MCQ
3601. বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
8
৮
১২
১৬
3602. নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক?
এটি Interpreter এর চেয়ে অনুবাদ করতে বেশি সময় লাগে
এটি প্রতি লাইন প্রোগ্রাম পড়ে এবং অনুবাদ করে
এটি একবারে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
এটি মেশিন প্রোগ্রামকে সোর্স প্রোগ্রামে রূপান্তর করে
3603. I have told him that there is many solutions to the problem and he need not worry so much.
there are few
there are many
there are much
none of these
3604. I heard him-
cry
crying
cried
to cry
ব্যাখ্যা: [Note: Hear somebody/something + ing verb অথবা hear sombody/something+ infinitive without to হলো সঠিক ধারা। সুতরাং সঠিক উত্তর (ক) এবং (খ) উভয়ই।।
3605. নিচের কোনটি সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়?
Facebook
Twitter
Instagram
Google
3606. I-tennis every Sunday morning.
playing
play
am played
am play
ব্যাখ্যা: Hints: নিত্য ঘটনা সাধারণত present indefinite tense হয়। সুতরাং sub-এর পর play verbটি বসবে। বাক্যে play বসিয়ে বাক্যটির বাংলা: আমি প্রতি রবিবার সকালে টেনিস খেলি।
3607. ৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
৪ কি.মি./ঘন্টা
৫ কি.মি./ঘন্টা
১কি.মি./ঘণ্টা
৭.৫ কি.মি./ঘণ্টা
3608. Babies –when they are hungry.
cry
cries
cried
are crying
ব্যাখ্যা: Hints: সাধারণ ঘটনার বর্ণনা present indefinite tense-এ হয়। Babies শব্দটি plural হওয়ায় verb-এর মূল form cry শূন্যস্থানে বসবে। আর বাক্যটির বাংলা হবে: ক্ষুধা পেলে শিশুরা কাঁদে।
3609. নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
Bing
Google
Yahoo
Safari
3610. secA + tanA = 5/2 হলে, secAtanA = ?
1/2
1/5
2/5
5/2
3611. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
চীন
ভারত
3612. Complete shutdown (be) observed today against new law.
is being
can be
is been
was been
ব্যাখ্যা: Hints: Today থাকাতে এবং বাক্যটি দ্বারা পালিত হচ্ছে এমন sense প্রকাশ করায় বাক্যটি presentcontinuous tense passive voice-এ হবে।
3613. Choose the right word to complete the sentence 'The engineer insists on-good materials.'
use
using
to use
the use
ব্যাখ্যা: Hints: Insist on + verb + ing বসে আর insist on অর্থ কোনো কিছুর জোর দেয়া। শূন্যস্থানে। using বসিয়ে বাক্যটির বাংলা: ইঞ্জিনিয়ারটি ভালো উপাদান ব্যবহারের উপর জোর দেয়।
3614. I am sure he (pass) the examination.
passed
will pass
pass
will be passed
3615. Walk carefully lest-
you will fall
you would have fallen
you should stumble
you might lose the way
ব্যাখ্যা: Hints: বাক্যের প্রথম অংশে list ব্যবহৃত হলে, পরবর্তী অংশে Subject-এর পর should+ v₁ ব্যবহৃত হয়।
3616. একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?
Command-Line Interface
Graphical User Interface
Block User Interface
Tap User Interface
3617. Sustainable Development Goals (SDG) কয়টি?
১৩ টি
১৫ টি
১৭টি
৩১ টি
3618. বাহিরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষার্থে নিচের কোনটি ব্যবহৃত হয়?
Antivirus
Digital Signature
Encryption
Firewall
3619. She usually-- the baby down for sleep at this time.
lies
lied
lay
lays
3620. Cellular Data Network এর ক্ষেত্রে GPRS বলতে কী বুঝায়?
Global Positioning Radio Service
General Positioning Radio Service
Global Packet Radio Service
General Packet Radio Service