EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

English MCQ
3301. Choose the synonymous words DANK----
Dangerous
Ugly
Plunder
Damp
ব্যাখ্যা: Hints: Dank (স্যাঁতসেতে)-এর একই অর্থবোধক শব্দ হলো damp (আর্দ্র, স্যাঁতসেঁতে, ভেজা)। অন্যদিকে dangerous অর্থ বিপজ্জনক, ugly অর্থ কুৎসিত আর plunder অর্থ-লুটপাট, লুটতরাজ।
3302. Choose the synonymous words REBATE----
Loss
Refund
Compensation
Discount
ব্যাখ্যা: Hints: Rebate (ছাড় বা রেয়াত)-এর most similar শব্দ হলো Discount। অন্যদিকে loss অর্থ ক্ষতি, refund অর্থ ফেরত বা প্রত্যার্পণ, compensation অর্থ ক্ষতিপূরণ।
3303. Choose the opposite words TRAGEDY---
Humorous
Comedy
Romarice
Calamity
ব্যাখ্যা: Hints: Tragedy শব্দের অর্থ বিয়োগান্ত নাটক আর-এর বিপরীত শব্দ comady যার অর্থ হাস্যরসাত্মক বা মিলনান্তক নাটক।
3304. Choose the opposite words FORMER---
Subsequent
Later
Resultant
Latter
ব্যাখ্যা: Hints: Former শব্দের অর্থ আগেকার, পূর্বের, প্রাক্তন। এর সবচেয়ে কাছাকাছি বিপরীত শব্দ হলো Litter যার অর্থ ভবিষ্যতের কোনো সময়ে।
3305. Choose the opposite words ACCORD---
Solution
Act
Decent
Concord
ব্যাখ্যা: Hints: Accord (মিলে যাওয়া, সঙ্গতিপূর্ণ হওয়া, খাপ খাওয়া)-এর বিপরীত শব্দ হলো act (ছল করা, ভান করা, প্রতারণা করা)।
3306. Choose the synonymous words RECOVER----
Recoup
Revive
Heal
Return
ব্যাখ্যা: Hints: Recover (ফিরে পাওয়া, পুনরুদ্ধার করা)-এর সমার্থক শব্দ recoup (পুষিয়ে দেয়া/নেয়া)। তাছাড়া rezine অর্থ জ্ঞান ফিরিয়ে আনা, স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; heal অর্থ নিরাময় করা/ হওয়া আর return অর্থ ফিরে আসা।
3307. Choose the synonymous words ABANDON---
Condense
Abscond
Discontinue
Neglect
ব্যাখ্যা: Hints: Alxndon (আর ফিরে না আসার মানসে চলে/ছেড়ে যাওয়া)-এর একই অর্থবোধক শব্দ alscond (আত্মগোপন করা)। Option-এর বাকি তিনটি শব্দের মধ্যে discontinue অর্থ বন্ধ করা, neglect অর্থ উপেক্ষা করা আর condense অর্থ ঘন করা।
3308. Choose the opposite words GORGEOUS---
Desperate
Plain
Fashionable
Sumptuous
ব্যাখ্যা: Hints: Gorgeous (জমকালো, চমৎকার)-এর most nearly opposite অর্থযুক্ত শব্দ হলো plain (সাদামাটা)। আর desperate অর্থ মরিয়া, বেপরোয়া; fashionable অর্থ কেতাদুরস্ত আর sumptuous অর্থ ব্যয়বহুল, জাঁকালো।
3309. Choose the opposite words VIOLENT---
Tame
Humble
Gentle
Harmless
ব্যাখ্যা: Hints: Violent (প্রচণ্ড, হিংস্র)-এর বিপরীত শব্দ হলো gentle (অমায়িক, নম্র, শান্ত)।
3310. Choose the opposite words OPAQUE---
Misty
Covered
Clear
Transparent
ব্যাখ্যা: Hints: Opaque (আলো নিরোধক, অস্বচ্ছ)-এর সবচেয়ে কাছাকাছি বিপরীত শব্দ হলো transparent (আলোকভেদ্য, স্বচ্ছ)।
3311. The word 'slump' is the antonym
growth
recession
depression
decline
ব্যাখ্যা: Hints: Slump শব্দের অর্থ বাণিজ্যিক কাজকর্ম ইত্যাদির সামগ্রিক মন্দাভাব বা ব্যবসা সংক্রান্ত মন্দা যার বিপরীত শব্দ growth (ক্রমবৃদ্ধি, বিকাশ, উন্নতি)। Option-এর বাকি তিনটি শব্দ recession, depression এবং decline যাদের অর্থ যথাক্রমে ব্যবসা ও শিল্পোৎপাদনে শ্লথগতি, মন্দা অবস্থা এবং পড়তি যা প্রদত্ত শব্দটির সমার্থক।
3312. Choose the synonymous words ACCUSE----
Absolve
Exonerate
Vindicate
Impeach
ব্যাখ্যা: Hints: Accuse (অভিযুক্ত করা, দোষী করা)-এর সমার্থক শব্দ হলো impeach (প্রশ্ন তোলা, সন্দেহ উত্থাপন করা)। তাছাড়া absolte অর্থ মুক্তি দেয়া; exonerate অর্থ অভিযোগ থেকে দায় মুক্তি দেয়া আর vindicate অর্থ প্রমাণ বা প্রতিপাদন করা।
3313. Choose the opposite words IMPERMEABLE----
resilient
blunt
sticky
porous
ব্যাখ্যা: Hints: Impermotile অর্থ অপ্রবেশ্য (বিশেষত তরুণপদার্থ), অভেদ্য যার বিপরীত শব্দ হলো porous যার অর্থ তরল পদার্থ চলাচল করতে পারে এমন। তাছাড়া resilient অর্থ স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের সম্ভাবনাপূর্ণ স্থিতিস্থাপক, blunt অর্থ ভোঁতা আর hiky) অর্থ আঠালো।
3314. The synonym of the word 'Narcissism' is:
Notorious
Selfishness
Dignity
Self-effacing
ব্যাখ্যা: Hints: Narcissism (আত্মমগ্নতা)-এর সমার্থক শব্দ selfishness (স্বার্থপরতা)।
3315. Choose the synonymous words TERMINATE----
Suspend
Dismiss
End
Interrupt
ব্যাখ্যা: Hints: Terminate অর্থ ইতিটানা, সমাপ্ত করা যার একই অর্থবোধক শব্দ হলো end। অন্যদিকে Suspend অর্থ ঝোলানো, লটকানো, লম্বিত করা; dismiss অর্থ চাকরি থেকে বরখাস্ত করা আর interrupt অর্থ ব্যাহত/ বিঘ্নিত করা।
3316. Choose the synonymous words AFFLUENT---
Prosperous
Poor
Talkative
Close
ব্যাখ্যা: Hints: Affluent (বৈভবশালী, বিত্তবান, প্রাচুর্যময়)-এর একই অর্থবোধক শব্দ prosperous (সমৃদ্ধিশালী)।
3317. Choose the synonymous words INFREQUENT----
Never
Usual
Rare
Sometimes
ব্যাখ্যা: Hints: Infrequent (বিরল, অনিয়মিত)-এর most similar শব্দ হলো rare (দুর্লভ, অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না)।
3318. Choose the synonymous words REVISE
Edit
Alter
Correct
Reconsider
ব্যাখ্যা: Hints: Rettise (পুনর্বিবেচনা করা, সংশোধন ও মানোন্নয়নের উদ্দেশ্যে পুনরায় পড়া)-এর most similar শব্দ হলো edit, যার অর্থ সম্পাদনা করা।
3319. Choose the opposite words OFFER---
Beg
Borrow
Snatch
Request
ব্যাখ্যা: Hints: Offier অর্থ প্রস্তাব করা আর offer-এর nearly opposite word হলো bag, যার অর্থ কোনো কিছু চাওয়া।
3320. Choose the synonymous words ADVERSITY-----
Crisis
Misfortune
Failure
Helplessness
ব্যাখ্যা: Hints: Adversity অর্থ দুর্ভাগ্য, দৈবদুর্বিপাক, যার most similar শব্দ হলো misfortune (দুর্জগা)। অন্যদিকে crisis অর্থ সংকটকাল; failure অর্থ ব্যর্থতা আর helplessness অর্থ অসহায়ত্ব।