MCQ
13841. 'ধান্য তার বসুন্ধরা যার'- এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে?
বিড়াল
অপরিচিতা
সাম্যবাদী
চাষার দুক্ষু
13842. 'জীবনবীমা' কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
দ্বন্দ্ব
অব্যয়ীভাব
13843. কোনটি রূপক কর্মধারয় সমাস?
করকমল
কালস্রোত
করপল্লব
কচুকাটা
13844. মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
সুফিয়া কামাল
জাহানারা ইমাম
সেলিনা হোসেন
বেগম রোকেয়া সাখাওয়াত
13845. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পল্লী সমাজ
শেষ প্রশ্ন
পদ্মরাগ
পরিণীতা
13846. 'কাজলকালো' এর সঠিক ব্যাসবাক্য কোনাটি?
কাজলের ন্যায় কালো
কাজল ও কালো
কাজল রূপ কালো
কালো ও কাজল
13847. 'কাঁচকলা' কোন সমাসভুক্ত?
কর্মধারয়
তৎপুরুষ
অব্যয়ীভাব
বহুব্রীহি
13848. 'শশব্যস্ত' কোন সমাস?
তৎপুরুষ
কর্মধারয়
বহুব্রীহি
অব্যয়ীভাব
13849. অরুণরাঙা' কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
অলুক তৎপুরুষ
উপমান কর্মধারয়
13850. 'বিষাদ সিন্ধু' কোন সমাস?
দ্বিগু
রূপক কর্মধারয়
দ্বন্দ্ব
তৎপুরুষ
13851. কোনটি বেগম রোকেয়ার রচনা নয়?
মতিচুর
পদ্মিনী
সুলতানার স্বপ্ন
অবরোধবাসিনী
13852. কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে?
অব্যয়ীভাব
বহুব্রীহি
দ্বন্দ্ব
কর্মধারয়
13853. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে?
শেক্সপীয়র
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আলবার্টো মোরোভিয়া
চেখভ
13854. 'কাজলকালো' কোন সমাস?
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
রূপক কর্মধারয়
উপমিত কর্মধারয়
13855. বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
১৮৮১ সালে নীলফামারি জেলায়
১৮৮০ সালে রংপুর জেলায়
১৮৭৯ সালে রংপুর জেলায়
13856. 'রেলগাড়ি'-কোন সমাসের উদাহরণ?
দ্বিগু সমাস
মধ্যপদলোপী কর্মধারয়
তৎপুরুষ সমাস
দ্বন্দ্ব সমাস
13857. 'প্রাণভয়' শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি?
প্রাণের ভয়
প্রাণ যাওয়ার তরে ভয়
প্রাণের নিমিত্ত ভয়
প্রাণ যাওয়ার ভয়
13858. মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে?
বেগম শামসুন নাহার
সেলিনা হোসেন
রোকেয়া সাখাওয়াত হোসেন
সুফিয়া কামাল
13859. যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই-
পিপাসা
সৌরজগৎ
সওগাত
লুৎফউন্নেসা
13860. বিপরীতার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি?
লাভ-লোকসান
আয়-ব্যয়
স্বর্গ-নরক
ছেলে-মেয়ে
ব্যাখ্যা: Note: গ,ঘ