EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2201. আফ্রিদি' উপজাতি কোন দেশে বাস করে?
আফগানিস্তান
অস্ট্রেলিয়া
পাকিস্তান
উজবেকিস্তান
2202. বাংলাদেশে বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
আনন্দ শিপইয়ার্ড লি:
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি:
খুলনা শিপইয়ার্ড
কোনোটিই নয়
ব্যাখ্যা: বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড লিমিটে
2203. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর কোনটির জন্য বিখ্যাত?
শিপিং
অটোমোবাইল
ঘড়ি
তেল ও প্রাকৃতিক সম্পদ
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র।
2204. কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
হিত্তিক ও তুখারিক
তামিল ও দ্রাবিড়
আর্য ও অনার্য
মাগধী ও গৌড়ী
ব্যাখ্যা: ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের শাখা ২টি। যথা: কেন্তম ও শতম।
2206. মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
‘মনসামঙ্গল’
‘মনসাবিজয়
‘পদ্মপুরাণ’
‘পদ্মাবতী’
2207. সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য গ্রহণকারী দেশ কোনটি?
নেপাল
বাংলাদেশ
আফগনিস্তান
ইথিওপিয়
2208. করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ - মৃত্যুবরণ করেছে কোন দেশে?
ব্রাজিলে
মার্কিন যুক্তরাষ্ট্র
ভারত
রাশিয়া
ব্যাখ্যা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে । করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
2209. কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই?
ড্যাস
হাইফেন
কোলন
সেমিকোলন
2210. 'ন্যায়সঙ্গত' কোন ধরনের সমাস-সাধিত পদ?
তুৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
2211. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ এর অর্থ কী?
তেজি কুমিরকে রুখে দিই
বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গাছের তেঁতুল কুমিরে খায়
ভুল থেকে শিক্ষা নিতে হয়
2212. চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়?
বাংলাদেশ
নেপাল
উড়িষ্যা
ভুটান
ব্যাখ্যা: ১৯০৭ খ্রীস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার পুঁথি আবিষ্কার করেন।
2213. বাংলা উপসর্গ কয়টি?
১৯টি
২০টি
২১টি
২২টি
ব্যাখ্যা: বাংলা উপসর্গ অ, অহা, অজ, অনা, অ, আড়, আন, ২১টি আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
2214. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?
চৌবেরিয়া গ্রাম, নদীয়া
কীঠালপাড়া রাম, চব্বিশ পরগনা
বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
দেবানন্দপুন গ্রাম, হুগলি
2215. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মির্মিত হলে ঐ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?
১৫০০ মে. ও.
১৯০০ মে. ও.
২০০০ মে. ও.
২৪০০ মে. ও.
ব্যাখ্যা: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট হতে মোট ২৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।
2216. দৌলত উজির বাহরাম খাম সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
সুলতান খিয়াসউদ্দিন আজম শাহ
কোরেশী মাগন ঠাকুর
সুলতান বরবক শাহ
জমিদার নিজাম শাহ
ব্যাখ্যা: এছাড়া নিজাম শাহের বিখ্যাত কাব্যগ্রন্থ “লাইলী মজনু”।
2217. HIV হলো এক প্রকার-
ভাইরাস
ব্যাকটেরিয়া
কীট
কোনোটিই নয়
ব্যাখ্যা: HIV (Human Immunodeficiency Virus) এমন একটি ভাইরাস যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে মানবদেহে মরণবাধি এইডস রোগের সৃষ্টি করে। আরও কিছু ভাইরাসজনিত রোগ হলো-জান্ডিস, হাম, জলাতঙ্ক ইত্যাদি।
2219. 'ব্রিসবেন' কোন দেশের সমুদ্র বন্দার?
যুক্তরাজ্য
জার্মানি
অস্ট্রেলিয়া
বেলজিয়াম
ব্যাখ্যা: ব্রিসবেন অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের একটি শহর। শহরটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী এবং ব্রিসবেন নদীর তীরে মোরটন উপসাগরের কাছে অবস্থিত একটি সমুদ্র বন্দর।
2220. 'আকুঞ্চন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
কুঞ্চন
প্রসারণ
বিকৃষ্ণন
প্রসারিত