MCQ
1. এয়ারকন্ডিশনারের কার্যক্ষমতা কত টন পর্যন্ত হয়ে থাকে?
১ হতে ১০ টন
১ হতে ২০ টন
১ হতে ৩০ টন
১ হতে ৫০ টন
2. বাতাস সরবরাহের উপর ভিত্তি করে কুলিং টাওয়ার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
3. মোটরের গতিবেগ বৃদ্ধি করা যায়-
ফিল্ড কারেন্ট বৃদ্ধি করে
প্রয়োগকৃত ভোল্টেজ কমিয়ে
ফিল্ড কারেন্ট কমিয়ে
আর্মেচার কারেন্ট বৃদ্ধি করে
Himalay Sen Sir
EEE MCQ
Electrical Department all question
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: In most DC motorr speed is directly proportional to armature voltage In a shunt would, or externally excited, motor you can increase speed by decreasing field current.
4. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
কোনোটিই নয়
5. বাষ্প সংকোচন হিমায়ন পদ্ধতির মূল অংশ কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: বাষ্প সংকোচনে হিমায়ক পদ্ধতির মূল অংশ ৪টি। যথা- (i) কম্প্রেসর, (ii) এক্সপনশন ভাল্ব (iii) কন্ডেন্সার ও (iv) ইভাপোরেটর।
6. এয়ারকুলারের কার্যক্ষমতা সাধারণত কত টন পর্যন্ত হয়ে থাকে?
১ হতে ৩ টন
৫ হতে ১০ টন
১ হতে ১০ টন
১ হতে ২০ টন
7. সময় বা ঋতুর উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
8. অ্যাকুমুলেটরের কাজ কী?
ইভাপোরেটর হতে উদ্বৃত্ত তরল নিয়ন্ত্রণ করা
তরল রেফ্রিজারেন্টকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করে কম্প্রেসরে প্রেরণ করা
রেফ্রিজারেন্টের চাপ ও তাপমাত্রা কমানো
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করে
9. এনার্জি ইফিসিয়েন্সি রেশিও (EER) কী?
EER = Electric Input / Cooling Output
EER = Cooling Output / Electric Input
EER = Electric Output / Cooling Input
EER = Cooling Input / Electric Output
10. ইভাপোরেটরের অবস্থান কোথায়?
কম্প্রেসরের পরে এবং কন্ডেন্সারের পূর্বে
এক্সপানশন ডিভাইসের পরে এবং কম্প্রেসরের পূর্বে
ওইভাপোরেটরের পরে এবং কম্প্রেসরের পূর্বে
কোনোটিই নয়
11. এয়ারকন্ডিশন্ড রুমের সাধারণ তাপমাত্রা কত?
18°C হতে 20°C
22°C হতে 26°C
16°C হতে 20°C
25°C হতে 30°C
12. ড্রায়ারের কাজ কী?
রেফ্রিজারেন্টকে তরল অবস্থা হতে বাষ্পে রূপান্তর করা
বাষ্পীভূত রেফ্রিজারেন্টকে তরলে পরিণত করা
রেফ্রিজারেটরের ময়লা, আর্দ্রতা ও ক্ষতিকর দ্রব্য পরিষ্কার করা
কম্প্রেসরের কম্পন রোধ করা
13. বাতাসের আর্দ্রতা কমানোর পদ্ধতিকে বলে-
হিউমিডিফিকেশন
ডি-হিউমিডিফিকেশন
এয়ারকুলার
হিউমিডিফায়ার
14. COP কী?
COP= Refrigerating Effect (RE) / Condenser Work (CW)
COP = Refrigerating Effect (RE) / Compressor Work (CW)
COP = Compressor Work (CW) / Refrigerating Effect (RE)
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
Digital electronics mcq
ইলেক্ট্রিক্যাল এপ্লায়েন্স MCQ
ব্যাখ্যা: COP হচ্ছে CO-Efficient of performance, রেফ্রিজারেটরের রেফ্রিজারেটিং ইফেক্ট এবং কম্প্রেসরের অনুপাতকে COP বলে।
15. যে ইভাপোরেটর কয়েলে বরফ জমে কিন্তু নির্দিষ্ট সময় পর বরফ গলে যায়, তাকে বলে-
ফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
ডিফ্রস্টিং টাইপ ইভাপোরেটর
কন্ডেন্সার টাইপ ইভাপোরেটর
টিউব টাইপ ইভাপোরেটর
16. যে যন্ত্রের সাহায্যে বাতাস বিশুদ্ধ বা পরিষ্কার করা হয়, তাকে বলে-
ফুয়েল ফিল্টার
এয়ার ফিল্টার
ভ্যাকুয়াম ফিল্টার
ইকোনোমাইজার
17. একক (Unitary) এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
18. বাতাসের আর্দ্রতা বাড়ানোর পদ্ধতিকে বলে-
হিউমিডিফিকেশন
ডি-হিউমিডিফিকেশন
এয়ারকুলার
হিউমিডিফায়ার
19. প্রধান কার্যক্রমের উপর ভিত্তি করে এয়ারকন্ডিশনার কত প্রকার?
২ প্রকার
৩ প্রকার
৪ প্রকার
৫ প্রকার
20. এয়ারকন্ডিশন্ড রুমের আর্দ্রতা কত?
20% হতে 40%
30% হতে 50%
40% হতে 60%
50% হতে 70%