Image
MCQ
961. নিখাদ তরল পদার্থ উত্তোলনের সর্বাধিক উপযোগী পাম্প কোনটি?
রোটারি পাম্প
অপেক্ষায়মান পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
টারবাইন পাম্প
962. তারা পাম্প স্বাভাবিক অবস্থায় ১২ বার চাপলে কি পরিমাণ পানি পাওয়া যাবে?
১০ লিটার
৮ লিটার
৬ লিটার
৪ লিটার
964. কোন পাম্প স্বয়ংক্রিয়ভাবেই প্রাইমিং হয়?
সেন্টিফিউগাল পাম্প
ফায়ার সার্ভিস পাম্প
রোটারি পাম্প
টারবাইন পাম্প
965. এক ওয়াপ হর্স পাওয়ার সমান-
৪৫০০ কেজি/ মিনিট
৪০০০ কেজি/মিনিট
৭৫০ কেজি/মিটার/সেকেন্ড
৪৫০০ কেজি-মিটার/ মিনিট
967. খালের পলি অপসারণের জন্য ব্যবহৃত হয়-
ডিভাইড ওয়াল
ফিস ল্যাডার
সিল্ট ইজেক্টর
কোনটি নয়
968. বাংলাদেশে সচরাচর কত নম্বর হ্যান্ড গাইপ ব্যবহৃত হয়?
৫ নম্বর
৬ নম্বর
৭ নম্বর
৮ নম্বর
969. বাবহারিক ক্ষেত্রে হ্যান্ড পাইপের সর্বাধিক সাকশন হেড বা লিফটের পরিমাণ কত?
১৬ মিটার
১২ মিটার
৮ মিটার
৪ মিটার
974. কোন পাম্প একনার প্রাইমিং করলে পুনঃপ্লাইমিং এর দরকার হয় না?
জেট পাম্প
টারবাইন পাম্প
প্রপেলার পাম্প
এয়ার লিফট পাম্প
976. খাল বা অন্য কোন খনন প্রক্রিয়ার মাটি খননের গভীরতাকে বলে-
ক্যানল ফসল
ড্যাগ বোলিং
সাক্ষী
কোনটি নয়
977. পাহাড়ি অঞ্চলে কোন বাঁধ অধিক উপযোগী?
ড্রাইফিল
কম্পোজিট
হাইড্রোলিক ফিল
কোনটি নয়
979. তারা পাম্পের রাইজিং মেইন ববহৃত পাইপের ব্যাস কত সেন্টিমিটার।
৪.০৮ সে.মি.
৫.০৮ সে.মি.
৬.০৮ সে.মি.
৭.০৮ সে.মি.
980. একটি Drain থেকে ১০০ Cusec পানি ২৪ ঘণ্টা ধরে প্রবাহিত হলে প্রবাহিত পানির পরিমান -
৮৬,৪০,০০০ ঘনফুট
৮,৬৪,০০০ ঘনফুট।
৮৬৪ ঘনফুট
৮,৬৪০ ঘনফুট