MCQ
1141. ল্যাপ ওয়াইন্ডিং-এ প্যারালেল পাথের সংখ্যা-
পোলের সংখ্যা অনুযায়ী
2টি
4টি
8টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ল্যাপ ওয়াইন্ডিং প্যারালাল পাঘের সংখ্যা = পোলার সংখ্যা। ওয়েভ ওয়াইন্ডিং-এ প্যারালাল পাথের সংখ্যা = 2
1142. স্টিম টারবাইনকে ঘর্ষণের হাত হতে রক্ষা করে-
লুব্রিক্যান্টস
স্টিম
পানি
গ্যাস
1143. কন্ডেন্সার ব্যবহার করায় বয়লারের জ্বালানি খরচ কম হয়-
25% প্রায়
35% প্রায়
30% প্রায়
40% প্রায়
1144. স্টিম টারবাইনে রোটরকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে-
বিয়ারিং
রেড
স্টাফিং বক্স
সিল
1145. ইম্পালস্ টারবাইনের ব্লেড থাকে-
চাকার ভিতর
চাকার চারদিকে
চাকার বাইরে
চাকার চারদিকে কিনারায়
1146. স্টিম টারবাইনের কার্যদক্ষতা-
30% হতে 40%
50% হতে 70%
15% হতে 25%
70% হতে 40%
1147. রিয়্যাকশন টারবাইনের কোন অংশ নজলের কাজ করে?
কেসিং
ব্লেড
চাকা
রোটর
1148. পাওয়ার প্ল্যান্টে কন্ডেন্সার ব্যবহার করলে-
জ্বালানি খরচ কম হয়
স্টিম খরচ কম হয়
পানি খরচ কম হয়
বাতাস কম লাগে
1149. জেনারেটরের আবিষ্ট ই.এম.এফ.-এর সমীকরণ -
ϕZN/60 X A/P V
ϕZN X P/ 60A V
ϕZN /60 X A/P V
ϕZNP /120 X 1
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: Eg = ꝔZN/60 X A/P Volt
এখানে, Eg= জেনারেটরে উৎপন্ন ই.এম. এফ।
Q = প্রতি পোলে ফ্লাক্স।
N = প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা।
P = পোল সংখ্যা।
A = প্যারালাল পাথের সংখ্যা।
1150. এয়ার প্রি-হিটার ব্যবহার করায় নিম্নের সুবিধা পাওয়া যায়-
কম্বাশন বা প্রজ্বলন প্রক্রিয়া সহজতর হয়
ফার্নেসের তাপমাত্রা বৃদ্ধি পায়
বয়লারের কার্যদক্ষতা বৃদ্ধি পায়
উভয়টি
1151. সকল জেনারেটরই এসি উৎপন্ন করে। তবে সরাসরি এসি পেতে হলে আর্মেচার কয়েলের সাথে ব্যবহার করতে হবে-
কমুটেটর
স্লিপ রিং
গ্রাম রিং
ব্রাশ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ডিসি জেনারেটরে কমুটেটর ব্যবহার করা হয়। কারণ কমুটেটর এসিকে ডিসি করে। এসি জেনারেটরে স্লিপ রিং ব্যবহার করা হয়।
1152. স্টিম পাওয়ার প্ল্যান্টকে প্রধান কয়টি সার্কিটে ভাগ করা হয়?
৩ টি
১ টি
৪ টি
৬ টি
1153. পাশাপাশি দুটি কয়েলের ব্যবধানকে বলে-
পোল পিচ
কমুটেটর পিচ
কয়েল স্প্যান
কয়েল পিচ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: পাশাপাশি দুটি কয়েলের ব্যবধানকে কয়েল পিচ বলে।
1154. জরুরি ভিত্তিতে টারবাইন বন্ধের জন্য যে ভালভ ব্যবহৃত হয় তা হলো-
চেক ভালভ
ট্রিপ ভালভ
ফুট ভালভ
থ্রট ভালভ
1155. বাষ্পশক্তি প্রকল্পের সার্বিক দক্ষতা হয়ে থাকে-
20% প্রায়
35% প্রায়
29% প্রায়
40% প্রায়
1156. ব্রাশ তৈরি করা হয়-
তামা দিয়ে
দস্তা দিয়ে
সিসা দিয়ে
কার্বন দিয়ে
1157. স্টিম টারবাইনের প্রধান অংশ হলো-
সিল
রেড
কেসিং
রোটর
1158. থার্মাল পাওয়ার প্ল্যান্টে নিচের কোন কন্ডেন্সার ব্যবহার করা হয়?
সারফেস কন্ডেন্সার
ব্যারোমেটিক কন্ডেন্সার
লো-লেভেল কন্ডেন্সার
ইনজেক্টর কন্ডেন্সার
1159. একটি কয়েলের মধ্যে আর্মেচারের যতগুলো স্লট অন্তর্ভুক্ত হয়, তাকে বলে-
পোল পিচ
কয়েল পিচ
কয়েল স্প্যান
কমুটেটর পিচ
1160. ল্যাপ ওয়াইন্ডিং-এর আর্মেচারের জেনারেটর হতে পাওয়া যায়-
উচ্চ কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ
উচ্চ কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ
নিম্ন কারেন্ট এবং নিম্ন ভোল্টেজ
নিম্ন কারেন্ট এবং উচ্চ ভোল্টেজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিসি মেশিন MCQ
DC Machine mcq all
ব্যাখ্যা: ধরি, প্রতি কন্ডাকটরের ভোল্টেজ = 10 A
কন্ডাক্টর সংখ্যা 100
পোল সংখ্যা = 4
প্রতি প্যারালাল পথে কারেন্ট = 10A
ল্যাপ ওয়াইন্ডিং - এর ক্ষেত্রে, মোট কারেন্ট
= 4 × 10 = 40 A
ভোল্টজ = 100/4 = 25V
সুতরাং, যেখানে কম ভোল্টেজ, বেশি কারেন্ট সেখানে ল্যাপ ওয়াইন্ডিং এবং কম কারেন্ট, বেশি ভোল্টেজের প্রয়োজন হয়
সেখানে ওয়েভ ওয়াইন্ডিং ব্যবহার করা হয়।