MCQ
5101. 'দুই ভাইয়ের মধ্যে কোন কথা নেই।' এখানে 'কথা' শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?
গল্প
অসগদ্ভাব
তর্ক
পরামর্শ
5102. 'সে চোখে হলুদ ফুল দেখছে' বাক্যটিতে কোন ধরনের ভুল রয়েছে?
বাচ্য প্রয়োগ
বাহুল্য
শব্দের অপপ্রয়োগ
প্রবচনের প্রয়োগ
5103. নিচের যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটেনি-
অধীন, অজ্ঞনতা
তনুদেহ, পান্তাভাত
সমসাময়িক কালে, জন্ম বার্ষিক
ভাষী ও সবান্ধব
5104. হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি। এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?
অসঙ্গতি
বিভাবনা
বিরোধাভাস
বিষম
5105. নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত-
সবগুলো
কর্তৃপক্ষ
একত্র
অনুষ্ঠাতব্য
5106. নিচের কোন শব্দে 'ণ' এর ভুল প্রয়োগ রয়েছে?
ক্রন্দণ
চাণক্য
মাণিক্য
গণ
5107. কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
অশ্রুজল
অঞ্জলি
কিংশুক
প্রদীপ
5108. নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?
আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই।
আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল।
সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
5109. 'যার বলে তুমি বলী, তার বলে আমি বলি' বাক্যে নিম্নরেখ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
বলবান
নিবেদিত বস্তু
ত্যাগ
ব্যতীত
5110. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
এক
একত্রিত
একত্র
একাকিত্ব
5111. নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত-
সবগুলো
একত্র
কর্তৃপক্ষ
অনুষ্ঠাতব্য
5112. কোন শব্দটিতে অপপ্রয়োগ ঘটেছে?
একত্র
ফলশ্রুতি
অধীনস্থ
কোনটিই নয়
5113. নিচের কোনটিতে শব্দরে অপপ্রয়োগ হয়নি-
জন্মবার্ষিক
অধীন
অজ্ঞনতা
তনুদেহ
5114. কোনটি নির্ভুল বাক্য?
আদ্যবধি তার শারিরীক অবস্থার উন্নতি হয়নি
আদ্যবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি
অদ্যাবধি তার শারিরিক অবস্থার উন্নতি হয়নি
5115. কোন প্রয়োগটি সঠিক?
উৎকর্ষতা
সমৃদ্ধশালী
উন্নতশীল
সখ্যতা
5116. আলংকারিক প্রয়োগ বর্জনীয় যে ক্ষেত্রে-
পত্র লিখন
ভাবসম্প্রসারণ
প্রবন্ধ রচনা
সারাংশ লিখন
5117. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
পদাবলী
চর্যাপদ
গীতগোবিন্দ
চৈতন্যজীবনী
5118. 'চাল নেই, চুলো নেই, মুখে বড় কথা।'- এখানে 'চাল' শব্দটি কোন অর্থে প্রয়োগ হয়েছে?
ফন্দি
ব্যবহার
আশ্রয়
গুণ
5119. গ্রীষ্মকালে বাংলাদেশে বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?
দক্ষিণ
উত্তর
দক্ষিণ-পূর্ব
দক্ষিণ-পশ্চিম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শীতকালে বাংলাদেশে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রবাহিত হয়। আর গ্রীষ্মকালে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বায়ু প্রবাহিত হয়।
5120. অপপ্রয়োগের দৃষ্টান্ত কোনটি?
বৃক্ষরাজি
শৈবালদল
সমৃদ্ধশালী
ঊর্মিমালা