MCQ
221. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশ তরল রেফ্রিজারেন্টকে বাষ্পীভূত করে, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
ইভাপোরেটর
এক্সপানশন ভালভ
Himalay Sen Sir
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইভাপোরেটর শীতল চক্রের এমন একটি অংশ, যেখানে সামগ্রী এবং শীতল প্রকোষ্ঠের বাতাস থেকে তাপ শোষণ করে হিমায়ন কুণ্ডলীর অভ্যন্ত রে মৃদু চাপে ও হিমেল উষ্ণতায় হিমায়ক বাষ্পীভূত হয়। হিমায়ন কুণ্ডলীর অভ্যন্তরে হিমায়কের সম্পৃক্ত উষ্ণতায় হিমায়ন প্রকোষ্ঠের উষ্ণতা থেকে কম থাকে। ফলে সামগ্রী এবং প্রকোষ্ঠের বাতাস থেকে তাপ হিমায়কের মধ্যে প্রবাহিত হয়।
222. অ্যাকুমুলেটরের কাজ কী?
ইভাপোরেটর হতে উদ্বৃত্ত তরল নিয়ন্ত্রণ করা
তরল রেফ্রিজারেন্টকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করে কম্প্রেসরে প্রেরণ করা
রেফ্রিজারেন্টের চাপ ও তাপমাত্রা কমানো
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করে
223. সময় বা ঋতুর উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
224. তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক কোনটি?
C/5 = F-32/5 = R/5 = K-273/5 = Rn-492/9
C/8 = F-32/9 = R/4 = K-273/9 = Rn-494/9
C/5 = F-32/9 = R/4 = K-273/5 = Rn – 492/ 9
C/5 = F-32/5 = R/4 K-279/5 = Rn-495/9
225. এনার্জি ইফিসিয়েন্সি রেশিও (EER) কী?
EER = Electric Input / Cooling Output
EER = Cooling Output / Electric Input
EER = Electric Output / Cooling Input
EER = Cooling Input / Electric Output
226. বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতির মূল অংশ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বাষ্প সংকোচনে হিমায়ক পদ্ধতির মূল অংশ ৪টি। যথা- (i) কম্প্রেসর, (ii) এক্সপনশন ভাল্ব (iii) কন্ডেন্সার ও (iv) ইভাপোরেটর।
227. এয়ারকন্ডিশন্ড রুমের আর্দ্রতা কত?
20% হতে 40%
30% হতে 50%
40% হতে 60%
50% হতে 70%
228. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
কোনোটিই নয়
229. এক কিলোক্যালরি সমান কত জুল?
1 কিলোক্যালরি = 4200 জুল বা 4.2 কিলোজুল
1 কিলোক্যালরি = 4800 জুল বা 4.8 কিলোজুল
1 কিলোক্যালরি = 4300 জুল বা 4.3 কিলোজুল
1 কিলোক্যালরি = 4400 জুল বা 4.4 কিলোজুল
230. ইভাপোরেটরের অবস্থান কোথায়?
কম্প্রেসরের পরে এবং কন্ডেন্সারের পূর্বে
এক্সপানশন ডিভাইসের পরে এবং কম্প্রেসরের পূর্বে
ওইভাপোরেটরের পরে এবং কম্প্রেসরের পূর্বে
কোনোটিই নয়
231. ড্রায়ারের কাজ কী?
রেফ্রিজারেন্টকে তরল অবস্থা হতে বাষ্পে রূপান্তর করা
বাষ্পীভূত রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করা
কম্প্রেসরের কম্পন রোধ করা
232. যে যন্ত্রের সাহায্যে বায়ু বা বায়বীয় পদার্থের অণুসমূহ সংকোচন করে চাপ বৃদ্ধি করা যায়, তাকে বলে
ইভাপোরেটর
কন্ডেন্সার
কম্প্রেসর
অ্যাকুমুলেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বাষ্প সঙ্কোচন পদ্ধতিতে কম্প্রেসর হৃৎপিণ্ডের মতো কাজ করে। একে এক প্রকার পাম্পও বলে। কম্প্রেসরের কাজ প্রধানত তিনটি-
(i) ইভাপোরেটরে তরল হিমায়ক বাষ্পায়নের উপযোগী নিম্নচাপ সৃষ্টি করা,
(ii) কন্ডেন্সারে হিমায়ক ঘনীভবনের উপযোগী উচ্চ চাপ সৃষ্টি করা এবং
(iii) হিমায়ন চক্রে হিমায়ক সঞ্চালন করা।
233. 1 BTU সমান কত ক্যালরি?
250 Cal
252 Cal
255 Cal
260 Cal
234. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশে তাপ অপসারণের মাধ্যমে উচ্চতাপ ও তাপমাত্রায় বাষ্পীয় রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা হয়, তাকে বলে-
কম্প্রেসর
কন্ডেন্সার
এক্সপানশন ভালভ
ইভাপোরেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: কন্ডেন্সার হিমায়ন চক্রের একটি প্রধান অংশ। কম্প্রেসর তাপসমৃদ্ধ বাষ্পীভূত হিমায়ক শোষণ করে ঘনীভবনের উপযোগী উচ্চচাপে ও উষ্ণতায় কন্ডেন্সারে সরবরাহ করে।
235. বায়ুর চাপ, গেজ চাপ ও পরম চাপের মধ্যে সম্পর্ক কোনটি?
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + গেজ চাপ
পরম চাপ = গেজ চাপ - বায়ুমণ্ডলীয় চাপ
পরম চাপ = বায়ুমণ্ডলীয় চাপ + ভ্যাকুয়াম চাপ
কোনোটিই নয়
236. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে কিন্তু নির্দিষ্ট সময় পর বরফ গলে যায়, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
টিউব টাইপ ইভাপোরেটর
237. এয়ারকন্ডিশন্ড রুমের সাধারণ তাপমাত্রা কত?
18°C হতে 20°C
22°C হতে 26°C
16°C হতে 20°C
25°C হতে 30°C
238. প্রধান কার্যক্রমের উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
239. COP কী?
COP= Refrigerating Effect (RE) / Condenser Work (CW)
COP = Refrigerating Effect (RE) / Compressor Work (CW)
COP = Compressor Work (CW) / Refrigerating Effect (RE)
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: COP হচ্ছে CO-Efficient of performance, রেফ্রিজারেটরের রেফ্রিজারেটিং ইফেক্ট এবং কম্প্রেসরের অনুপাতকে COP বলে।
240. কোনো স্থির তাপমাত্রায় যে-সকল গ্যাসের আয়তন সকল চাপে বয়েলের সূত্র মেনে পরিবর্তিত হয়, তাদেরকে- বলে।
সুপারহিটেড গ্যাস
আদর্শ গ্যাস
স্যাচুরেটেড গ্যাস
কোনোটিই নয়