Image
MCQ
1761. মরক্কোর প্রধান সমুদ্র বন্দর হচ্ছে---
আকাবা
এডেন
হাইফা
ক্যাসাব্ল‍্যাঙ্কা
1762. ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালির নাম –
বসফরাস
দার্দানেলিস
বেরিং
জিব্রাল্টার
1763. বসফরাস প্রণালি কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে?
প্রশান্ত ও ভূমধ্যসাগর
আটলান্টিক ও ভূমধ্যসাগর
ভূমধ্য ও পারস্য উপসাগর
কৃষ্ণ ও মর্মর সাগর
1765. ইস্তাম্বুলকে পৃথক করেছে যে প্রণালি?
হরমুজ
সুন্দা
বসফরাস
জিব্রাল্টার
1766. তুরস্কের বন্দরনগরী কোনটি?
বুসান
আলেকজান্দ্রিয়া
ইসকানদারুন
আকাবা
1767. বসফরাস প্রণালী কোন দেশের অভ্যন্তর দিয়ে প্রবাহিত?
তুরস্ক
ইরান
সৌদিআরব
মিশর
1768. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে-
ইউরোপ ও আফ্রিকা
এশিয়া ও ইউরোপ
এশিয়া ও অস্ট্রেলিয়া
আফ্রিকা ও এশিয়া
1769. 'আবু মুসা' দ্বীপটির মালিকানা নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ চলছে?
ইরান ও ইরাক
জর্ডান ও সিরিয়া
সিরিয়া ও মিশর
সংযুক্ত আরব আমিরাত ও ইরান
1770. আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল?
১৯৮১ সালে
১৯৮২ সালে
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
1771. আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রের তটে অবস্থিত?
লোহিত সাগর
ভূ-মধ্যসাগর
কৃষ্ণ সাগর
ইজিয়ান সাগর
1772. ভূমধ্যসাগরের বৃহৎ দ্বীপ কোনটি?
সিসিলি
আটাফু
সাইপ্রাস
সারডিনা
1773. সুয়েজ খাল কোন কোন সাগরকে সংযুক্ত করে?
ভূমধ্যসাগর ও লোহিত সাগর
বাল্টিক সাগর ও কাস্পিয়ান সাগর
লোহিত সাগর ও কাস্পিয়ান সাগর
ভূমধ্যসাগর ও উত্তর সাগর
1775. সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে?
এশিয়া ও অস্ট্রেলিয়া
আমেরিকা ও আফ্রিকা
ইউরোপ ও আমেরিকা
এশিয়া ও আফ্রিকা
1776. ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ?
স্পেন
পর্তুগাল
আর্জেন্টিনা
ইংল্যান্ড
1778. লাটাকিয়া কোন দেশের সমুদ্রবন্দর?
সিরিয়ার
ইরানের
ইরাকের
তুরস্কের
1780. পৃথিবীর গভীরতম খালের নাম কী?
পানামা খাল
গ্র্যান্ড খাল
সুয়েজ খাল
অক্কানেম খাল