MCQ
5121. নিচের যে বাক্যটিতে ভাষার অপপ্রয়োগ ঘটেনি-
ছেলেটি মারাত্মক মেধাবী।
দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়ার সম্ভাবনা প্রচুর।
আজ তার পঞ্চাশতম জন্মবার্ষিক।
সে পান্তাভাত খেয়ে মাঠে গেল।
5122. 'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
উপসর্গজনিত
প্রত্যয়জনিত
বিভক্তিজনিত
5123. নিচের যে গুচ্ছে ভাষার অপপ্রয়োগের কোনো দৃষ্টান্ত নেই-
জন্মবার্ষিক, কেবল, স্বোপার্জিত
সর্বজনীন, অত্রস্থান, কর্তৃপক্ষ
সবিনয়ে, একত্র, সাম্প্রতিক
পরিবারবর্গ, স্বনামধন্য, ঐক্যবদ্ধ
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুদ্ধ শব্দ: জন্মবার্ষিকী, কেবল, স্বোপার্জিত,সর্বজনীন, অত্র, স্থান, কর্তৃপক্ষ, সবিনয়, বিনয়, একত্র, সাম্প্রতিক।
5124. শুদ্ধ রূপটি দেখান-
সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
5125. কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন—
কীর্তিবাস বাঙলা রামায়ন লিখিয়াছেন
কীর্তিবাস বাংলা রামায়ন লিখিয়াছেন
কৃত্তিবাস বাঙলা রামায়ণ লিখেছেন
কৃত্তিবাস বাঙলা রামায়ন লিখেছেন
5126. Pedestrian-দের জন্য ভবনের র্যাম্পের অনুপাত BNBC অনুযায়ী কত হবে?
১:৬
১:৮
১:১০
১:১২
5127. বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
কবিতা
নাটক
উপন্যাস
ছোট গল্প
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের শাখা মোট ১০টি। যথা- কবিতা, মহাকাব্য, গীতিকাব্য, নাট্যকাব্য, গল্প, ছোটগল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ, রম্যরচনা। সূত্র: বাংলা সহপাঠ (নবম-দশম শ্রেণী)।
5128. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
জবাবদিহি
একত্রিত
মিথস্ক্রিয়া
গৌরবিত
5129. নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়?
অশ্রুজল
ইদানীংকালে
সপরিবার
জন্মবার্ষিকী
5130. নিচের যে শব্দটিকে শাব্দিক অপপ্রয়োগ বলে বিবেচনা করা যায়-
হোথায়
অশ্রুজল
অম্বরতল
অন্ধআবেগ
5131. কোন বাক্যটি সঠিক?
অধ্যয়নই ছাত্রদের তপস্যা
অধ্যয়ন ছাত্রদের তপসা
অধ্যাপনাই ছাত্রদের তপস্যা
অধ্যাপনা ছাত্রদের তপস্যা
5132. কোন প্রয়োগটি অপপ্রয়োগ?
আমরা সন্তুষ্ট কহয়েছি।
কথাটি প্রমানিত হয়েছে।
সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিধি লঙ্ঘন হয়েছে।
5133. কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
অশ্রুজল
কিংশুক
অঞ্জলি
প্রদীপ
5134. নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
সভাসদ
শুভেচ্ছা
ফলবান
তন্বী
5135. নিচের কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
উপর্যুক্ত
পরিবর্তমান
আয়ত্তাধীন
শিক্ষার্থিগণ
5136. নিচের যে গুচ্ছে কোনো অপপ্রয়োগ ঘটেনি-
অধীন, অজ্ঞানতা
তনুদেহ, পান্তাভাত
সমসাময়িককালে, জন্মবার্ষিক
ভাষী, সবান্ধব
5137. কোনটি শুদ্ধ বাক্য?
এ কথা প্রমান হয়েছে
এ কথা প্রমানিত হয়েছে
এ কথা প্রমাণ হয়েছে
এ কথা প্রমাণিত হয়েছে
5138. 'সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে।'- বাক্যটিতে কী ধরনের ভুল আছে?
বানান
বচন
পদ
বিভক্তি
5139. ৩৭। 'পাখি'-এর সমার্থক শব্দ-
বিটপী
বিগ্রহ
বিজরী
বিহগ
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: পাখির আরো কিছু সমর্থক শব্দ হলো বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, খগ, দ্বিজ, খেচর, পক্ষী, পতগ, পত্রী, পক্ষধর, চিড়িয়া, পাখপাখালি।
5140. 'নাসা' কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র?
যুক্তরাজ্য
যুক্তরাষ্ট্র
ভারত
চীন
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (HED)- ৯/৩/২০২২
HED-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: National Aeronautics and Spac Administration (NASA) হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা, যা বিমান চালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে। নাসা গঠিত ২৯ জুলাই ১৯৫৮ সালে আজ থেকে প্রায় ৬৩ বছর আগে।