MCQ
3241. log2√264 এর মান কত?
4
-4
2
3
3242. বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
জ্বর জ্বর লাগছে
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
লাল লাল ফুল
গ্রামে গ্রামে যাব
3243. 'ডেকে ডেকে হয়রান হচ্ছি।'- এ বাক্যে 'ডেকে ডেকে' কোন অর্থ প্রকাশ করে?
অসহায়ত্ব
কালের বিস্তার
বিরক্তি
পৌনঃপুনিকতা
3244. 4*x+1 = 2*x-2 হলে x = কত?
4
-4
2
8
3245. x²-(a+b) x + ab = 0 এর সমাধান সেট নিচের কোনটি?
{-a, -b}
{a, -b}
{a,b}
{-a, b}
3246. 'অনুকম্পা' শব্দের ইংরেজি কোনটি?
Clemency
Enthral
Erudition
Fathom
3247. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' কোন ধরনের শব্দ?
শব্দের দ্বিরুক্তি
ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
পদের দ্বিরুক্তি
ছড়ার শব্দ
3248. {১-(১/৬+১/২)}-১/৩= কত?
০
১
২
৩
3249. নিচের কোনটি মিথ্যা?
-2 একটি জোড় সংখ্যা
0 একটি বাস্তর সংখ্যা
2 একটি মৌলিক সংখ্যা
2 জটিল সংখ্যা নয়
3250. a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
a = bc
ab = bc
b²= ac
a=b=c
3251. উদ্বাসন শব্দের অর্থ কী?
বাসভূমি থেকে বিতাড়িত হওয়া
বাসভূমির সম্মুখস্থ ভূমি
3252. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর টুপুর' নদেয় এলো বান' এখানে 'টাপুর কোন ধরনের শব্দ?
অবস্থাবাচক শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
বাক্যালঙ্কার শব্দ
দ্বিরুক্ত শব্দ
3253. 'পথে পথে' কোন ধরনের শব্দ?
দ্বিরুক্তি শব্দ
পদ দ্বৈত
শব্দ দ্বৈত
ধ্বন্যাত্মক শব্দ
3254. ধ্বনি বাচক দ্বিরুক্ত শব্দ-
দরদর
কড়কড়
মরমর
নড়নড়
3255. 'কিত্তনখালো' নাটকটির বিষয়-
যন্ত্রণাদগ্ধ শহরজীবন
স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির রূপ
লোকায়ত জীবন-সংস্কৃতি
দেশবিভাগজনিত জীবন যন্ত্রণা
3256. 'রাশি' শব্দের দ্বিরুক্তিতে কোন অর্থ প্রকাশ পায়?
সামান্য
আতিশয্য
আধিক্য
শূন্য
3257. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?
২০১০
২০১১
২০১২
২০১৫
3258. 'ডাল-ভাত' কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে?
সমার্থক
বিপরীতার্থক
মিলনার্থক
ভিন্নার্থক
3259. বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?
ভালো-ভালো আম
বাড়ি-বাড়ি যাব
যে-যে যাবে
লাল-লাল ফুল
3260. A = {a, b, c} এর প্রকৃত উপসেট কয়টি?
৮টি
৭টি
৬টি
৫টি