MCQ
2061. ২০% যৌগিক মুনাফায় মূলধন ১০০০ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত?
১২৪
১১৪
১০৪
৯৪
2062. একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে ১২ ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে ৩ ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত?
৯ ফুট
৮ ফুট
৫ ফুট
৪ ফুট
2063. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
পার্বত্য বন
শালবন
মধুপুর বন
ম্যানগ্রোভ বন
2064. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
ভূমিকম্প
ভূমিধম
টর্নেডো
খড়া
2065. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
বান্দরবন
কুষ্টিয়া
কুমিল্লা
বরিশাল
2066. নিচের কোন দুর্যোগ ‘Hydro-meteorological’ দুর্যোগ নামে পরিচিত?
বন্যা
খরা
ঘূর্ণিঝড়
ভূমিধস
2067. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবালদ্বীপ নামে খ্যাত?
নিঝুমদ্বীপ
সেন্ট মার্টিনস
হাতিয়া
কুতুবদিয়া
2068. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ কী?
একটি দেশের নাম
ম্যানগ্রোভ বন
একটি দ্বীপ
সাবমেরিন ক্যানিয়ন
2069. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
সিলেট
কুমিল্লা
রাজশাহী
দিনাজপুর
2070. 1/4- 1/6+1/9-2/7+… ধারাটির অসীম পদের সমষ্টি কত?
S∞ = 20/3
S∞ = 3/20
S∞ =20
S∞=3
2071. বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
দক্ষিণ-পশ্চিমাঞ্চল
পশ্চিমাঞ্চল
উত্তর-পশ্চিমাঞ্চল
উত্তর-পূর্বাঞ্চল
2072. x= √4 +√3 হলে x3+1/x3 এর মান কত?
5√3
52
5√2
2√5
2073. O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের x কোণের মান কত?
54°
72°
108°
126°
2074. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
হাইড্রোজেন
নাইট্রোজেন
মিথেন
ইথেন
2075. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি এসিড দিয়ে
সাইট্রিক এসিড দিয়ে
অ্যামিনো এসিড দিয়ে
অক্সালিক এসিড দিয়ে
2076. নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
চীন
পাকিস্তান
থাইল্যান্ড
মিয়ানমার
2077. ১৭৮ O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?
৮
১৭
৯
২৫
2078. নিচের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন প্রবন?
বোয়ালমারী
নড়িয়া
আলমডাঙ্গা
নিকলি
2079. একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল। তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার করমর্দন করতে পারবে। যদি করমর্দনের সংখ্যা ৩০০ হয়, তাহলে ঐ অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল?
২৪
২৫
৩০
৬০
2080. একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?
৩০°
৬০°
৯০°
১২০°