EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3621. ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?
ঈদৃশ
পারত্রিক
মাঙ্গলিক
আকস্মিক
3622. I took a map with me, as I didn't want to my way on the journey.
Loose
loss
lose
lost
ব্যাখ্যা: Hints: Infinitive to + base form of verb 'lose' হচ্ছে সঠিক structure Lose অর্থ হারানো।
3624. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক্রীতদাসের হাসি
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
কান্নাপর্ব
প্রদোষে প্রাকৃতজন
3625. He watched the boat-down the river.
to float
floating
was floating
had floated
3626. সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
শেখ ফজলুল করিম
প্রমথ চৌধুরী
মোহাম্মদ নাসির উদ্দিন
3627. Rahim-to school regularly.
goes
go
going
gone
ব্যাখ্যা: Hints: নিয়মিত বা অভ্যাসগত সত্য বোঝাতে Present Indefinite Tense হয় এবং Present Indefinite Tense এর Subject যদি tinird person singular number হয় তাহলে terb এর সাথে s/es বসে।
3628. In many ways, riding a bicycle is similar to-
when one drives a car
when we drive a car
driving a car
the driving of a car
3629. সঠিক বানান নয় কোনটি? aps.com
ধরণি
মুর্ছা
গুণ
প্রানী
3630. Windows অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নের কোন তথ্যটি সঠিক?
এটি মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম
এটি Open source অপারেটিং সিস্টেম
ক এবং খ উভয়ই সত্য
কোনোটিই সত্য নয়
3631. He advised me-smoking.
to give up
in giving up
from giving up
giving
ব্যাখ্যা: Hints: To give up something- কোনো কিছু বাক্যটির অর্থ দাঁড়ায়- সে আমাকে ধূমপান ত্যাগ ত্যাগ করা। এটি একটি Prepositional Phrase করার উপদেশ দিয়েছিল।
3632. কোনটি শুদ্ধ নয়?
যন্ত্রনা
শূদ্র
সহযািেগতা
স্বতঃস্ফূর্ত
3633. নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম?
RAM
Hard Disk
ROM
Register
3634. 'Notification' -এর বাংলা পরিস্থ কোনটি?
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি
বিজ্ঞপ্তি ফলক
প্রজ্ঞাপন
3635. নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কার্যক্ষমতায় কোনো ভূমিকা রাখে না?
Size of RAM
Size of ROM
Size of Cache Memory
Size of Register
3636. নিচের কোনটি অক্টাল সংখ্যা (২৪), এর সঠিক বাইনারি রূপ?
(111 101)2
(010 100)2
(111 100)2
(101 010)2
3637. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
বাংলা
সংস্কৃত
হিন্দি
অস্ট্রিক
3638. Fill in the blank with the appropriate part: We look forward-- a response from you.
to receiving
to receive
in receiving
for receiving
ব্যাখ্যা: Hints: "Look forward to'-এর পর কোনো verb এলে উক্ত verb-এর সাথে ing যুক্ত হয়।
3639. He talks as though-
he was a child
he is a child
he has been a child
he were a child
ব্যাখ্যা: Hints: As if/As though এর প্রথম অংশে Present Indefinite tense থাকলে পরের অংশে Past Indefinite tense হয়। তবে এক্ষেত্রে be verb-টি সর্বদা were হবে। আর প্রথম অংশে Past Indefinite Tense থাকলে পরের অংশে Past Perfect Tense হয়।
3640. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
পদাবলী
গীতগািেবন্দ
চর্যাপদ
চৈতন্যজীবনী