MCQ
2181. বৈদ্যুতিক আয়রন প্রধানত কত প্রকার?
২
৩
8
৫
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক আয়রন সাধারণত তিন প্রকার। যথা- (i) সাধারণ আয়রন, (ii) স্বয়ক্রিয় আয়রন, (iii) স্টিম আয়রন।
2182. ইস্ত্রির ওয়াট কী কী ধরনের হয়, লেখ।
100W
400W
200W
1000W
ব্যাখ্যা: ইস্ত্রির এলিমেন্ট ওয়াট সাধারণত: 450W, 650W, 750W ও 1000W এর হয়।
2183. একটি হুইটস্টোন ব্রিজের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বাহুতে যথাক্রমে ৬, ৩, ৪ ও ৬ ওহমের চারটি রোধ রয়েছে। ৪র্থ বাহুর রোধের সঙ্গে কত রোধ সমান্তরালে ব্যবহার করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে?
৫ ওহম
৩ ওহম
৪ ওহম
৬ ওহম
2184. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
বৈদ্যুতিক ইস্ত্রি
ইলেকট্রিক ফ্যান
ব্লোয়ার
ওয়াশিং মেশিন
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: তাপনীতির উপর ভিত্তি করে অ্যাপ্লায়েন্সের নাম:
১। বৈদ্যুতিক ইস্ত্রি
৫। ইলেকট্রিক ওভেন
২। ইলেকট্রিক কেটলি
৬। ইলেকট্রিক টোস্টার
৩। ইলেকট্রিক হিটার
৪। ইলেকট্রিক হট প্লেট
৭। ইলেকট্রিক রুম হিটার
৮। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন।
2185. সিরিজ সার্কিটে লোড বাড়ালে সার্কিটে-
সরবরাহ ভোল্টেজ বৃদ্ধি পাবে
ভোল্টেজ হ্রাস পাবে
কারেন্ট বৃদ্ধি পাবে
কারেন্ট হ্রাস পাবে
2186. ১০,০০০ ওহম এবং ২,০০০ ওহম প্যারালাল সংযোগ করলে মোট রেজিস্ট্যান্স কত হবে?
৬.৬৬ কিলোওহম
১৬.৬ কিলোওহম
১.৬৬ কিলোওহম
২৬.৬ কিলোওহম
2187. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
500°F
400°F
200°F
150°F
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে তাপমাত্রা 500 F হতে হয়।
2188. একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-
বেশি
সমান
কম
দ্বিগুণ
2189. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
টাংস্টেন তার
নাইক্রোম তার
ইউরেকা তার
কার্বন তার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট 'নাইক্রোম' তারের তৈরি। স্টিম আয়রনে ধাতব পাইপ আকৃতির হিটিং এলিমেন্ট ব্যবহার করা হয়।
2190. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইনসুলেটিং
হিটিং এলিমেন্ট
ইন্ডিকেটর ল্যাম্প
থার্মোস্ট্যাট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: ইলেকট্রিক আয়রনে থার্মোস্ট্যাটের কাজ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা।
2191. দুটি ক্যাপাসিটরের ধারকত্ব যথাক্রমে ৪৫ মাইক্রোফ্যারাড ও ৯০ মাইক্রোফ্যারাড। এদেরকে সিরিজে সংযুক্ত করলে। তুল্য ধারকত্ব কত হবে?
২০ মাইক্রোফ্যারাড
৪৫ মাইক্রোফ্যারাড
২৫ মাইক্রোফ্যারাড
৩০ মাইক্রোফ্যারাড
2192. একটি সংযোগস্থলে যে কারেন্টসমূহ প্রবেশ করে, তাদের যোগফল ঐ সংযোগস্থল হতে যে কারেন্টসমূহ বের হয়ে যায়, তাদের যোগফলের সমান'-এই তত্ত্বটিকে বলা হয়-
Faraday's Law
Fermi's Law
Kirchoff's Law
LA Law
2193. হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠিত কোন সূত্রের ওপর?
লেঞ্জের সূত্র
ফ্যারাডের সূত্র
কার্শফের সূত্র
কোনোটিই নয়
2194. একটি ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি কীভাবে লাগানো। থাকে?
শ্রেণি সংযোগে
শ্রেণি এবং সমান্তরাল উভয় সংযোগেই
সমান্তরাল সংযোগে
T-সংযোগে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি সার্কিট MCQ ALL
DC circuit mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি সমান্তরালে সংযোগ করা হয়।
2195. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
হেয়ার ড্রায়ার
ইলেকট্রিক শেভার
ওয়াশিং মেশিন
ক এবং খ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Cosmetic care appliances: হেয়ার ড্রায়ার, ইলেকট্রিক শেভার।
2196. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
ওয়াশিং মেশিন
ইলেকট্রিক শেভার
রাইস কুকার
ক এবং খ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Cleaning appliances: Washing Machine, Vaccum cleaner.
2197. নাইক্রোম তার কীসের তৈরি?
নিকেলের
ক্রোমিয়ামের
লোহার
সবগুলো
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: নাইক্রোম তার নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সমন্বয়ে তৈরি।
2198. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
৮ প্রকার
৯ প্রকার
১০ প্রকার
১১ প্রকার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Home appliances ৮ প্রকার। যথা- Refrigeration, Air conditioner, cleaning, kitchen, heating, cosmetic, Audio-visual, other appliances.
2199. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
স্টিল
সিলভার
লোহা
ক ও খ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: থার্মোস্ট্যাটের দুটি ধাতু- স্টিল ও সিলভারের তৈরি।
2200. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
মাইক্রোওয়েভ ওভেন
ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার
ভ্যাকুয়াম ক্লিনার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: Kitchen appliances: Microwave oven, Diswasher.