MCQ
5081. বাংলাদেশে 'Mud Architecture' কোথায় বেশি দেখা যায়?
উত্তরবঙ্গে
পাহাড়ী এলাকায়
কোস্টাল এলাকায়
হাওড় এলাকায়
5082. Ballad কী?
গীতিকা
গাথা
লোকগাথা
সাদৃশ্য
5083. ঢাকার আর্ট কলেজের (Institute) স্থপতি কে?
রবিউল হুসাইন
মাজহারুল ইসলাম
রফিক আজম
সামসুল ওয়ারেস
5084. নালন্দা মহাবিহার কী?
বিখ্যাত বাজার
হাসপাতাল
কমিউনিটি সেন্টার
প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
5085. ৮৫। সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
5086. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
5087. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
5088. সঠিক বানানে লেখা হয়েছে কোন শব্দটি?
নিক্কন
নিকুন
নিক্কণ
নিক্বণ
5089. কোনটি আপপ্রয়োগের দৃষ্টান্ত?
আয়ত্তাধীন
মিথস্ক্রিয়া
দিবারাত্র
দুরবস্থা
5090. অপপ্রয়োগের দৃষ্টান্ত---
প্রতি ঘরে ঘরে
চরম দুরবস্থা
ঊর্ধ্বমুখী শিখা
কথার ফুলঝুরি
5091. নিচের কোনটি বাফার স্টেট?
পাকিস্তান
আফগানিস্তান
বেলজিয়াম
ফ্রান্স
5092. অপপ্রয়োগের দুষ্টান্ত নয়-
সুগন্ধফুল
বিষাদ মন্ডিত
সংযতবাক
সুনীল আকাশ
5093. লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
আদি মুসলিম
সুলতানী
মোঘল
ব্রিটিশ
5094. বন্যায় গৃহ রক্ষা করতে কী বাড়াতে হবে?
ছাঁদ উচু করতে হবে
ঘরের প্লিন্থের (Plinth) উচ্চতা বাড়াতে হবে
দেয়ালের উচ্চতা বাড়াতে হবে
জানালার উচ্চতা বাড়াতে হবে
5095. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
ইউরোপ
5096. কোনটিতে অপপ্রয়োগ ঘটছে?
একত্রিত
জবাবদিহি
মিথস্ক্রিয়া
স্বায়ত্ব
5097. নিচের কোনটিতে মধ্য- স্বরগামের প্রয়োগ হয়েছে?
ফিল্ম> ফিলিম
সত্য > সত্যি
গ্লাস> গেলাস
শিক্ষা>শিকে
5098. নিচের কোথায় হাইফেনের প্রয়োজনীয় প্রয়োগ হয়েছে?
খাওয়া-দাওয়া
সকাল-সকাল
ছেলে ভুলানো ছড়া
5099. গঠন অনুসারে বাংলা বাক্য কয় প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
২ প্রকার
5100. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস