Image
MCQ
522. লাইনের সার্জ ভোল্টেজ নিবারণে কী ব্যবহৃত হয়?
লাইটনিং অ্যারেস্টার
বুখলজ রিলে
কোনোটিই নয়
যে-কোনোটি
523. যদি শান্ট ক্যাপাসিট্যান্স কমানো হয় তবে স্ট্রিং ইফিসিয়েন্সি-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে
527. ট্রান্সমিশন লাইনের ভেলোসিটি ফ্যাক্টর-
সর্বদাই একের চেয়ে বেশি হয়
চারদিকের মাধ্যমের পারনিটিভিটির উপর নির্ভর করে
বায়ু সাধনের জন্য কম হয়
স্কিন-ইফেক্ট দ্বারা পরিচালিত হয়
529. ট্রান্সমিশন লাইনের চার্জিং কারেন্ট লাইন লস-
বৃদ্ধি করে
হ্রাস করে
স্থির রাখে
কোনোটিই নয়
533. পাওয়ার ফ্যাক্টর দারুণভাবে হ্রাস পেলে লাইনে কারেন্ট প্রবাহিত হয়--
ল্যাগিং
অপরিবর্তনীয়
লিডিং
যে-কোনোটি
534. ব্ল‍্যাভিয়ার টেস্টের সাহায্যে ক্যাবলের কোন ফল্ট নির্ণয় করা হয়?
আর্থ ফল্ট
ওপেন সার্কিট ফন্ট
ক্রস-কানেকশন ফল্ট
শর্টসার্কিট ফল্ট
539. যদি conductor এর ব্যাস বাড়ানো হয়, তবে লাইনের ইন্ডাকট্যান্স-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে