MCQ
501. CAT-6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
502. রঙিন Colour TV রিসিভারে Varactor Diode ব্যবহার করা হয়-
Detection
রেক্টিফিকেশন
Tuning
ক ও খ
503. একটি Antenna-এর Directive gain-কে বুঝায়-
পাওয়ারের অনুপাত
ভোল্টেজের অনুপাত
কারেন্টের অনুপাত
দূরত্বের অনুপাত
504. যদি ৫০০Hz এবং ১/ ২,২৫kHz হয়, তবে মডুলেশন Index হবে-
২.২৫
৪.৫
৯
১৮
505. VSB-এর পূর্ণরূপ কী?
Very Small Band
Very Simple Band
Vestigial Side Band
Very Specific Band
506. বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস কবে পালিত হয়?
৭ মে
১৪ মে
১৭ মে
২১ মে
507. 10V-এর আউটপুট ভোল্টেজ এবং 1mV-এর নয়েজ ভোল্টেজ উদ্ভূত একটি অ্যামপ্লিফায়ারের সিগন্যাল/নয়েজ রেশিও কত হবে?
80dB
-40dB
100dB
40dB
508. Optical fiber-এর ভেতর দিয়ে data পাঠানোর মূলনীতি কোনটি?
Total internal refraction
Total external refraction
Total internal reflection
Total external reflection
509. সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
উত্তল
অবতল
জুম
সিলিন্ড্রিক্যাল
510. Push-Pull Amplifier একটি-
ভোল্টেজ Amplifier
কারেন্ট Amplifier
Power Amplifier
কোনোটিই নয়
511. লুপ টেস্টের সময় ত্রুটিযুক্ত ক্যাবলের পাশাপাশি কাট সুস্থ বা ভালো ক্যাবল থাকা প্রয়োজন?
শুধুমাত্র একটি
কমপক্ষে তিনটি
অন্ততপক্ষে দুটি
একটিও না
512. নিম্নের কোনটিতে Resonant সার্কিট ব্যবহার হয়?
অডিও Amplifier
RF Amplifier
ক ও খ
কোনোটিই না
513. একটি Geostationary Satellite-এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে আনুমানিক-
40756km
25700km
30500km
35786km
514. বহুদূরে কয়েকজনের মধ্যে মতবিনিময়ের অত্যাধুনিক পদ্ধতি-
ই-মেইল
টেলিকনফারেন্স
ভিডিও কনফারেন্স
বুলেটিন
515. লুপ টেস্ট করা হয়-
শুধুমাত্র গ্রাউন্ড ফন্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
শুধুমাত্র ওপেন সার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
গ্রাউন্ড এবং শর্টসার্কিট ফল্ট নির্ণয়ের জন্য
516. নিম্নের কোনটি Network connection নয়?
DVI
RJ-45
BNC
DB-15
517. World Communication ব্যবস্থার জন্য কয়টি Satellite প্রয়োজন?
৩টি
৫টি
৪টি
২টি
518. ঢাকা বেতার কেন্দ্র মিডিয়াম ওয়েভে 6301Hz-এ অনুষ্ঠান সম্প্রচার করে। রেডিও তরঙ্গের বেগ 3 x 10'8 msg’-1 হলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
476190m
476.19m
476190cm
467.19cm
519. টিভি পিকচারের উইডল/টিভি পিকচারের হাইট অনুপাতকে বলা হয়-
অ্যাসপেক্ট রেশিও
সাইজ রেশিও
পিকচার রেশিও
ডাইমেনশনাল রেশিও
520. যদি FM-এর Transmission bandwidth দ্বিগুণ হয়, তবে SNR হবে-
দ্বিগুণ
চারগুণ
এক-চতুর্থাংশ
অর্ধেক