Image
MCQ
1721. কোন প্রণালি ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে?
হরমুজ প্রণালি
পক প্রণালি
জিব্রাল্টার প্রণালি
মালাক্কা প্রণালি
1723. আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে----
মালাক্কা প্রণালি
ফ্লোরিডা প্রণালি
জিব্রাল্টার প্রণালি
লোহিত সাগর
1727. জিব্রাল্টার প্রণালি কোন কোন দেশকে পৃথক করেছে?
মরক্কো ও স্পেন
পর্তুগাল ও মরক্কো
আলবেনিয়া ও স্পেন
মৌরিতানিয়া ও স্পেন
1728. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' (Swatch of no ground) কী?
একটি দেশের নাম
সাবমেরিন ক্যানিয়ন
ম্যানগ্রোভ বন
একটি দ্বীপ
1729. কোন প্রণালি আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
মালাক্কা
জিব্রাল্টার
পক
পানামা
1730. পক প্রণালি কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
ভারত ও পাকিস্তান
ভারত ও বাংলাদেশ
নেপাল ও বাংলাদেশ
ভারত ও শ্রীলঙ্কা
1731. লোহিত সাগর ও সুয়েজখাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে?
আফ্রিকা
অস্ট্রেলিয়া
ইউরোপ
কোনোটিই নয়
1732. মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
ফিলিপাইনে
অস্ট্রেলিয়ায়
শ্রীলঙ্কায়
ইন্দোনেশিয়ায়
1733. বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম-
মহাসাগর
উপসাগর
সাগর
কোনোটিই নয়
1734. The waterway separating India and Sri Lanka is --
হরমুজ প্রণালি
পক প্রণালি
জিব্রাল্টার প্রণালি
মালাক্কা প্রণালি
1735. সোয়াচ অব নো গ্রাউন্ড বলতে কী বুঝায়?
একটি খেলার মাঠ
একটি প্লাবন ভূমির নাম
বঙ্গোপসাগরের একটি খাদের নাম
বঙ্গোপসাগরের একটি দ্বীপের নাম
1737. ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
হরমুজ
জিব্রাল্টার
বসফরাস
দার্দানেলিস
1738. সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে-
আফ্রিকার
অস্ট্রেলিয়ার
ইউরোপের
আমেরিকার
1739. পক প্রণালি সংযুক্ত করেছে?
আটলান্টিক ভূমধ্যসাগর
বঙ্গোপসাগর -জাভা সাগর
ভারত মহাসাগর-জাভা সাগর
ভারত মহাসাগর-আরব সাগর
1740. Which water bodies are connected through the 'Strait of Gibraltar'?
Atlantic Ocean & Mediterranean sea.
Indian Ocean & Pacific Ocean.
Arab Sea & Gulf of Aden.
Arab sea & Caspian Sea.