MCQ
2041. যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোনো একটি web server সম্পূর্ণ করতে ব্যর্থ হয় সেটি কী নামে পরিচিত?
Phishing
Man-in-the-Middle
Denial of Service
উপরের কোনোটিই নয়
2042. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের নূন্যতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
২৬.৫ ডিগ্রী সে.
৩৫ ডিগ্রী সে.
৩৭.৫ ডিগ্রী সে.
৪০.৫ ডিগ্রী সে.
2043. ১০১১০ বাইনারি নম্বারের সমতুল্য ডেসিমাল নম্বার কোনটি?
৪৬
১৬
২৪
৫৪
2044. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
শূন্য
অসীম
অতিক্ষুদ্র
যে কোনো মান
2045. নিচের কোন প্রযুক্তি ‘Pay as You Go’ সার্ভিস মডেল অনুসরণ করে?
Internet of Things
Cloud Computing
Client-Server Systems
Big Data Analytics
2046. নিচের কোনটি anti-virus সফটওয়্যার নয়?
Oracle
McAfee
Norton
Kaspersky
2047. নিচের কোনটি Open Source DBMS?
MySQL
Microsoft SQL Server
Microsoft Access
Oracle
2048. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
http
www
URL
HTML
2049. নিচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
ডেঙ্গুজ্বর
স্মলপক্স
কোভিড-১৯
পোলিও
2050. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-
অ্যানোডে
ক্যাথোডে
অ্যানোড ও ক্যাথোড উভয়টিতে
বর্ণেত কোনোটিতেই নয়
2051. কোন মাধ্যমে আলোর পালস্ ব্যবহৃত হয়?
তামার তার
কো-এক্সিয়কল ক্যাবল
অপটিক্যাল ফাইবার
ওয়্যারলেস মিডিয়া
2052. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –
০%
১০-১৫%
৩-৬%
১০০%
2053. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
$
#
&
@
2054. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
ডায়াস্টল
সিস্টল
ডায়াসিস্টল
উপরের কোনোটিই নয়
2055. নিচের Job Scheduling Policy সমূহের মধ্য থেকে কোনটি Starvation থেকে মুক্ত?
Priority Scheduling
Shortest Job First
Youngest Job First
Round-Robin
2056. RFID বলতে বোঝায় –
Random Frequency Identification
Random Frequency Information
Radio Frequency Information
Radio Frequency Identification
2057. কোভিড-১৯ কোন ধরনের ভাইরাস-
DNA
DNA+RNA
mRNA
RNA
2058. DNS সার্ভারের কাজ হচ্ছে _ কে _ address-এ পরিবর্তন করা।
Email, DNS
MAC Address, IP
Domain Name, IP
Email, IP
2059. নিচের কোনটি output device নয়?
monitor
microphone
printer
speaker
2060. পানির অণু একটি-
প্যারাচুম্বক
ডায়াচুম্বক
ফেরোচুম্বক
অ্যান্টিফেরোচুম্বক
ব্যাখ্যা: আরও কিছু ডায়াচুম্বক পদার্থ – দস্তা, পারদ, স্বর্ণ, সীসা, টিন ইত্যাদি।