MCQ
3261. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উনবিংশ শতাব্দীতে
অষ্টাদশ শতাব্দীতে
ষোড়শ শতাব্দীতে
চতুর্দশ শতাব্দীতে
3262. ৫ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
৮০%
৭৫%
৭২%
৬০%
3263. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
২/৩
১৩/১৫
৪/৫
২৩/৩০
3264. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি "The Kyoto Protocol" জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
১৯৯৭
১৯৯৯
২০০৩
২০০৪
3265. ৫ টাকায় ৮টি করে বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ১২টি কলার ক্রয়মূল্য কত?
১০ টাকা
৮ টাকা
১২ টাকা
৯ টাকা
3266. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘয ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
১.৫ মিটার
২.৫ মিটার
৩ মিটার
৩.৫ মিটার
3267. একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে বলে-
প্রচলিত শব্দ
ধ্বন্যাত্মক শব্দ
দ্বিরুক্ত শব্দ
অশব্দ
3268. 'হাড়ি হাড়ি সন্দেশ' এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
বিশেষ্য ও বিশেষণ
বিশেষ্য ও বিশেষ্য
বিশেষণ ও ক্রিয়া
বিশেষণ ও বিশেষণ
3269. 'বাবা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
তৎসম
তদ্ভব
ফারসী
তুর্কি
3270. কোনটি "Bretton Woods Institutions" এর অন্তর্ভুক্ত?
IDB
IMF
WTO
ADB
3271. নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়?
√-3
√3
√2/3
3272. ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস Service Day) হিসেবে পালিত হয়?
২১ এপ্রিল
২ অক্টোবর
২৬ জানুয়ারি
১০ মে
3273. কোনটি সঠিক নয়?
পণ্ডিতবৃন্দ
সুধীবৃন্দ
শিক্ষকবৃন্দ
মন্ত্রিবর্গ
3274. নিচের কোনটি একবচন?
আমি
মাঝিরা
বইগুলি
কলমগুলো
3275. বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
BARI
BRRI
BADC
BINA
3276. একটি কলম ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কলমটির ক্রয়মূল্য কত?
২০০ টাকা
১৮০ টাকা
১৬০ টাকা
১৪০ টাকা
3277. এক বর্ণক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
1:2
5:2
2:1
4:1
3278. টাকায় ৩টি এবং টাকায় ৫ টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলাে তা নির্ণয় করুন।
৪.২৫% লাভ
৫.২৫% ক্ষতি
৬.২৫% ক্ষতি
৭.২৫% লাভ
3279. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের "Thirty years' war" এর সমাপ্তি ঘটে?
ভারসাই চুক্তি, ১৯১৯
ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮
প্যারিস চুক্তি, ১৭৮৩
লুজান চুক্তি, ১৯২৩
3280. নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা?
০
১
২
৩