MCQ
13161. The synonym for 'efface'-
Exhaust
Improve
Rub out
Cut out
ব্যাখ্যা: Hints: Efface- মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। Improve- উন্নতিসাধন করা। Exiutust-নিঃশেষ করা। Rub out- মুছে ফেলা। Cut out-থেমে যাওয়া, কেটে নেয়া।
13162. Intellectual শব্দের বাংলা অর্থ-
বুদ্ধিমান
মননশীল
বুদ্ধিজীবী
মেধাবী
ব্যাখ্যা: Hints: Intellectual শব্দের অর্থ বুদ্ধিজীবী, মনীষী। বুদ্ধিমান' ও 'মেধাবী'-এর ইংরেজি intelligent, wise।
13163. Find out the odd word from the options --
Willful
Intentional
Obvious
Calculated
None
ব্যাখ্যা: Hints: Odd শব্দটি হলো obvious, যার অর্থ স্পষ্টত প্রতীয়মান। অন্যদিকে willful. intentional, calculated শব্দগুলোর অর্থ সুচিন্তিত।
13164. Because she had reputation for-we were surprised and pleased when she greeted us so-
insolence-irately
arrogance-disdainfully
insouciance-cordially
querulousness-affably
ব্যাখ্যা: Hints: Because দ্বারা দুটি clause যুক্ত হওয়ায় Synonym প্রয়োজন ছিল। তবে Surprised শব্দটি থাকায় Antonym ব্যবহার করতে হবে।
13165. The opposite word of 'sluggish'-
Animated
Dull
Heavy
Slow
ব্যাখ্যা: Hints: Sluggish অর্থ মন্থর, ধীর। অন্যদিকে Animated অর্থ প্রাণচঞ্চল বা প্রাণবন্ত।
13166. Bees are always busy--- (Choose the right word to fill the gaps)
Flowers
Birds
Insects
Animals
13167. Find out the odd word from the options
Headstrong
Obstinate
Mutinous
Obdurate
None
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো mutinous (বিদ্রোহী)। অপর অপশনগুলোর শব্দগুলো পরস্পর সমার্থক যাদের অর্থ একগুঁয়ে; নাছোড়বান্দা।
13168. Which one of the following is the opposite word of gentle?
Rude
Decent
Modest
Bad
ব্যাখ্যা: Hints: Gentle (নম)-এর বিপরীত শব্দ rude (রূঢ়)।
13169. The synonym of the word 'mix' is-
blend
mess
solve
change
ব্যাখ্যা: Hints: Mix অর্থ মিশানো যার সমার্থক শব্দ blend (মিশানো, মিশ্রণ করা)।
13170. Find out the odd word from the options ----
Perceptive
Insightful
Discerning
Cunning
None
ব্যাখ্যা: Hints: Perceptive, insightful এবং discerning। শব্দগুলো সমার্থক যেগুলোর অর্থ উপলব্ধিজাত; উপলব্ধির ক্ষমতাসম্পন্ন। অন্যদিকে cunning অর্থ মূর্ত। সুতরাং সঠিক আলাদা শব্দটি হলো cunning!
13171. The antonym for 'inimical'-
Hostile
Friendly
Indifferent
Agnry
ব্যাখ্যা: Hints: Inimical- বৈরী, প্রতিকূল। Hostile- শত্রুভাবাপন্ন, Friendly- বন্ধুভাবাপন্ন, অনুকূল (বিপরীতার্থক)। Indifferent- অনীহ, নিরুৎসক। Angry - রাগান্বিত।
13172. Find out the same meaning: EQUIVOCAL
Universal
Mistaken
Quaint
Clear
ব্যাখ্যা: Hints: Equivocal দ্বার্থবোধক, অস্পষ্ট। Universal সর্বজনীন, Mistaken ভ্রান্ত, ভ্রমাত্মাক, Quaint খেয়ালী এবং Clear- স্পষ্ট, স্বচ্ছ।
13173. The word 'uproar' means-
hue and cry
calm and quiet
loud and bold
weak and meak
ব্যাখ্যা: Hints: "Uproar' (হৈ-হুল্লোড়; হট্টগোল) শব্দটির অর্থ প্রকাশ পায় hue and cry (হৈচৈ) দ্বারা।
13174. Find out the same meaning: ILLUSIVE
Not deceptive
Not certain
Not obvious
Not coherent
ব্যাখ্যা: Hints: Illusive - অলীক, ইন্দ্রজালিক। Not deceptive- ভ্রান্তিকর নয়, প্রতারণামূলক নয়, Not certain- অনিশ্চিত, সন্দেহপূর্ণ, অবিশ্বাসযোগ্য, Not obvious- স্পষ্ট নয় এমন, অস্পষ্ট,অপরিষ্কার এবং Not coherent- অসঙ্গতিপূর্ণ, প্রাঞ্জল নয়।
13175. The word soothing means.
annoying
embarrassing
irritating
comfortable
ব্যাখ্যা: Hints: Soothing (যন্ত্রণা উপশম করে এমন) এর অর্থ comfortable (আরামদায়ক)। তাছাড়া annoying অর্থ বিরক্তিকর, embarrassing অর্থ অস্বস্তিকর, irritaing অর্থ জ্বালাময়। প্রকৌশলী (যান্ত্রিক)
13176. The synonym of 'Franchise'-
Privilege
Utility
French
Dull
ব্যাখ্যা: Hints: Franchise বা privilege অর্থ বিশেষসুবিধা।
13177. The synonym of the word 'alter' is-
decrease
increase
send
change
ব্যাখ্যা: Hints: Alter এবং change অর্থ পরিবর্তন করা। Increase অর্থ বৃদ্ধি করা, decrease অর্থ হ্রাস করা আর senud অর্থ পাঠানো।
13178. Choose the opposite word of 'assets'
Debt
Property
Treasure
Liability
ব্যাখ্যা: Hints: Assets (সম্পদ)-এর বিপরীত শব্দ liability (দায়; বোঝা)।
13179. What is the opposite of 'odd number'?
Even number
Uneven number
Double number
Pair number
ব্যাখ্যা: Hints: Odd mumber (বিজোড় সংখ্যা)-এর বিপরীত শব্দ হলো roen number (জোড় সংখ্যা)।
13180. Find out the same meaning: BROCHURE
Opening
Pamphlet
Bureau
Censor
ব্যাখ্যা: Hints: Brochure- সংক্ষিপ্ত বিবরণ সমৃদ্ধ পুস্তিকা। Opening- উদ্বোধন, সূচনা, Pamphlet - পুস্তিকা, Bureau - দফতর, Censor- কেটে বাদ দেয়া, পরীক্ষা করা।