Image
MCQ
2221. একটি 2W, 80k2 রোধে সর্বোচ্চ কত current নিরাপদে প্রবাহিত হতে পারে?
160kA
5mA
25μΑ
40kA
2222. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
2223. আবাসিক ফ্যান, বাতি ইত্যাদিতে কত ভোল্ট ব্যবহার করা হয়?
২৩০ ভোল্ট
৪০০ ভোল্ট
৪১৫ ভোল্ট
১১০ ভোল্ট
2225. কোনটিতে ফ্লাক্স/ফিলার মেটাল ব্যবহৃত হয়?
গ্যাস ওয়েল্ডিং
আর্ক ওয়েল্ডিং
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
2226. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
রান্নার জন্য তাপের সঙ্গে চাপও কাজে লাগে
বদ্ধপাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তাপ ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নায় সহায়ক
2229. দুটি বাল্ব (200W, 240V) এবং (100W, 240V) সিরিজে একটি 240V DC source-এর সাথে যুক্ত। বাল্ব দুটি মোট কত পাওয়ার (power) নিবে?
200W
66.67W
100W
300W
2230. সমান্তরাল সমবায়ে সাজানো এবং ১২ ভোল্টে চালিত ১২/২ ওয়াট ও ১২ ওয়াট শক্তির দুটি টাংস্টেন বিদ্যুৎ বাতির সমান্তরাল তুল্য রোধ কত?
৮ ওহম
১০ ওহম
১৪ ওহম
২০ ওহম
2231. ভ্যাকুয়াম টিউবের মধ্যে ইলেকট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত ইলেকট্রোডের নাম-
অ্যামিটার
কালেক্টর
গ্রিড
কোনোটিই নয়
2232. DC সার্কিটে current ও voltage এর মধ্যবর্তী Phase angle কত?
90 degree
270 degree
0 degree
180 degree
2233. তিনটি Resistance (যার প্রত্যেকটির মান R ohms) দিয়ে ডেল্টা সংযোগ করলে যে-কোনো দুটি Terminal এর Resistance হবে-
2/3 R
R
3R
3/2R
2234. কেনো শক্ত ধাতবের তাপমাত্রা বৃদ্ধি করলে তার পরিবাহিতা কী হবে?
কমবে
বাড়বে
সমান থাকবে
কোনোটিই নয়
2236. একটি 220V, 200W বাল্ব-এর দুই প্রান্তে 200V দেয়া হলে তড়িৎপ্রবাহের পরিমাণ কত হবে?
10A
1A
0.1A
0.0A
2237. একটি balanced delta connected লোড-এর Line voltage 100V হলে এর phase voltage কত হবে?
57.73V
300V
100V
173.21V
2238. রেফ্রিজারেটরের কম্প্রেসরের কাজ কী?
ফ্রেয়নকে ঘনীভূত করা
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
ফ্রেয়নকে ঠান্ডা করা
2239. সিরিজ বর্তনীর নিম্নের কোন quantity-এর মান সকল parts-এ সমান থাকে?
ভোল্টেজ
তড়িৎপ্রবাহ
পাওয়ার
Resistance
2240. একটি 100 ohm রেজিস্ট্যান্সে যদি 100 watt Power loss হয় তাহলে রেজিস্ট্যান্সের দুই প্রান্তে Voltage কত?
1V
10V
100V
1000V