MCQ
941. বাংলাদেশের সমভূমি অঞ্চলে কোন সেচ পদ্ধতি উপযোগী?
প্রত্যক্ষ সেচ
পরোক্ষ সেচ
পর্সিয়ান হুইল
পিরিনিয়াল পদ্ধতি
942. সমতলমিতি প্রধানত কত প্রকার?
২
৫
৬
৯
ব্যাখ্যা: Explained :সমতলমিতি বা লেভেলিং প্রধানত ৯ প্রকার। লেভেলিং প্রধানত দুই ভাগে ভাগ করা যায়- ১. প্রত্যক্ষ লেভেলিং (৬ ভাগ) ২. পরোক্ষ লেভেলিং (৩ ভাগ)
943. উপমহাদেশে কে প্রথম সেচ প্রকল্পের সূচনা করেন-
সম্রাট আকবর
হুমায়ুন
সুলতান তুঘলক
কোনটি নয়
944. উষ্ণ প্রস্রবন থেকে প্রাপ্ত পানির তাপমাত্রা বাতাসের গড় তাপমাত্রা অপেক্ষা কত বেশি?
5°c
10° с
15° 0
কোনটি নয়
945. সমভলমিতি প্রধানত কত প্রকারের?
১০ প্রকার
৮ প্রকার
৯ প্রকার
৭ প্রকার
946. কোন বাঁকে সুপার এলিভেশন প্রয়োগ করা কষ্টকর--
যৌগিক
বিপরিত
সরল
সংযুক্ত
ব্যাখ্যা: Explained: বিপরীত বাঁকে সুপার এলিভেশন প্রয়োগ করা কষ্টকর।
947. অসমতল এলাকায় পানি সেচের জন্য প্রযোজ্য-
প্রত্যক্ষ সেচ পদ্ধতি
পরোক্ষ সেচ পদ্ধতি
পার্সিয়ান হুইল
পিরিনিয়াল
948. কূপ প্রধানত কত প্রকার-
2
3
4
5
949. পাকা কূপ কত মিটারের অধিক হয় না?
25 m
20 m
40 m
30 m
950. বাংলাদেশে বহুল প্রচলিত ও জনপ্রিয় সেচ পদ্ধতি-
সেওতি
পার্সিয়ান হুইল
কপিকল
দোন
951. বিষুব রেখার সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং-এর পার্থক্য --
0°
90°
180°
360°
ব্যাখ্যা: Explained: শুধু বিষুব নয় যে কোন রেখার সম্মুখ ও পশ্চাৎ বিয়ারিং ফেজ পার্থক্য ১৮০°।
952. ল্যামিনিয়েট ক্রান্তি বাঁক ব্যবহৃত হয়--
রেলপথে
বাঁধে
সেতুতে
সড়ক পথে
ব্যাখ্যা: Explained অনেক সময় ফ্লাই ওভারের সংযোগ সড়ক অনেকদী বৃত্তাকার পথে ঘুরিয়ে এনে ফ্লাই ওভারে সংযোগ দেওয়া হয় একেই ল্যামিনিয়েট ক্রান্তি বাঁক বলে।
953. প্রাচীনকালে মিশর দেশে কোন সেচ পদ্ধতিতে প্রচলিত ছিল?
প্লাবিত
বর্ষব্যাপী
পিরিনিয়াল
সেওতি
954. বাংলাদেশে শীতকালীন ৩য় ফসল উৎপাদনের জন্য কোন পদ্ধতি হয়?
কপিকল
পার্সিয়ান হুইল
সঞ্চিত পদ্ধতি
কোনটি নয়
955. কোন পদ্ধতিতে সেচ- এ পানির ডিউটি অধিক হয়?
খোলা কূপ
নলকূপ
আর্টিজেন
কোনটি নয়
956. শিকল জরিপ কোন ধরণের এলাকার জন্য –
বন্ধুর
সমতল
পাহাড়ি
মণ বসতি
ব্যাখ্যা: Explained: শিকল জরিপ ভূমি পরিপের জন্য শিকল জরিপ সবচেয়ে সহজ। যে জায়গায় জরিপ করতে হবে তা কতকগুলো ত্রিভুজে ভাগ করে নিতে হয় এবং ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য শিকল দিয়ে মাপ করা হয়।
957. সেচ পদ্ধতি কত প্রকার?
3
5
6
2
958. ১৯৭৭ সালে ভারত- বাংলাদেশ চুক্তি অনুযায়ী কত কিউসেক পানি পাওয়ার কথা ছিল?
15,000
20,000
30,000
35,000
959. অগভীর নলকূপের সাহায্যে কত গভীরতায় পানি উত্তোলন করা যায়?
20-25 m
40-50 m
45-55 m
50-60 m
960. যুক্তরাজ্যে কোন সেচ পদ্ধতি অধিক উপযোগী?
প্লাবিত
বষ্যব্যাপী
প্রাকৃতিক
পার্সিয়ান