MCQ
4101. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল?
মালয়েশিয়া
ভারত
থাইল্যান্ড
মিয়ানমার
4102. ন্যাটোর সর্বশেষ সদস্য তত রাষ্ট্র কোনটি?
মন্টেনেগরো
আলবেনিয়া
ক্রোয়েশিয়া
লিসবন
ব্যাখ্যা: উত্তরঃ প্রশ্নের সাল অনুযায়ী উত্তর হবে মন্টিনেগ্রো।
4103. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
অনুচ্ছেদ ২৩
অনুচ্ছেদ ২২
অনুচ্ছেদ ২১
অনুচ্ছেদ ২৪
4104. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
পূর্ব আফ্রিকা
মধ্য প্রাচ্য
মধ্য আমেরিকা
পূর্ব এশিয়া
4105. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ইস্টানা আইল্যান্ড
সেনার আইল্যান্ড
সেন্তোষা
ম্যারিনা বে
4106. বঙ্গভঙ্গ রদ হয় ---
১৯০৮
১৯০৯
১৯১১
১৯৮৮
4107. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়?
ভারত
কানাডা
ইইউ
চীন
4108. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
হাইড্রোজেন (Hydrogen)
অক্সিজেন (Oxygen)
ওজোন
নাইট্রোজেন (Nitrogen)
4109. বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত?
আন্তর্জাতিক অভিবাসন নীতি
অস্ত্র নিয়ন্ত্রণ
আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
4110. বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
প্যারিস
ভিয়েনা
লিসবন
কনস্টান্টিনোপল
4111. কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট?
চীন
সিঙ্গাপুর
ব্রুনাই
মিয়ানমার
4112. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
ফ্রান্স
যুক্তরাষ্ট্র
জার্মানি
ইতালি
4113. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
জাতীয় সংসদ
প্রধানমন্ত্রী
স্পিকার
রাষ্ট্রপতি
4114. জীবন থেকে নেয়া' চলচ্চিত্রটির পরিচালক কে?
আমজাদ হোসেন
আলমগীর
সুভাষ দত্ত
জহির রায়হান
4115. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি?
গ্রাচীন গ্রিস সময়কাল
প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল
প্রাচীন রোম শাসনকাল
১৬০০-১৮০০ সাল
4116. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল?
৫০
৪৮
৪৯
৫১
4117. ফকেটিং (Folketing) কোন দেশের আইন সভা?
বেলজিয়াম
নরওয়ে
ফিনল্যান্ড
ডেনমার্ক
4118. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
৮ টি
৫ টি
৬ টি
৭ টি
4119. মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
হোয়াংহো নদীর তীরে
ইয়াংসিকিয়াং নদীর তীরে
নীলনদের তীরে
ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
4120. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
সবুজ বিশ্ব গড়ে তুলি
জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি