MCQ
561. :1 এর SWR যদি একটি লাইনে থাকে, তবে এর রিফ্লেকশন কো-ইফিসিয়েন্ট কত হবে?
0.256
0.8<60°
0.6
1.67
562. কন্ডাক্টরের ইকোনমিক সাইজ নির্ণয় করা হয়-
ওহমের সূত্র দ্বারা
কারশফের সূত্রের দ্বারা
কেলভিনের সূত্রের দ্বারা
জুলের সূত্রের দ্বারা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: The kelvin's law states that the most economical size of a conductor is that for which annual interest and depreciation on the capital cost of the conduction is equal to the annual cost of energy loss.
563. এসি এক ফেজ ব্যবস্থায় তারের আয়তন, ডিসি দুই তার ব্যবস্থায় তারের আয়তনের কত গুণ?
দুই গুণ
তিন গুণ
চার গুণ
পাঁচ গুণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: এসি এক ফেজ ব্যবস্থায় তারের আয়তন, ডিসি দুই তার ব্যবস্থায় তারের আয়তনের দুই গুণ।
564. ডিসি তিন তার পদ্ধতিতে তামার আয়তন, ডিসি দুই তার পদ্ধতির তামার আয়তনের কত গুণ?
0.3125 গুণ
4 গুণ
0.5 গুণ
2গুণ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিসি তিন তার পদ্ধতিতে তামার আয়তন, ডিসি দুই তার পদ্ধতির তামার আয়তনের 0.3125 গুণ।
565. আহসান মঞ্জিলে কোন সালে প্রথম সুইচ টিপে বিদ্যুৎ চালু করা হয়?
1900
1902
1901
1904
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯০১ সালে ঢাকার নবাব আহসানউল্লাহর বাসভবনে একটি জেনারেটর স্থাপন করা হয়। ১৯০১ সালের ৭ ডিসেম্বর মি. বোল্টন নামে জনৈক ব্রিটিশ নাগরিক আহসান মঞ্জিলে সুইচ টিপে প্রথম বিদ্যুৎ সরবরাহের সূচনা করেন।
566. রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টিভ পদ্ধতি বেশি ব্যবহৃত হয় কোন ধরনের রিয়্যাকট্যান্স উপাদান?
সিরিজ উপাদান
মিশ্র
প্যারালেল
ডেল্টা
567. স্কিন ইফেক্ট বেশি হলে রোধ কী হয়?
কমে
অপরিবর্তনীয়
বাড়ে
সব কয়টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: এসি বিদ্যুৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্যদিয়ে প্রবাহিত হওয়ার সময় সে পরিবাহীর ভিতরে প্রবেশ না করে এর সারফেস দিয়ে প্রবাহিত হতে চেষ্টা করে এটাকে স্কিন ইফেক্ট বলে। স্কিন ইফেক্টের কারণে লাইনের রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, ফলে লাইন লসও বৃদ্ধি পায়।
568. পরিবাহীতে উৎপন্ন তাপ কখন বেশি হয়?
কারেন্ট বেশি হলে
ভোল্টেজ
পাওয়ার বেশি হলে
কারেন্ট ডেনসিটি বেশি হলে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: পরিবাহীর কারেন্ট ডেনসিটি বেশি হলে, উৎপন্ন তাপ বেশি হয়।
569. পাওয়ার ফ্যাক্টর কম হলে লাইন ড্রপ কেমন হয়?
কম
বেশি
অপরিবর্তনীয়
যে-কোনোটি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়ার ফ্যাক্টর কম হলে লাইন ড্রপ বেশি হয়।
570. কী ধরনের লোডে ভোল্টেজ রেগুলেশন পজিটিভ হয়?
ক্যাপাসিটিভ
রেজিস্টিভ ইন্ডাকটিভ
বাল্ব
ফ্যান
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: For lagging power factor loads voltage regulation is positive (Inductive load) For leading power factor loads voltage regulation is negative (capacitive load) Far unity power factor loads voltage regulation is positise (resistive load)
571. একটি ট্রান্সমিশন লাইন, যার Z= 75Ω, 300Ω লোডে পাওয়ার সরবরাহ করছে, এর স্ট্যান্ডিং ওয়েভ রেশিও (SWR) কত হবে? 1:4 2:1 1:2 4:1
1:4
2:1
1:2
4:1
572. AC system primary transmission করা হয়-
3 ফেজ 3 তার দ্বারা
2 ফেজ 3 তার দ্বারা
3 ফেজ 4 তার দ্বারা
2 ফেজ মধ্যবিন্দু অর্থাৎ এর মাধ্যমে
573. যে লোডের জন্য ফেরান্টি ইফেক্ট আসে, তাকে কী বলে?
ক্যাপাসিটিভ লোড
রেজিস্টিভ লোড
ইন্ডাক্টিভ লোড
বাল্ব
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাপাসিটিভ লোডে ফেরান্টি ইফেক্ট আসে।
574. কম খরচে ডিসিকে এসি অথবা এসিকে ডিসিতে রূপান্তর করা যায় কীভাবে?
"থাইরিস্টর কনভার্টার" দ্বারা
ট্রান্সজিস্টর
ডায়োড
রেজিস্টর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Thyristor converters provide controlled conversion of AC into
575. কয়টি নীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন ডিজাইন ক্রা হয়?
দুটি
তিনটি
একটি
চারটি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: দুইটি নীতির উপর ভিত্তি করে বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন ডিজাইন করা হয়।
576. যে ইফেক্টের জন্য ট্রান্সমিশন লাইনের গ্রহণ প্রান্তের ভোল্টেজ প্রেরণ প্রান্ত অপেক্ষা বেশি হয়, তাকে কী বলে?
ফেরান্টি ইফেক্ট
প্রাক্সিমিটি ইফেক্ট
স্কিন ইফেক্ট
করোনা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে ইফেক্টের জন্য ট্রান্সমিশন লাইনের গ্রহণ প্রান্তের ভোল্টেজ, প্রেরণ প্রান্ত অপেক্ষা বেশি হয়, তাকে ফেরান্টি ইফেক্ট বলে।
577. লাইনের মোট ক্যাপাসিট্যান্স সমান দুভাগে বিভক্ত হয়ে লাইনের উভয় প্রান্তে বিরাজ করলে তাকে কী বলে?
T পদ্ধতি
πপদ্ধতি
ডেল্টা
স্টার
578. স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কত MW পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চেয়েছিলেন?
100
200
400
500
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 200MW বিদ্যুৎ উৎপাদনের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যেগ গ্রহণ করেন।
579. সমগ্র লাইনের লাইন কনস্ট্যান্ট কীভাবে বণ্টিত হয়?
সমভাবে
প্যারালেল
সিরিজে
সব কয়টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
AC Machine mcq all
ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অব ইলেক্ট্রিক্যাল পাওয়ার mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সমগ্র লাইনের লাইন কনস্ট্যান্ট সমভাবে বণ্টিত হয়।
580. দীর্ঘ পরিবহন লাইন বিশ্লেষণে কোন পদ্ধতি বেশি কার্যকর?
রিগোরাস পদ্ধতি
TT পদ্ধতি
T পদ্ধতি
End condenser পদ্ধতি