোর্ড পদ্ধতি যুক্তরাজ্যে প্রচলিত ছিল।
20595. কত দূরত্বের জন্য বক্রতা ও প্রতিসরণ শুদ্ধির ভাগীয় সমাধান প্রয়োজন হয় না?
250 মিটারের কম
300 মিটারের কম
350 মিটারের কম
200 মিটারের কম
20596. Plan Table-এর size কত?- [HED-19]
750 mm x 900mm
600 mm x 750mm
450 mm x 600 mm
300 mm x 450 mm
20598. বুনিয়াদ কাজের সমতা যাচাই করার জন্য ব্যবহৃত হয়-[BBA-19; BSCIC-19]
লেভেল
থিওডোলাইট
কম্পাস
স্পিরিট লেভেল
ব্যাখ্যা: স্পিরিট লেভেল-এর অনুভূমিক এবং উল্লম্বিক বাবল টিউব সমন্বয়ের মাধ্যমে যে-কোনো সমতল পৃষ্ঠের সমতা যাচাই করা যায়।
20599. বেইস লাইনের উদাহরণ-[BBA-19]
লেড লাইন
আড়াআড়ি দড়ি
শোর লাইন
লেভেল কন্ট্রোল
কোনোটিই নয়
ব্যাখ্যা: বেইজ লাইন এমন একটি লাইন, যাকে প্রধান লাইন বিবেচনা করে মাঠে অন্যান্য লাইন বা ত্রিভুজ অঙ্কন করা হয়ে থাকে।
20600. লেভেলিং কাজে সর্বাধিক ব্যবহৃত লেভেল যন্ত্র-
হ্যান্ড লেভেল
ডাম্পি লেভেল
ওয়াই লেভেল
কুশিংস লেভেল