Image
MCQ
2165. “Better to reign in Hell, than serve in Heav’n.” – Who wrote this?
Geoffrey Chaucer
Christopher Marlowe
John Milton
P. B Shelley
2166. ‘তাতে সমাজজীবন চলে না।’-এ বাকাটির অস্তিবাচক রূপ কোনটি?
তাতে সমাজজীবন চলে ।
তাতে না সমাজজীবন চলে ।
তাতে সমাজনজীবন অচল হয়ে পড়ে।
তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে।
2167. Who wrote the play ‘The Way of the World’?
William Shakespeare
William Congreve
Ben Jonson
Oscar Wilde
2168. ভুল বানান কোনটি?
ভূবন
অন্তঃসার
মুহূর্ত
অদ্ভুত
2169. Change the voice: ‘Nobody trusts a traitor.’
A traitor is trusted.
A traitor should not be trusted.
Everybody hates a traitor.
A traitor is not trusted by anybody.
2170. রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
করণ কারক
সম্প্রদান কারক
অপাদান কারক
অধিকরণ কারক
2171. ‘ডেকে ডেকে হয়রান হচ্ছি।’-এ বাক্যে ‘ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
বিরক্তি
কালের বিস্তার
পৌনঃপুনিকতা
2172. বাগবন্ত্রের অংশ কোনটি?
স্বরযন্ত্র
ফুসফুস
দাত
উপরের সবকটি
2173. ‘গড্ডালিকা প্রবাহ’ বাগধারায় ‘গড্ডল’ শব্দের অর্থ কী?
স্রোত
ভেড়া
একত্র
ভাসা
2175. ‘A herd of cattle is passing’. The underlined word ‘herd’ is an/a-
adverb
adjective
collective noun
abstract noun
2176. চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
তৎপুরুষ
2178. ‘যিনি বিদ্বান, তিনি সর্ব আদরণীয়।’- এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ড বাক্য
2179. কোনটি নামধাতুর উদাহরণ?
চল্
কর্
বেতা
পড়্