MCQ
13121. The antonym of the word Validate-
Corroborate
Certify
Ratify
None
ব্যাখ্যা: Hints: Option-গুলোর সব শব্দই সমার্থক হওয়ায় আলাদা বা ভিন্ন শব্দ নেই। Option-এর validate, ratify, certify এবং corroborate শব্দগুলোর অর্থ সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করা; বৈধ বলে ঘোষণা করা। সুতরাং সঠিক উত্তর none।
13122. Choose the right words: I am-
1.5 metres high
1.5 metres tall
1.5 metre high
15 metre tall
ব্যাখ্যা: ব্যক্তির উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে tall এবং বস্তুর ক্ষেত্রে high হয়। উচ্চতা নির্ণয়ের একক (1.5) plural হওয়ায় tall-এর পূর্বে metres হবে। অতএব, সঠিক উত্তর (খ)।
13123. Thief-এর plural কোনটি?
Thiefes
Thieves
thiefs
thives
ব্যাখ্যা: শব্দের শেষে fe, ef, If ইত্যাদি থাকলে সাধারণত সেগুলোকে plural করার সময় বা ef- এর স্থলে বসে এবং এর পর es যোগ করে plural করতে হয়। সুতরাং সঠিক উত্তর খ।
13124. Select the singular number.
pianos
premises
politics
index
ব্যাখ্যা: Hints: সঠিক singular number হলো index যার plural form হলো indexes অথবা indices. তাছাড়া option এর বাকি তিনটি শব্দ plural। তবে politics শব্দটি বাক্যের অর্থভেদে singular ও plural উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
13125. What is the plural of 'deer?
deers
deerese
deeres
deer
ব্যাখ্যা: Deer'-এর singular form deer আবার plural form deer।
13126. What is the plural form of 'Mr.'?
Mrs.
Misters
Ms.
Messrs
ব্যাখ্যা: Hints: Mr. (পুরুষের নামের আগে যুক্ত খেতাব; জনাব)-এর plural form হলো Messrs (সর্বজনাব)। অন্যদিকে Mrs হলো বিবাহিত স্ত্রীলোকের পারিবারিক নামের আগে যুক্ত খেতাব, বেগম। Mister (জনাব)-এর plural form Misters আর Ms. হলো বিবাহিতা বা অবিবাহিতা স্ত্রীলোকের নামের পূর্বে যুক্ত খেতাব।
13127. Which of the following is not a singular number?
analysis
poetry
cattle
alms
ব্যাখ্যা: Analysis, poetry, alms শব্দগুলো singular কিন্তু cattle শব্দটি plural যার অর্থ গবাদিপশু।
13128. What is the plural of 'Criterion'?
Criterions
Criteria
Criteriones
Criterias
ব্যাখ্যা: Criterion (বিচারের মাপকাঠি; মানদণ্ড) শব্দটির plural form হলো criteria।
13129. Choose the word which do not have a plural-
mouse
intension
woman
information
ব্যাখ্যা: Information শব্দটি হলো uncountable অর্থাৎ যার কোনো plural form নেই। অন্যদিকে option-এর বাকি তিনটি শব্দের plural হলো যথাক্রমে mice, intensions এবং women
13130. The plural of ' analysis' is-
analysies
analyses
analysess
analysis
ব্যাখ্যা: 'Analysis' অর্থ মন্তব্য সহকারে (বই, কোনো চরিত্র বা পরিস্থিতির) বিশ্লেষণ যার plural form হলো analyses
13131. The plural form 'ox':
oxes
oxen
oxis
bullock
ব্যাখ্যা: Ox (ষাঁড়) শব্দটির শেষে en যোগ করে plural করতে হয়। সুতরাং ox-এর plural form oxen
13132. Which of the following is a singular number?
cliffs
index
crises
mice
ব্যাখ্যা: Index (সূচক) শব্দটি singular number যার plural number হলো indexes বা indices | Cliffs, crises এবং mice শব্দগুলো plural এদের singular number যথাক্রমে cliff (উঁচু খাড়া পাহাড়), crisis (সংকটকাল) এবং mouse (ইঁদুর)।
13133. . What is the plural form of 'it'?
Its
There
They
Those
ব্যাখ্যা: অপ্রাণীবাচক অর্থে it-এর plural form হলো they।
13134. Select the plural number-
index
goose
issue
quarters
ব্যাখ্যা: একমাত্র plural number হলো quarters যার singular number হলো quarter (এক-চতুর্থাংশ, চার ভাগের এক ভাগ)। তাছাড়া index, goose এবং issue-এর plural form যথাক্রমে indices, geese এবং issues।
13135. What is the meaning of the word 'belated"?
complaining
off hand
weak
tardy
ব্যাখ্যা: Hints: Belated- অতিশয় ধীরে চলা, খুব দেরিতে আসা, অতিশয় ধীর মন্থর। Complaining - অভিযোগ করার মতো। Off hand-ভাৎক্ষণিক, উপস্থিত, পূর্বচিন্তা ছাড়া। Weak- দুর্বল, বলহীন (Tardy- ধীর, অতিশয় মন্থর।
13136. Which one is the singular of leaves?
Leafe
Leaf
Leav
Leave
ব্যাখ্যা: Leaves শব্দটির singular noun হলো leaf যার অর্থ পাতা; পত্র।
13137. Which of the following is in plural form?
datum
media
analysis
radius
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে একমাত্র plural noun হলো media যার singular form হলো medium। Option বাকি তিনটি singular noun-এর plural form যথাক্রমে data, analyses এবং radii
13138. Identify singular number:
Fungi
Agenda
Formula
Data
ব্যাখ্যা: Option-গুলোর মধ্যে singular number হলো formula যার plural formulas বা formulae। তাছাড়া fungi, agenda, data শব্দগুলো plural যাদের singular form যথাক্রমে fungus, agendum এবং datum।
13139. Choose the correct plural form:
wifes
roofs
wolfs
shelfs
ব্যাখ্যা: Roof (ছাদ বা চাল)-এর plural form হলো roofs। আর wife, wolf ও shelf-এর plural form হলো wives, wolves shelves
13140. Which one of the following is a plural noun?
news
mathematics
crises
economics
ব্যাখ্যা: Hints: Crises হলো option-গুলোর মধ্যে plural noun যার singular form হলো crisis। Option এর অন্য word-গুলো singular noun