Image
MCQ
22441. এক নিউটন সমান = ?
০.৫০৫ পাউন্ড
০.২২৫ পাউন্ড
০.৭২৭ পাউন্ড
১ পাউন্ড
22442. পোর্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার সময়... এর কম হওয়া উচিৎ না।
৩০ মি.
৪৫ মি.
৬০মি.
৯০ মি.
22443. L মিটার দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মধ্যে বিন্দুতে P লোড দেওয়া হলে সর্ব্বোচ্চ মোমেন্ট হবে-
PL/2
PL/4
PL/8
PL/12
22444. পানির স্তম্ভের হিসাবে বায়ুমন্ডলীয় চাপ -এর পরিমাণ-
৭.৫ মি.
৮.৫ মি.
৯.৮১ মি.
১০.৩০ মি.
22445. Camber মাটির তৈরি রাস্তার সাধারন যে প্রদান করা হয়-
1 in 20
1 in 24
1 in 10
1 in 36
22446. a বাহুবিশিষ্ট কোন বর্গাকৃতি বীমে M বেন্ডিং মোমেন্টের কারণে সৃষ্ট বেন্ডিং পীড়ন হবে-
6 M/a³
4 M/a3
3 M/a³
5 M/a³
22447. পানির PH এর বেশি হলে নীচের কোনটি হবে-
এসিডিক
নিউট্রাল
ক্ষারীয়
কোনটি নয়
22448. ট্রাই-এক্সিয়াল টেস্টে মাটিকে কী টেস্ট করা হয়?
কমপেকশন টেস্ট
কনসোলিডেশন টেস্ট
শিয়ার স্ট্রেস্থ টেস্ট
টেনসাইল স্ট্রেস্থ টেস্ট
22449. Kg/m³ এ কংক্রিটের একক ওজন সাধারণত ধরা হয়-
১০০ কেজি
১২০০ কেজি
২৪০০ কেজি
৩০০০ কেজি
22450. সমুদ্র পৃষ্ঠে বাতাসের স্বাভাবিক চাপ কত?
72 cm
76 cm
80 cm
90 cm
22451. সবচেয়ে মোটা দানাদার বালি কোনটি-
FM: 1.7
FM: 2.7
FM: 2.5
FM: 2.6
22452. কোন তেলের আপেক্ষিক ওজন এর আপেক্ষিক গুরুত্ব হবে-
15 gm/cm³
15 gm/cm²
0.75
1.0 kg
22453. একটি মাটির নমুনার ভয়েড রেশিও এর মান ০.৩ হলে পরোসিটি কত?
২.৩০
০.২৩
০.০২৩
০.০০২৩
22454. বাকল অপসারিত করা গাছের কান্ডকে বলে -
রাফ টিম্বার
লগ টিম্বার
স্টান্ডিং টিম্বার
কনভার্টেড টিম্বার
22456. যে Footing দুটি Column -কে Support করে তা-
Continuous Footing
Combied Footing
Strip Footing
Step Footing
22457. পয়সনের অনুপাত বলতে কি বুঝায়-
পার্শ্ব বিকৃতি / দৈর্ঘ্য বিকৃতি
দৈর্ঘ্য বিকৃতি / পার্শ্ব বিকৃতি
পার্শ্ব হ্রাস / দৈর্ঘ্য বৃদ্ধি
দৈর্ঘ্য বৃদ্ধি/ পার্শ্ব হ্রাস
22458. প্রতি ৫ কেজি/বর্গ সেন্টিমিটার চাপের সমতুল্য পানির স্তম্ভেও উচ্চতা-
৫ মিটার
২.৫ মিটার
৫০ মিটার
২৫ মিটার
22459. শুকনা বালির স্থিরতা কোণ কত?
২০°
৩০"
২৫°
৩৫°
22460. বীমে লোড বাড়ানো হলে নিরপেক্ষ অক্ষে টান পীড়ন-
বাড়বে
কমবে
দ্বিগুন হবে
অপরিবর্তিত থাকবে