MCQ
321. যুগল মোমেন্ট হলো-
একটি বলx কাপল আর্ম
দুইটি বলx কাপল আর্ম
একটি বল X কাপল আর্থের দ্বিগুণ
দুইটি যুগল বলের গুণফল
322. structural desigh of pavement is based on-
fatigue load
static load
maximum load
none
Civil MCQ
ডিজাইন অব স্ট্রাকচার
Civil Department all mcq
সরকারি চাকুরির বিগত সালের সকল প্রশ্ন
design of structure mcq
ব্যাখ্যা: Explained: বস্তুর যে ধর্মের জন্য এটি পুন: পুন এর উপর প্রযুক্ত পীড়ন প্রতিরোধ করাতে সক্ষম হয় তাকে ফ্যাটিগ বলে। এই লোড বিবেচনা করে পেভমেন্ট এর স্ট্রাকচারাল ডিজাইন করা হয়।
323. দুইটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টি সমান হলে বলয়য়ের অন্তর্ভুক্ত কোণ কত?
3.90°
60°
145°
0°
324. ইঞ্জিনিয়ারিং বলবিজ্ঞান কত প্রকার?
২
৩
৪
৫
325. যদি ত্রিভুজের ভূমি দ্বারা একটি বলতে স্থান করা যায়, তবে ত্রিভুজের শীর্ষ বিন্দু দিয়ে ঐ বলের মোমেন্ট ত্রিভুজের ক্ষেত্রফলের-
সমান হবে
দ্বিগুণ হবে
তিনগুণ হবে
অর্ধেক হবে
326. ভেরিগনের মোমেন্ট নীতি প্রযোজ্য-
সমান্তরাল বল
সমতলীয় বল
সমরৈখিক বল
অসমতলীয় বল
327. যেসব বল একই বিন্দুতে মিলিত হয়ে কাজ করে ঐ সব বলকে বলে-
কো- লিনিয়ার বল
কোপে নার বল
কোপে নার কনকারেন্ট বল
কনকারেন্ট বল
328. যুগল বা জোড় সৃষ্টিকারী বল দুটির বীজগাণিতিক যোগফল-
শূন্য
সমান
অর্ধেক
দ্বিগুণ
329. জোড়ের বাহুর ওপর যে কোন বিন্দুতে জোড় গঠনকারীর বলদ্বয়ের মোমেন্টের বীজগাণিতিক যোগফল, জোড় মোমেন্টের-
অর্ধেক
দ্বিগুণ
তিনগুণ
সমান
330. দুই বলের লব্ধির বর্গ বলদ্বয়ের বর্গের সমষ্টির সমান হলে বলম্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
360°
90°
60°
30°
331. হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এ Standard equivalent single axles load--
1800 lb
1800 kg
1200 lb
1200 kg
332. The minimun load which will cause failure of a foundation is called-
ultimate tensile strength
nominal strength
ultimate bearing power
ultimate compressive strength
333. লিভার কত প্রকার?
৩
২
৫
৪
334. কোন বস্তুর ওপর 6 kg ও 8 kg বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি হবে-
10 kg
5kg
7 kg
12kg
335. একাধিক কোপে- নার কনকারেন্ট বল একই সমতলে অবস্থিত যে কোন বিন্দুর সাপেক্ষে ঐ বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফল, ঐ বলগুলোর লব্ধির মোমেন্টের সমান। এই নীতি বলে-
ল্যামির সূত্র
মোমেন্টের সূত্র
ভেরিগনের সূত্র
লিভারের সূত্র
336. দুটি বলের লব্ধি বলদ্বয়ের অন্তরফলের সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ?
60°
180°
90°
45°
337. বলবিজ্ঞানের মূলনীতিগুলোর সুসংহত অপায়ণ হয় কত শতাব্দিতে--
নবম
অস্টাদশ
সপ্তদশ
পঞ্চদশ
338. দুটি অসমান্তরাল বলে লব্ধি নির্ণয় করেন-
সাইমন স্টেভিন
গ্যালিলিও গ্যালিলাই
স্যার আইজ্যাক নিউটন
আর্কিমিডিস
339. যদি দুটি বল P ও Q একই সরলরেখায় কাজ করে কিন্তু পরস্পর বিপরীতমুখী তখন বলদ্বয়ের লব্ধি R হবে--
R=P+Q
R=2PQcosθ/2
R=P-Q
R = √P²+Q2
340. লব্ধি বলের দিক নির্ণয়ের সমীকরণ কোনটি?
Sinθ = ΣFv/ΣFΗ
Cosθ = ΣFv/ΣFΗ
tanθ = ΣFv/ΣFΗ
Cotθ = ΣFv/ΣFΗ