Image
MCQ
221. নিম্নের কোন নয়েজটি ট্রানজিস্টরে সংঘটিত হয় না?
রেজিস্ট্যান্স নয়েজ
ফ্লিকার নয়েজ
পার্টিশন নয়েজ
শর্ট নয়েজ
222. একটি এ এম ওয়েভের মডুলেশন ইনডেক্স। হতে 1-এ পরিবর্তিত হয়। ট্রান্সমিটেড পাওয়ার-
50% বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
অর্ধেক হয়
দ্বিগুণ হয়
223. LASER-এর পূর্ণনাম কী?
Light Amplifier by Stimulataneously Emitted of Radaition
Light Amplification by Stimulated Emission of Radiation
Light Amplifier by Stimulated Emission of Radiation
উপরের সবগুলো
224. PCM সিস্টেমের প্রধান সুবিধা হলো নিম্নতর-
ব্যান্ডউইডথ
পাওয়ার
নয়েজ
উপরের কোনোটিই নয়
225. ম্যাচিং স্টার হওয়া উচিত-
ট্রান্সমিটারের সবচেয়ে নিকটবর্তী
লোডের সবচেয়ে দূরবর্তী
লোড ও ট্রান্সমিটারের মাঝামাঝি
লোডের সবচেয়ে নিকটবর্তী
226. 100% মডুলেশনসহ একটি অ্যামপ্লিচিউড মডুলেটেড। ওয়েতে সাইড ব্যান্ড পাওয়ার এবং ট্রান্সমিটেড টোটাল পাওয়ারের অনুপাত হয়-
1/4
1/2
1/3
2/3
227. টেলিগ্রাফ সার্কিটে যাতে একই দিকে দুটি মেসেজ প্রেরণ করা যেতে পারে, তাকে বলা হয়-
হাফ ডুপ্লেক্স
ডুপ্লেক্স
ডিপ্লেক্স
কোয়াডুপ্লেক্স
230. একটি TDM সিস্টেম-
লো-সিগন্যাল টু নয়েজ রেশিও প্রদান করে
নিম্নতর ব্যান্ডউইডথ প্রয়োজন
FDM সিস্টেমের তুলনায় সাধারণ সার্কিট ব্যবহার করে
উপরের সব ক'টিই
231. একটি রিসিভারে নয়েজ সৃষ্টিতে সর্বোচ্চ অবদান হলো-
পাওয়ার সাপ্লাই-এর।
মিক্সার স্টেজের
পাওয়ার অ্যামপ্লিফায়ার স্টেজের
আই-এফ স্টেজের
232. একটি 100% মডুলেটেড এএম ওয়েভকে যদি দমন করা হয়, তবে পাওয়ার সাশ্রয়ের হার হবে-
150%
100%
66.66%
50%
233. নর্মাল স্পিচ সিগন্যাল ট্রান্সমিশনের জন্য PCM চ্যানেল কত kHz-এর একটি ব্যান্ডউইডথের প্রয়োজন?
64kHz
50kHz
8kHz
4kHz
235. একটি ট্রান্সমিটার অ্যান্টেনাতে ক্যারিয়ার পাওয়ারে 10kW সরবরাহ করে। 40% মডুলেশনসহ মোট রেডিয়েটেড পাওয়ার কত হবে?
1.6kW
10.8kW
14kW
16kW
236. একটি অ্যামপ্লিচিড মডুলেটেড ওয়েন্ড ফরমে সাইড ব্যান্ডের অ্যামপ্লিচিউড-
ক্যারিয়ার অ্যামপ্লিচিউড হতে স্বাধীন
মডুলেশন ইনডেক্স হতে স্বাধীন
½ × ক্যারিয়ার অ্যামপ্লিচিউড × মডুলেশন ইনডেক্স
ক্যারিয়ার অ্যামপ্লিচিউড × মডুলেশন ইনডেক্স
237. একটি ট্রান্সমিটারের সর্বোচ্চ অবিকৃত পাওয়ার আউটপুট। পাওয়া যায়, যখন এর মডুলেশন হয়-
100%-এর চেয়ে বেশি
100%-এর চেয়ে কম
50%
100%
238. এফএম-এ মডুলেটেড ক্যারিয়ার পাওয়ার-
মডুলেটিং সিগন্যাল পাওয়ারের সাথে বৃদ্ধি পায়
মডুলেটিং সিগন্যাল পাওয়ার হতে স্বাধীন
মডুলেটিং সিগন্যাল পাওয়ারের সাথে হ্রাস পায়
মডুলেটিং সিগন্যাল পাওয়ারের উপর নির্ভরশীল
240. উচ্চ ফ্রিকুয়েন্সিতে যে নয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হয়, তা হলো-
ফ্লিকার নয়েজ
ট্রানজিট টাইম নয়েজ
জনসন নয়েজ
শর্ট নয়েজ