EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2421. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
ভয়েস অব লিবার্টি
ওরা ১১ জন
দ্য স্পিচ
স্টপ জেনোসাইড
2422. 'নেজারত' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
আরবি
ফারসি
চীনা
ইংরেজি
2424. যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-
ফসিওলজি
মারফোলজি
প্যালিয়েন্টোলজি
ফাইটোজেনি
2425. দুগ্ধদানকারী মায়ের জন্য কোন মিনারেল অত্যন্ত জরুরী?
জিংক
আয়োডিন
ক্যালসিয়াম
আয়রন
ব্যাখ্যা: ক্যালসিয়াম হচ্ছে Ca প্রতীকযুক্ত একটি- মৌলিক পদার্থ, যার পারমাণবিক সংখ্যা ২০। ক্যালসিয়াম একটি ক্ষারীয় ধাতব পদার্থ। এজন্য ক্যালসিয়াম বেশ প্রতিক্রিয়াশীল ধাতু।
2426. ৬, ১৭, ৪৯, ১৪৪....পরবর্তী সংখ্যাটি কত?
২৯
৩৫৬
৪০৮
৪২৮
2427. দুইটি সংখ্যার গ.সা.গু 11 ও ল.সা.গু 7700 একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত?
318
308
283
279
ব্যাখ্যা: সমাধান: ধরি, অপর সংখ্যাটি x আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = 7700 × 11 বা , 275 × x = 7700 × 11 7700 × 11 / 275 = 308
2428. ২০২৩ সালে শান্তিতে নোবেল জয়ীর নাম কী?
খামা আমিনি
ইয়েন ফসে
নার্গিস মোহাম্মদী
শিরিন এবাদি
ব্যাখ্যা: শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদী। ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও সবার জন্য স্বাধীনতার পক্ষে তার যে প্রচেষ্টা, সেজন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
2429. নিচের কোনটি একটি স্প্রেডশীট সফটওয়্যার?
MS Word
MS PowerPoint
MS Outlook
MS Excel
2430. 'হালে পানি পাওয়া' এর অর্থ কী?
বিপদে পড়া
বিপদমুক্ত হওয়া
বিপদাপন্ন
বিপদে ধৈর্য ধরা
2431. ২০২৫ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP-30 অনুষ্ঠিত হবে কোন দেশে?
স্পেন
ব্রাজিল
ইতালি
মিশর
2432. Trees have....... off their leaves.
cast
thrown
fallen
put
ব্যাখ্যা: কোনো কিছু পরিত্যাগ করা অর্থে cast এর পরে preposition হিসেবে off বসে।
2433. 'নীরোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নি + রোগ
নিঃ + রোগ
নী + রোগ
নীঃ + রোগ
2434. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
273 C
-273 C
0.C
0.k
ব্যাখ্যা: যে নিম্ন তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য তাকে পরম তাপমাত্রা বলে। সাধারণত -273 সেলসিয়াসকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়।
2435. 5+8+11+14+ ....... ধারাটির কততম পদ 302?
60তম
70তম
90তম
100তম
ব্যাখ্যা: সমাধান: 5+8+11+14+ ……302 আমরা জানি, n তম পদ = a + (n - 1)d প্রশ্নমতে, a + (n-1)d = 302 ⇒5+(n-1)3 = 302 ⇒5+3n-3=302 ⇒ 3n = 300 n = 100
2436. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
পিত্তথলি
লিভার
অগ্ন্যাশয়
পিটুইটারী গ্রন্থি
ব্যাখ্যা: 'প্যানক্রিয়াস'. (Pancreas) এর বাংলা প্রতিশব্দ 'অগ্ন্যাশয়' মানব দেহের 'প্যানক্রিয়াস' নামক গ্রন্থির 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স নামক অংশ হতে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোন 'ইনসুলিন' নিঃসৃত হয়।
2437. বিশ্ব বিখ্যাত কম্পিউটার নিমার্তা প্রতিষ্ঠান IBM কে বলা হয়-
ব্লু উইন্ডো
ব্লু হান্টার
গ্রে ব্লু
বিগ ব্লু
2438. অপরাজেয় কথাশিল্পী হলেন-
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা: অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
2439. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে?
৯৯.৯৭%
৯৮%
৯৪%
৯০%
ব্যাখ্যা: বায়ুমন্ডলের মোট শক্তির ৯৯.৯৭% আসে সূর্য থেকে। সূর্য থেকে আগত এ শক্তি বায়ুমন্ডল তাপীয় শক্তি হিসেবে ধারণ করে।