MCQ
13141. What is the meaning of the word 'stanch'?
to reinforce
be weak
smooth out
put an end to
ব্যাখ্যা: Hints: Stanch - বন্ধ করা, শেষ করা। Ta reinfory-শক্তিশালী করা, ক্ষমতা বৃদ্ধি করা। Be uxak- দুর্বল হওয়া। Smooth out- মসৃণ করা, সমান করা। Put an end to- সাঙ্গ করা, শেষ করা, যবনিকাপাত করা।
13142. What is the antonym of 'Queer?
Integrated
Orderly
Abnormal
Odd
ব্যাখ্যা: Hints: Queer- অস্বাভাবিক, অদ্ভুত, বিচিত্র অসামঞ্জস্যপূর্ণ। Integrated অখণ্ড, একিভূত, অঙ্গীভূত। Oderly- নিয়মমাফিক, স্বাভাবিক, সামঞ্জস্যপূর্ণ। Almarmal অস্বাভাবিক, ব্যতিক্রমী। Odd- অদ্ভুত, অস্বাভাবিক, দৃষ্টিকটু। কাজেই Queer-এর বিপরীত শব্দ হচ্ছে Orleriy।
13143. What is the synonym of- 'Delude?
Permit
Aggravale
Deceive
Demand
ব্যাখ্যা: Hints: Delude প্রতারিত করা, বিভ্রান্ত করা। Demand দাবি করা। Perinit অনুমোদন করা। Aggravate-হীনতর করা, অবনতি ঘটানো এবং Deceive - প্রতারণা করা, বিভ্রান্ত করা।
13144. What is the synonym of 'Jovial?
Jolly
Happy
Gay
Jealous
ব্যাখ্যা: Hints: Jovial - হাসিখুশি, আমুদে। Jolly প্রফুল্ল, সুন্দর। Gay Jealous - ঈর্ষাকাতর, হিংসুক, পরশ্রীকাতর। Happy- সুখি, সন্তুষ্ট।
13145. What is the antonym of 'Honorary'?
Offical
Honorable
Salaried
Literary
13146. What is ths antonym of 'gentle?
harsh
modest
clever
rude
ব্যাখ্যা: Hints: Gentle-জ, নম্র। Harsh - কর্কশ, অমসৃণ (বিশেষত বন্ধুর সাথে)। Molest– বিনয়ী, নম্র। Clever- চতুর, চালাক। Ruide- অভদ্র, অমার্জিত, রুড়।
13147. The antonym of 'indifference' is--
ardour
compassion
anxiety
concern
ব্যাখ্যা: Hints: Indifference- অনীহা, নিস্পৃহা, উদাসীনতা। Andour- উৎসাহ, ব্যাকুলতা; companion- করুণা, সমবেদনা; anxaty- উদ্বেগ, উৎকণ্ঠা এবং concon-উদ্বেগ, সম্পৃক্ততা।
13148. What is the meaning of the word 'scuttle'?
to tease
gossip
abandon
Pile up
ব্যাখ্যা: Hints: Scuttle শব্দটির অর্থ তড়িঘড়ি পালানো, দ্রুত পরিত্যাগ করা। (p) Verb হিসেবে- কপাটিকা খুলে দেয়া। (ul) Verb হিসেবে ফুটো করা, ফুটো করে জাহাজ ডুবিয়ে দেয়া। To teuse- উত্যক্ত করা, বিরক্ত করা। Abandon- পরিত্যাগ করা।
13149. Anything Pernicious' tends to injure or destmy. Something which has no such harmful effect is ---
innocuous
innocent
immaculate
salutary
ব্যাখ্যা: Hints: Pernicious অর্থ যা ক্ষতি করে বা ধ্বংস করে'। Innocucus অর্থ ক্ষতি করে না এমন।
13150. What is the meaning of the word 'euphemism'?
vague idea
in-offensive expression
verbal play
wise saying
ব্যাখ্যা: Hints: Euphemism - সুভাষণ, মধুর ভাষণ, congue ilm- অস্পষ্ট ধারণা। In offensive expression শালীন অভিব্যক্তি। Verbal play বিবৃতিমূলক/ বাচনিক নাটক। Wise saying - জ্ঞানগর্ত প্রবাদ।
13151. What kind of man is quite the opposite type of supercilious'?
Haughty
Disdainful
Wicked
Affable
ব্যাখ্যা: Hints: Supercilious- অহংকারী আচরণ, Affalle-বন্ধুত্বপূর্ণ আচরণ।
13152. 'Bootleg' means to-
distribute
export
import
smuggle
ব্যাখ্যা: Hints: Bootleg চোরা কারবার করা। distribute- বিতরণ করা; export- আমদানি করা; import রপ্তানি করা; smuggle চোরা কারবার করা।
13153. What is the synonym of 'incredible?
Unbelievable
Unthinkable
Unlikely
Unthinking
ব্যাখ্যা: Hints: Incredible অবিশ্বাস্য, বিশ্বয়কর। Unbelievable. Unthinkable - অচিন্ত্যনীয়। Unlikely - অসম্ভব। Unthinking - অচিন্ত্যপূর্ব।
13154. The synonym of 'genesis' is-
beginning
introduction
preface
foreword
ব্যাখ্যা: Hints: Genesis সূচনা, প্রারজিক বিন্দু। কাজেই এর Synonym হবে begiming।
13155. What is the meaning of the word 'sequences"?
to follow
round up
question closely
withdraw
ব্যাখ্যা: Hints: Sequences ক্রমসমূহ। To follow অনুসরণ করা, ক্রমঅনুসরণ করা। Round up - একক করা, পূর্ণসংখ্যায় নিয়ে আসা। Witiulruu- উত্তোলন করা, তুলে লেয়া। Question closely-ঘনিষ্ঠভাবে/ দৃঢ়ভাবে প্রশ্ন করা।
13156. Wisdom শব্দের বাংলা অর্থ-
জ্ঞান
বুদ্ধি
প্রজ্ঞা
মেধা
13157. What is the meaning of the word 'intrepid?
arrogant
belligerent
questioning
fearless
ব্যাখ্যা: Hints: Intrepid- সাহসী, নির্ভীক। arrogant- উদ্ধত, বেয়াদব। belligerent যুদ্ধরত, যুদ্ধমান। questioning-জিজ্ঞাসু। fearless ভয়হীন, নির্ভীক।
13158. What is the synonym of 'Competent?
Circumspect
Discrete
Capable
Prudent
ব্যাখ্যা: Hints: Competent- উপযুক্ত, সক্ষম, দক্ষ। Circumspect-সতর্ক। Discrete - পৃথক,আলাদা। Capable - সক্ষম, সমর্থ। Prudent - সতর্ক, দুরদর্শী, বিচক্ষণ।
13159. What is the antonym of 'famous?
Opaque
Illiterate
Obscure
Immature
ব্যাখ্যা: Hints: Famous বিখ্যাত, সুবিদিত, সুপরিচিত। এর antonyms হচ্ছে Obscur- অস্পষ্ট, গুপ্ত, Opaque আলো নিরোধক, অস্বচ্ছ, Illiterate- নিরক্ষর, অশিক্ষিত, Immature- অপ্রাপ্তবয়স্ক।
13160. What is the synonym of 'Incite?
Permit
Urge
Deceive
Instigate