Image
MCQ
2181. একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-
বেশি
সমান
কম
দ্বিগুণ
2182. একটি সিলিং ফ্যানে ক্যাপাসিটর বসানো হয়-
মূল কুণ্ডলীতে
সহায়ক কুণ্ডলীতে
উভয় কুণ্ডলীতে
লাইন ও নিউট্রালের মাঝে
2183. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইনসুলেটিং
হিটিং এলিমেন্ট
ইন্ডিকেটর ল্যাম্প
থার্মোস্ট্যাট
2184. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
মাইক্রোওয়েভ ওভেন
ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার
ভ্যাকুয়াম ক্লিনার
2186. একটি সংযোগস্থলে যে কারেন্টসমূহ প্রবেশ করে, তাদের যোগফল ঐ সংযোগস্থল হতে যে কারেন্টসমূহ বের হয়ে যায়, তাদের যোগফলের সমান'-এই তত্ত্বটিকে বলা হয়-
Faraday's Law
Fermi's Law
Kirchoff's Law
LA Law
2187. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
স্টিল
সিলভার
লোহা
ক ও খ
2188. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
500°F
400°F
200°F
150°F
2189. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
৮ প্রকার
৯ প্রকার
১০ প্রকার
১১ প্রকার
2190. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
হেয়ার ড্রায়ার
ইলেকট্রিক শেভার
ওয়াশিং মেশিন
ক এবং খ
2191. ইলেকট্রনিক ফ্যান রেগুলেটরের প্রধান অসুবিধা হলো-
এটি খুব দামি
এটি সহজেই বেশি গরম হয়ে যায়
এতে বেশি শক্তি অপচয় হয়
এটি ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স তৈরি করে
2192. একটি ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি কীভাবে লাগানো। থাকে?
শ্রেণি সংযোগে
শ্রেণি এবং সমান্তরাল উভয় সংযোগেই
সমান্তরাল সংযোগে
T-সংযোগে
2195. একটি হুইটস্টোন ব্রিজের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বাহুতে যথাক্রমে ৬, ৩, ৪ ও ৬ ওহমের চারটি রোধ রয়েছে। ৪র্থ বাহুর রোধের সঙ্গে কত রোধ সমান্তরালে ব্যবহার করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে?
৫ ওহম
৩ ওহম
৪ ওহম
৬ ওহম
2196. দুটি ক্যাপাসিটরের ধারকত্ব যথাক্রমে ৪৫ মাইক্রোফ্যারাড ও ৯০ মাইক্রোফ্যারাড। এদেরকে সিরিজে সংযুক্ত করলে। তুল্য ধারকত্ব কত হবে?
২০ মাইক্রোফ্যারাড
৪৫ মাইক্রোফ্যারাড
২৫ মাইক্রোফ্যারাড
৩০ মাইক্রোফ্যারাড
2197. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
টাংস্টেন তার
নাইক্রোম তার
ইউরেকা তার
কার্বন তার
2198. হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠিত কোন সূত্রের ওপর?
লেঞ্জের সূত্র
ফ্যারাডের সূত্র
কার্শফের সূত্র
কোনোটিই নয়
2199. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
বৈদ্যুতিক ইস্ত্রি
ইলেকট্রিক ফ্যান
ব্লোয়ার
ওয়াশিং মেশিন
2200. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
ওয়াশিং মেশিন
ইলেকট্রিক শেভার
রাইস কুকার
ক এবং খ