MCQ
1221. একটি DC মোটরের Torque ও Current এর সম্পর্ক কোনটি?
Ta ∝ I a 2
Ta ∝ Ia
Ta ∝ 1a3
কোনোটিই নয়
1222. যে বয়লারে টিউবের বাইরে পানি থাকে তাকে বলা হয়-
ফায়ার টিউব বয়লার
লোকোমোটিভ বয়লার
ওয়াটার টিউব বয়লার
মেরিন বয়লার
1223. একটি DC motor-এর output 10 hp, input voltage 400V এবং input current 20A মোটরটির overall efficiency কত?
90 %
93.25 %
95 %
85 %
1224. ব্যাটারির capacity কোন unit-এ প্রকাশ করা হয়?
Volt
Ampere
Watt-hour
Ampere-hour
1225. একটি নির্দিষ্ট সময়কালের জন্য একটি ব্যাটারি যে পরিমাণ কারেন্ট প্রদান করতে পারে, তাকে বলা হয়।
ওয়াট-আওয়ার
ডিসচার্জ রেট
কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং
অ্যাম্পিয়ার-আওয়ার
1226. জেনারেটরের ব্রাশ ও কমুটেটরে স্পার্ক দেখা দিলে সর্বপ্রথম দেখতে হবে-
ফিল্ড ওয়াইন্ডিং
ব্রাশের স্প্রিং
ইন্টারপোল ওয়াইন্ডিং
কোনোটিই নয়
1227. Magnetomotive ফোর্সের একক কী?
Ampere-turn
Henry
Tesla
Weber
1228. নিম্নের কোন DC জেনারেটরের Voltage রেগুলেশন সবচেয়ে নিম্নতম?
Series
Shunt
Compound
Over compound
1229. অ্যাম্পিয়ার আওয়ার টার্মটি নিচের কোনটির সাথে সংশ্লিষ্ট?
স্টোরেজ সেল
রেক্টিফায়ার
ট্রান্সফরমার
ইলেকট্রোম্যাগনেট
1230. একটি 12V ব্যাটারিতে সাধারণত কয়টি cell থাকে?
2
4
6
8
1231. Electric Field intensity-এর একক-
Volt/m
Amp/m
Watt/m
কোনোটিই নয়
1232. Motor ঘূর্ণনের দিক নির্ণয়ের জন্য কোনটি প্রযোজ্য?
ফ্যারাডের সূত্র
লেঞ্জের সূত্র
ফ্লেমিং-এর ডানহস্ত সূত্র
ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
1233. পরিবর্তনশীল লস বলা হয়-
আর্মেচার কপার লস
ফিন্ড কপার লস
কোর লসকে
ইন্টারপোল ফিল্ড লসকে
1234. কমুটেটরের প্রধান কাজ কী?b
DC কে AC করা
AC কে DC করা
AC কে AC করা
DC কে DC করা
1235. উইন্ডোজ লস নিচের কোনটির অন্তর্গত?
কপার লস
আয়রন লস
ম্যাগনেটিক লস
মেকানিক্যাল লস
1236. কোন DC জেনারেটরটি ওপেন সার্কিটে ভোল্টেজ উৎপাদনে অক্ষম?
Shunt
Series
Short shunt
Long shunt
1237. Back emf কোন মেশিনের সাথে সম্পৃক্ত?
DC Generator
AC Generator
DC Motor
None
1238. নিচের কোনটি প্রাইম মুভারের প্রধান অংশ নয়?
রোটর
জেনারেটর
বিয়ারিং
নজল
1239. একটি DC জেনারেটরের লোড Saturation characteristics নিম্নের কোন Parameter-গুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে?
V ও I a
E ও I a
E ও I f
V ও I f
1240. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান একটি Loaded DC জেনারেটরের Brushes স্থানান্তর হবে-
Clockwise
counterclockwise
ক অথবা খ
কোনোটিই না