EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
13161. The synonym for 'efface'-
Exhaust
Improve
Rub out
Cut out
ব্যাখ্যা: Hints: Efface- মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। Improve- উন্নতিসাধন করা। Exiutust-নিঃশেষ করা। Rub out- মুছে ফেলা। Cut out-থেমে যাওয়া, কেটে নেয়া।
13162. Intellectual শব্দের বাংলা অর্থ-
বুদ্ধিমান
মননশীল
বুদ্ধিজীবী
মেধাবী
ব্যাখ্যা: Hints: Intellectual শব্দের অর্থ বুদ্ধিজীবী, মনীষী। বুদ্ধিমান' ও 'মেধাবী'-এর ইংরেজি intelligent, wise।
13163. Find out the odd word from the options --
Willful
Intentional
Obvious
Calculated
None
ব্যাখ্যা: Hints: Odd শব্দটি হলো obvious, যার অর্থ স্পষ্টত প্রতীয়মান। অন্যদিকে willful. intentional, calculated শব্দগুলোর অর্থ সুচিন্তিত।
13164. Because she had reputation for-we were surprised and pleased when she greeted us so-
insolence-irately
arrogance-disdainfully
insouciance-cordially
querulousness-affably
ব্যাখ্যা: Hints: Because দ্বারা দুটি clause যুক্ত হওয়ায় Synonym প্রয়োজন ছিল। তবে Surprised শব্দটি থাকায় Antonym ব্যবহার করতে হবে।
13165. The opposite word of 'sluggish'-
Animated
Dull
Heavy
Slow
ব্যাখ্যা: Hints: Sluggish অর্থ মন্থর, ধীর। অন্যদিকে Animated অর্থ প্রাণচঞ্চল বা প্রাণবন্ত।
13166. Bees are always busy--- (Choose the right word to fill the gaps)
Flowers
Birds
Insects
Animals
13167. Find out the odd word from the options
Headstrong
Obstinate
Mutinous
Obdurate
None
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো mutinous (বিদ্রোহী)। অপর অপশনগুলোর শব্দগুলো পরস্পর সমার্থক যাদের অর্থ একগুঁয়ে; নাছোড়বান্দা।
13168. Which one of the following is the opposite word of gentle?
Rude
Decent
Modest
Bad
ব্যাখ্যা: Hints: Gentle (নম)-এর বিপরীত শব্দ rude (রূঢ়)।
13169. The synonym of the word 'mix' is-
blend
mess
solve
change
ব্যাখ্যা: Hints: Mix অর্থ মিশানো যার সমার্থক শব্দ blend (মিশানো, মিশ্রণ করা)।
13170. Find out the odd word from the options ----
Perceptive
Insightful
Discerning
Cunning
None
ব্যাখ্যা: Hints: Perceptive, insightful এবং discerning। শব্দগুলো সমার্থক যেগুলোর অর্থ উপলব্ধিজাত; উপলব্ধির ক্ষমতাসম্পন্ন। অন্যদিকে cunning অর্থ মূর্ত। সুতরাং সঠিক আলাদা শব্দটি হলো cunning!
13171. The antonym for 'inimical'-
Hostile
Friendly
Indifferent
Agnry
ব্যাখ্যা: Hints: Inimical- বৈরী, প্রতিকূল। Hostile- শত্রুভাবাপন্ন, Friendly- বন্ধুভাবাপন্ন, অনুকূল (বিপরীতার্থক)। Indifferent- অনীহ, নিরুৎসক। Angry - রাগান্বিত।
13172. Find out the same meaning: EQUIVOCAL
Universal
Mistaken
Quaint
Clear
ব্যাখ্যা: Hints: Equivocal দ্বার্থবোধক, অস্পষ্ট। Universal সর্বজনীন, Mistaken ভ্রান্ত, ভ্রমাত্মাক, Quaint খেয়ালী এবং Clear- স্পষ্ট, স্বচ্ছ।
13173. The word 'uproar' means-
hue and cry
calm and quiet
loud and bold
weak and meak
ব্যাখ্যা: Hints: "Uproar' (হৈ-হুল্লোড়; হট্টগোল) শব্দটির অর্থ প্রকাশ পায় hue and cry (হৈচৈ) দ্বারা।
13174. Find out the same meaning: ILLUSIVE
Not deceptive
Not certain
Not obvious
Not coherent
ব্যাখ্যা: Hints: Illusive - অলীক, ইন্দ্রজালিক। Not deceptive- ভ্রান্তিকর নয়, প্রতারণামূলক নয়, Not certain- অনিশ্চিত, সন্দেহপূর্ণ, অবিশ্বাসযোগ্য, Not obvious- স্পষ্ট নয় এমন, অস্পষ্ট,অপরিষ্কার এবং Not coherent- অসঙ্গতিপূর্ণ, প্রাঞ্জল নয়।
13175. The word soothing means.
annoying
embarrassing
irritating
comfortable
ব্যাখ্যা: Hints: Soothing (যন্ত্রণা উপশম করে এমন) এর অর্থ comfortable (আরামদায়ক)। তাছাড়া annoying অর্থ বিরক্তিকর, embarrassing অর্থ অস্বস্তিকর, irritaing অর্থ জ্বালাময়। প্রকৌশলী (যান্ত্রিক)
13176. The synonym of 'Franchise'-
Privilege
Utility
French
Dull
ব্যাখ্যা: Hints: Franchise বা privilege অর্থ বিশেষসুবিধা।
13177. The synonym of the word 'alter' is-
decrease
increase
send
change
ব্যাখ্যা: Hints: Alter এবং change অর্থ পরিবর্তন করা। Increase অর্থ বৃদ্ধি করা, decrease অর্থ হ্রাস করা আর senud অর্থ পাঠানো।
13178. Choose the opposite word of 'assets'
Debt
Property
Treasure
Liability
ব্যাখ্যা: Hints: Assets (সম্পদ)-এর বিপরীত শব্দ liability (দায়; বোঝা)।
13179. What is the opposite of 'odd number'?
Even number
Uneven number
Double number
Pair number
ব্যাখ্যা: Hints: Odd mumber (বিজোড় সংখ্যা)-এর বিপরীত শব্দ হলো roen number (জোড় সংখ্যা)।
13180. Find out the same meaning: BROCHURE
Opening
Pamphlet
Bureau
Censor
ব্যাখ্যা: Hints: Brochure- সংক্ষিপ্ত বিবরণ সমৃদ্ধ পুস্তিকা। Opening- উদ্বোধন, সূচনা, Pamphlet - পুস্তিকা, Bureau - দফতর, Censor- কেটে বাদ দেয়া, পরীক্ষা করা।