Image
MCQ
15021. 'হাত জোড়া থাকা' বাগধারাটির অর্থ কী?
কর্মব্যস্ত থাকা
অলস থাকা
নিষ্ক্রিয় হয়ে যাওয়া
চিন্তায় পড়া
15022. 'হা-ঘরে' বাগধারাটির অর্থ কি?
পেটুক
হতভাগ্য
গৃহহীন
কোনোটিই নয়
15023. 'হাত কামড়ানো' বাগধারাটির অর্থ কী
আফসোস করা
চিন্তা করা
আঘাতের হুমকি দেয়া
বদলা নেয়া
15024. 'যারা বাইরে ঠাঁট বজায় রেখে চলে।' এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
ব্যাঙের আধুলি
রাশভারি
লেফাফা দুরস্ত
ভিজে বিড়াল
15025. 'রাই কুড়িয়ে বেল' বাগধারাটির অর্থ কোনটি?
ক্ষুদ্র থেকে বড়
দরিদ্র থেকে ধনী
চৌর্যবৃত্তি
কৃষিকাজ
15026. 'হাড় জুড়ানো' বাগধারাটির অর্থ কী?
স্বস্তি লাভ করা
বিশ্রাম নেয়া
মারা যাওয়া
আরোগ্য লাভ করা
15027. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক
আদায়-কাঁচকলায়
রুই-কাতলা
দা-কুমড়া
অহি-নকুল
15028. 'হাত-ভারি' বাগধারার অর্থ-
দাতা
কৃপণ
কম-খরচে
দরিদ্র
15029. 'হাত চালাও' বাগধারাটির অর্থ কী?
মার দাও
দক্ষ হও
সাহায্য চাও
তাড়াতাড়ি করা
15030. কোন বাগধারাটি ভিন্নার্থক?
দুধের মাছি
সুখের পায়রা
শরতের শিশির
লক্ষ্মীর বরযাত্রী
15031. 'শিবরাত্রির সলতে' বাগধারাটির অর্থ কী?
একমাত্র সঞ্চয়
শিবরাত্রির আলো
একমাত্র সন্তান
শিবরাত্রির গুরুত্ব
15032. 'শিকায় তোলা' বাগধারাটির অর্থ-
মুলতবি রাখা
সর্বনাশ করা
বিগড়ে দেওয়া
গোপন করা
15033. 'রাঘব বোয়াল'- বাগধারাটির অর্থ কি?
বড় পরিবার
ফুলবাবু
সদা অশান্তি
কোনোটিই নয়
15034. 'দীর্ঘস্থায়ী দুঃখ' কে কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
রাবণের চিতা
বসন্তের কোকিল
রুই-কাতলা
অহি-নকুল
15035. 'শরতের শিশির' বাগধারা শব্দটির অর্থ কী?
সুসময়ের বন্ধু
সুসময়ের সঞ্চয়
শরতের শিউলি ফুল
শরতের শোভা
15036. . নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
সুখের পায়রা
শরতের শিশির
লক্ষ্মীর বরযাত্রী
দুধের মাছি
15037. 'হালে পানি পাওয়া' অর্থ কী?
বিপদে পতিত হওয়া
বিপদাপন্ন হওয়া
বিপদমুক্ত হওয়া
বিপদে ধৈর্য ধারণ করা
15038. 'হাড়-হাভাতে' বাগধারাটির অর্থ কোনটি?
দরিদ্র
ক্ষুধার্ত
হতভাগ্য
রোগা
15039. 'উপযুক্ত মিলন' বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
মনিকাঞ্চন যোগ
সোনায় সোহাগা
মন না মতি
ক ও খ উভয়ই
15040. 'হাত টান' বাগধারাটির অর্থ-
কৃপণ স্বভাব
চুরির অভ্যাস
লম্বা হাত
টাকা পয়সার অভাব