MCQ
13181. When - the telephone invented?
has been
had been
was
is
ব্যাখ্যা: Telephone অনেক পূর্বে উদ্ভাবন করা হয়েছিল। সুতরাং বাক্যটি past indefinite passive voice-এ হবে। সুতরাং শূন্যস্থানে subject-এর পূর্বে was বসবে।
13182. Find out the same meaning: Sporadic-
Consistent
Uniform
Frequent
Scattered
ব্যাখ্যা: Hints: Sporadic অর্থ বিক্ষিপ্ত; Consistent অর্থ সঙ্গতিপূর্ণ; Uniform অর্থ-একরূপ; সমরূপ; Frequent অর্থ- পৌনঃপুনিক; Scattered অর্থ বিক্ষিপ্ত।
13183. the correct antonym for 'Cynical'.
Pessimistic
Gullible
Liberal
Equivocal
ব্যাখ্যা: Hints: Cynical অর্থ নৈরাশ্যবাদী; অবিশ্বাসী। Pessimistic অর্থ- হতাশাপ্রবণ; Gullible অর্থ- অতিবিশ্বাসপ্রবণ; Equivocal অর্থ- দ্বার্থবোধক এবং Liberal অর্থ- বদান্য; উদার।
13184. choose the word opposite in meaning to Equity-
Uprightness
Justice
Integrity
Bias
ব্যাখ্যা: Hints: Equity ন্যায়পরায়ণতা; Integrity অর্থ সাধুতা; Bus অর্থ পক্ষপাত। এখানে Bus হচ্ছে equity- এর opposite অর্থবোধক শব্দ। অর্থ-ন্যায়পরায়ণতা; uprightness অর্থ- অকপটতা;
13185. Identify the correct synonym for the word 'Magnanimous.'
generous
unkind
revengeful
ব্যাখ্যা: Hints: Magnanimous- মহানুভব। Generous উদার, সহৃদয়, unkind- নির্ময়, নিচুরি, অফরুল,কঠোর, nangrful- প্রতিশোধ হিংসাপরায়ণ এবং fracailly- বন্ধুত্বপূর্ণ, বন্ধুভাবাপন্ন, বন্ধুসুলভ।
13186. As the sun - , I decided to go out.
was shining
have shone
shine
shines
ব্যাখ্যা: অতীতে একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়। সুতরাং শূন্যস্থানে was shining বসে।
13187. Find out the same meaning: Omnipotent-
Supreme
Impotent
Feeble
Vulnerable
ব্যাখ্যা: Hints: Omnipotent অর্থ সর্বশক্তিমান; feeble অর্থ দুর্বল; supreme অর্থ সর্বোচ্চ; impotent অর্থ-অক্ষম; অসমর্থ, vulnerable অর্থ অরক্ষিত।
13188. When one is 'pragmatic' he is being-
fussy
wasteful
productive
practical
ব্যাখ্যা: Hints: Pragmatic হচ্ছে 'Practical and sensible way' তে সমস্যার সমাধান করা।
13189. the word opposite in meaning to the given word: HATE
Admire
Abhor
Concern
Loathe
13190. The meaning of the word 'obese' is-
ugly
tardy
very fat
ব্যাখ্যা: Hints: Obese ' বলতে বোঝায়' very fat ' বা 'abnormally fut
13191. choose the word opposite in meaning to Repeal-
Abolish
Enact
Annul
Nullify
ব্যাখ্যা: Hints: Repeal অর্থ বাতিল করা; Abolish অর্থ লোপ করা; Enact অর্থ আইনে পরিণত করা; Annul অর্থ বাতিল করা; Nullify অর্থ বাতিল করা।
13192. What may be considered courteous in one culture may be arrogant in another.
coarse
gracious
friendly
flimsy
ব্যাখ্যা: Hints: Courteous অর্থ ভদ্রঃ নম্র। Flimsy অর্থ- হালকা ও পাতলা, ফিনফিনে, Coarse অর্থ- মোটা; অমার্জিত; Gracious অর্থ ভদ্র, সৌজন্যময়; Friendly অর্থ বন্ধুসুলভ।
13193. Crafty men condemn studies, simple men admire them and wise men use them.
Denounce
Laud
Compliment
Acclaim
ব্যাখ্যা: Hints: Condemn অর্থ নিন্দা করা; Denounce অর্থ-নিন্দা করা; Laud অর্থ-প্রশংসা করা; Compliment অর্থ প্রশংসা করা; Acclaim অর্থ-স্বাগত জানানো।
13194. The word 'disinterested' means-
lack of interest
indifferent
callous
neutral
ব্যাখ্যা: Hints: Lack of interest দ্বারা বোঝায় কোনো কিছুতে উৎসাহ বোধের অভাব। Indifferent,শব্দের অর্থ উদাসীনতা, callous শব্দের অর্থ কঠিন, নির্মম, উদাসীন, Neutral শব্দের অর্থ- নিরপেক্ষ, Disinterested শব্দের অর্থ নিরপেক্ষ।
13195. Rina proceeded as though she (know) everything.
Knows
had known
knew
Known
ব্যাখ্যা: As though-এর পূর্বের clauseটি past indefinite tense এ থাকায় এর পরবর্তী clauseটি past perfect tense এ হবে। সুতরাং past perfect tense-এর structure অনুযায়ী সঠিক expression হবে had known।
13196. The word bounty is closest in meaning to---
generosity
familiar
dividing line
sympathy
ব্যাখ্যা: Hints: Bounty (দানশীলতা)-এর synonym হলো generosity (দানশীলতা)।
13197. the correct antonym for 'Oblige'.
Bind
Require
Bother
Censure
ব্যাখ্যা: Hints: Oblige অর্থ- বাধ্য করা; অনুগ্রহ করা। Bind অর্থ- বাঁধা; Require অর্থ- প্রয়োজন হওয়া; Bother অর্থ- বিরক্ত বা জ্বালাতন করা; Censure অর্থ- সমালোচনা করা।
13198. The word 'precedence' means-
example
priority
elderly
case
ব্যাখ্যা: Hints: Precedence অর্থ অগ্রাধিকার, Prority অর্থ অগ্রাধিকার, Example অর্থ নজির, Elderly অর্থ বয়োজ্যেষ্ঠ।
13199. Choose the meaning of the given words: 'One day women will have what has so long been denied them leisure, money and mom to themselves'.
Space
Liberty
Office
Capacity Room
ব্যাখ্যা: Hints:প্রশ্নটি Virginia Woolf-এর একটি উক্তি। এখানে Space অর্থে ব্যবহৃত হয়েছে।
13200. The antonym for 'Recalcitrant-
Indifferent
Compliant
Careful
Passive
ব্যাখ্যা: Hints: Compliant-শিষ্ট, ভদ্র। Passive-নিষ্ক্রিয় (Indifferent- উদাসীন। Careful- সতর্ক। Recalcitrant অর্থ হলো অবাধ্য।