Image
MCQ
1161. 6-ভোল্টের একটি লেড অ্যাসিড ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 0.1 ওহম। যদি ব্যাটারির দুটি টার্মিনাল শর্টসার্কিট করা হয়, তবে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে?
1 অ্যাম্প
6 অ্যাম্পস্
60 অ্যাম্পস্
100 অ্যাম্পস্
1162. একটি ব্যাটারির অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হলো-
ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্স
ইলেকট্রোডের রেজিস্ট্যান্স
সারফেস কন্ট্যাক্ট রেজিস্ট্যান্স
উপরের সবগুলো
1163. বয়লারের অন্যতম প্রধান অংশ হলো-
ফার্নেস কম্বাশন চেম্বার
ওয়াটার চেম্বার
বাষ্প চেম্বার
চিমনি
1164. ড্রাইসেলের ডিপোলারাইজার-
ম্যাগনেশিয়াম অক্সাইড
হাইড্রোক্লোরিক অ্যাসিড
অ্যামোনিয়াম সালফেট
ম্যাঙ্গানিজ ডাই-অক্সাইড
1165. সেলগুলো প্যারালেলে সংযোগ করা হয়-
ভোল্টেজ আউটপুট বাড়ানোর জন্য
অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য।
কারেন্ট ক্ষমতা কমানোর জন্য
কারেন্ট ক্ষমতা বাড়ানোর জন্য
1166. কম্বিনেশন ড্রাফট ব্যবহৃত হয়-
ফায়ার টিউব বয়লারে
বড় বড় বিদ্যুৎ কেন্দ্রে
ওয়াটার টিউব বয়লারে
বড় জেনারেটরে
1167. ইলেকট্রোপ্লেটিং এর জন্য কত ভোল্টেজ লাগে?
১০-১৬ ভোল্ট
৮-১০ ভোল্ট
১২-১৪ ভোল্ট
১৪-১৬ ভোল্ট
1169. ইলেকট্রোপ্লেটিং কেন করা হয়?
পরিষ্কার করার জন্য
মরিচা রোধের জন্য
ধাতুকে সুন্দর দেখার জন্য
ধাতুকে জোড়া দেওয়ার জন্য
1170. ড্রামলেস বয়লারকে বলা হয়-
লোকোমোটিভ বয়লার
স্টারলিং বয়লার
বেনসন বয়লার
কর্নিশ বয়লার
1172. পূর্ণ ডিসচার্জ অবস্থায় লেড অ্যাসিড ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব হয়-
1.140
1.200
1.300
1.400
1173. একটি সেলের সাথে ওহমের একটি রেজিস্ট্যান্স সংযোগ করলে এর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পস্ কারেন্ট প্রবাহিত হয়। উক্ত সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। ওহম হলে ই.এম.এফহবে-
1.4V
IV
2.4V
5V
1174. একটি সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যত বেশি হবে-
ই.এম.এফ তত কম হবে
টার্মিনাল ভোল্টেজ তত কম হবে
ই.এম.এফ তত বেশি হবে
টার্মিনাল ভোল্টেজ তত বেশি হবে
1175. সুপারহিটার ব্যবহার করায় জ্বালানি খরচ-
কমে
একই থাকে
বাড়ে
পরিবর্তন হয় না
1176. ২ ভোল্টের একটি সেলের সাথে 10 ওহমের একটি। রেজিস্ট্যান্স সংযোগ করলে 1.6 ভোল্ট ড্রপ হয়। অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হবে-
1.25Ω
2.5 Ω
0.8Ω
1177. কন্ডেন্সার ব্যবহার করায় শূন্যতার সৃষ্টি হয়-
বয়লারে
স্টিম চেম্বারে
চুল্লিতে
টারবাইনে
1178. ফ্লু গ্যাস হলো-
একপ্রকার জ্বালানি
একপ্রকার গ্যাস
একপ্রকার জ্বালানি নয়
গরম ধোঁয়া
1179. একটি ড্রাইসেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের মান-
0.2-0.4 ওহম
1.0-1.5 ওহম
2.0-2.5 ওহম
2.5-5 ওহম
1180. পূর্ণ ডিসচার্জ অবস্থায় লেড অ্যাসিড ব্যাটারির ই.এম.এফ হয়-
1.8 ভোল্ট
2.2 ভোল্ট
2.0 ভোল্ট
2.5 ভোল্ট