Image
MCQ
501. লুপ টেস্ট করা হয়-
শুধুমাত্র গ্রাউন্ড ফন্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র ওপেন সার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
গ্রাউন্ড এবং শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
504. Optical fiber-এর ভেতর দিয়ে data পাঠানোর মূলনীতি কোনটি?
Total internal refraction
Total external refraction
Total internal reflection
Total external reflection
505. CAT-6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
507. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
508. ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 6301Hz-এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3 x 10'8 msg’-1 হলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
476190m
476.19m
476190cm
467.19cm
510. লুপ টেস্টের সময় ত্রুটিযুক্ত ক্যাবলের পাশাপাশি কাট সুস্থ বা ভালো ক্যাবল থাকা প্রয়োজন?
শুধুমাত্র একটি
কমপক্ষে তিনটি
অন্ততপক্ষে দুটি
একটিও না
511. 10V-এর আউটপুট ভোল্টেজ এবং 1mV-এর নয়েজ ভোল্টেজ উদ্ভূত একটি অ্যামপ্লিফায়ারের সিগন্যাল/নয়েজ রেশিও কত হবে?
80dB
-40dB
100dB
40dB
513. যদি FM-এর Transmission bandwidth দ্বিগুণ হয়, তবে SNR হবে-
দ্বিগুণ
চারগুণ
এক-চতুর্থাংশ
অর্ধেক
515. একটি Antenna-এর Directive gain-কে বুঝায়-
পাওয়ারের অনুপাত
ভোল্টেজের অনুপাত
কারেন্টের অনুপাত
দূরত্বের অনুপাত
517. বহুদূরে কয়েকজনের মধ্যে মতবিনিময়ের অত্যাধুনিক পদ্ধতি-
ই-মেইল
টেলিকনফারেন্স
ভিডিও কনফারেন্স
বুলেটিন
518. টিভি পিকচারের উইডল/টিভি পিকচারের হাইট অনুপাতকে বলা হয়-
অ্যাসপেক্ট রেশিও
সাইজ রেশিও
পিকচার রেশিও
ডাইমেনশনাল রেশিও
520. নিম্নের কোনটিতে Resonant সার্কিট ব্যবহার হয়?
অডিও Amplifier
RF Amplifier
ক ও খ
কোনোটিই না