Image
MCQ
13861. সহচর শব্দযোগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ-
ধৃতি-চাদর
ঘর-বার
আকার-ইঙ্গিত
বুক-পিঠ
13862. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
সোনার তরী
শেষ বিকেলের মেয়ে
নৌকাডুবি
13863. নিচের কোনটি নাটক?
গড্ডলিকা
সিন্ধু হিন্দোল
রক্তকরবী
কালান্তর
13864. 'অধর পল্লব' কোন সমাসের উদাহরণ?
কর্মধারয়
বহুব্রীহি
তৎপুরুষ
দ্বন্দ্ব
13865. 'সিংহপুরুষ' কোন সমাস?
উপমান কর্মধারয়
উপপদ তৎপুরুষ
উপমিত কর্মধারয়
অব্যয়ীভাব
13866. 'পুরুষ সিংহের ন্যায় = পুরুষসিংহ' এটি যে সমাসের উদাহরণ তার নাম হচ্ছে-
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয়
13867. উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাস গঠনের উদাহরণ-
সকাল
সততা
একাল
সমস্যা
13868. "হৈম কে আমি লইয়া যাইব" কে বলেছিল?
হৈমন্তীর স্বামী
হৈমন্তীর বাবা
দিদিমা
বনমালী বাবু
13869. কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা?
অবরোধবাসিনী ও ক্রীতদাসের হাসি
পদ্মরাগ ও অবরোধবাসিনী
দোলনচাঁপা ও মতিচুর
খোয়াবনামা ও পদ্মরাগ
13870. পরপদে বিশেষণ থাকে এবং পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে?
উপমান কর্মধারয়
উপমিত কর্মধারয়
রূপক কর্মধারয়
তৎপুরুষ
13871. রবীন্দ্রনাথ রচিত 'কাবুলিওয়ালা' গল্পে কাবুলিওয়ালার নিজ দেশ কোনটি?
কাশ্মীর
আফগানিস্তান
তিব্বত
উজবেকিস্থান
13872. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
প্রাচীন যুগ
মধ্যযুগ
আধুনিক যুগ
অন্ধকার যুগ
13873. 'সুলতানার স্বপ্ন' গ্রন্থের রচয়িতা কে?
তসলিমা নাসরিন
সুফিয়া কামাল
রোকেয়া সাখাওয়াত হোসেন
রাবেয়া খাতুন
13874. 'সুলতানার স্বপ্ন' কি ধরনের রচনা?
উপন্যাস
কাব্য
নাটক
প্রবন্ধ
13875. 'চাঁদের ন্যায় মুখ' = চাঁদমুখ' কোন প্রকারের কর্মধারয় সমাস?
উপমিত
মধ্যপদলোপী
উপমান
রূপক
13876. 'মহানবী' কোন সমাস?
দ্বিগু
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
13877. 'ফুলকুমারী' সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য-
ফুল ও কুমারী
ফুল যে কুমারী
ফুল কুমারীর ন্যায়
কুমারীর ফুলের ন্যায়
13878. রোকেয়া সাখাওয়াত হোসেন এর কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা?
মতিচুর
পদ্মরাগ
সুলতানার স্বপ্ন
অবরোধবাসিনী
13879. 'কচুকাটা'র সঠিক ব্যাসবাক্য-
কচুর মতো কাটা
কচুকে কাটা
কচু ও কাটা
কচুকাটা
13880. রবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম:
মুক্তক ছন্দ
গদ্য ছন্দ
স্বরবৃত্ত ছন্দ
মন্দাক্রান্তা ছন্দ