English MCQ
3341. the opposite words of ABYSMAL----
eternal
immeasurable
superb
beneath
3342. My mother takes the responsibility for running the household.
Moving quickly
going
managing
none of these
ব্যাখ্যা: Hints: Run something অর্থ কোনো কিছু সংগঠন করা, ব্যবস্থা করা, চালানো। অন্যদিকে manage অর্থও সংগঠন করা, ব্যবস্থা করা। সুতরাং running শব্দটিকে mamaging দ্বারা replace করা যায়।
3343. Which one is not the meaning of Tender?
right on properties
compassionate
a rate chart
young
ব্যাখ্যা: Hints: Tender-এর অনেক গুলো অর্থ রয়েছে। Adjectine হিসেবে tender age নির্দেশ করলে অর্থ হবে young। এর আরেকটি অর্থ compassionate (স্নেহপরায়ণ)। Noun হিসেবে tender অর্থ দরপত্র অর্থাৎ a rate chart। কিন্তু right on properties (সম্পত্তির অধিকার) teruder শব্দটির অর্থ নয়।
3344. Choose the synonymous words COPIOUS---
abundant
liberal
heavy
broad
ব্যাখ্যা: Hints: Copious এবং abundant উভয়ের অর্থ প্রাচুর্যপূর্ণ, প্রচুর। সুতরাং copious এবং abundant একই অর্থ বহন করে। Option-এর অন্যান্য word গুলোর মধ্যে liberal অর্থ উদার, heavy অর্থ ভারী এবং broad অর্থ প্রশস্ত।
3345. the opposite words of INTIMATE---
declare
release
distance
close
ব্যাখ্যা: Hints: Intimate (অন্তরঙ্গতা, ঘনিষ্ঠতা)-এর বিপরীত শব্দ distance (দূরত্ব)। এছাড়া option-এর declare অর্থ ঘোষণা করা, release অর্থ মুক্ত করা এবং close অর্থ ঘনিষ্ট।
3346. The judge decided to exonerate the accused. The bold faced word means-
acquit
cross-examine
give bail
punish
ব্যাখ্যা: Hints: Bold করা word-টি হলো exonerate, যার অর্থ (অভিযোগাদি হতে) মুক্তি দেওয়া অর্থাৎacquit যার অর্থও নির্দোষ বলে রায় দেয়া; খালাস দেয়া; অভিযোগ থেকে অব্যাহতি দেয়া।
3347. The synonym of Recapitulation-
introduction
recall
withdrawal
capture
ব্যাখ্যা: Hints: Recapitulation অর্থ মূল প্রসঙ্গগুলোর পুনরাবৃত্তি; সংক্ষিপ্তবৃত্তি। Recap হলো শব্দটির সংক্ষিপ্ত রূপ। আর recall অর্থ স্মরণ; স্মরণ করার সম্ভাবনা; প্রত্যাবর্তন সংকেত। Introduction অর্থ ভূমিকা; withdrawal অর্থ প্রত্যাহার আর capture অর্থ বন্দিকরন; করায়ত্তকরণ।
3348. The presentation by Dr. Toha was very (illuminating).
enlightening
bright
disheartening
boring
ব্যাখ্যা:
Hints: Illuminating অর্থ আলোকিত; উদ্ভাসিত আর শব্দটিকে প্রতিস্থাপিত করা যায়enlightening শব্দ দ্বারা যার অর্থ জ্ঞানগর্ভ, উল্লসিত।
3349. The synonym of FLUX ---
overflow
merge
change
soften
3350. Choose the synonymous words KNOTTY----
terrible
mysterious
difficult
confusing
ব্যাখ্যা: Hints: Knotty (পিটযুক্ত; ঝামেলাযুক্ত)-এর সমার্থক শব্দ difficult. Option-এর terrible অর্থ ভয়ঙ্কর, mysterious অর্থ রহস্যময় এবং confusing অর্থ বিভ্রান্তিকর।
3351. Choose the synonymous words GLIB---
artful
persuasive
flattering
informal
ব্যাখ্যা: Hints: Glib (অতি তৎপর) এর সমার্থক শব্দ হালা ariful। অন্যদিকে Persuasive অর্থ প্ররোচনায় সমর্থ, flattering অর্থ তোষামদে এবং informal অর্থ অনানুষ্ঠানিক।
3352. The antonym of 'insipid' is
brave
exciting
cold
dull
ব্যাখ্যা: Hints: Insipid (নীরস, বিস্বাদ)-এর বিপরীত শব্দ exciting (উত্তেজনাপূর্ণ)। তাছাড়া brave অর্থ সাহসী, cold অর্থ ঠান্ডা, শীতল, নিরুত্তাপ আর dull অর্থ নিরস।
3353. the opposite words of AUTONOMOUS--
dependent
separate
self-directed
absolute
ব্যাখ্যা: Hints: Autonomous (স্বশাসিত, স্বায়ত্তশাসিত, স্বাধীন)-এর বিপরীত শব্দ dependent (পরাধীন, নির্ভরশীল)। তাছাড়া separate অর্থ পৃথক, আলাদা; self directed অর্থ স্বপরিচালিত এবং absolute অর্থ অসীম, নিশ্চিত।
3354. Salt has been used for centuries as a method of preserving foods.
displaying
conserving
seasoning
cooking
ব্যাখ্যা: Hints: Underline কৃত word preserving শব্দটির অর্থ সংরক্ষণ করা; ক্ষতির হাত থেকে বাঁচানো। শব্দটিকে amserting (সংরক্ষণ করা, ধাংস বা ভয় থেকে রক্ষা করা) জরা place করা যায়।
3355. the opposite words of FERAL----
natural
tame
grim
unyielding
ব্যাখ্যা: Hints: Feral (বন্য; পোষ মানানো যায়নি এমন)-এর বিপরীত শব্দ tame (পোষা)। তাছাড়া grim অর্থ কঠোর, ভয়ানক। Natural অর্থ প্রাকৃতিক, স্বাভাবিক এবং unyielding অর্থ অনমনীয়।
3356. Choose the synonymous words CURB----
medicinal
participation
hunger
restriction
ব্যাখ্যা: Hints: Curb (রাশ, প্রতিবন্ধক)-এর সমার্থক শব্দ restriction (নিয়ন্ত্রণ)। তাছাড়া medicinal অর্থ নিরাময় গুণসম্পন্ন, participation অর্থ অংশগ্রহণ এবং hunger অর্থ ক্ষুধা।
3357. The synonym of Complacent-
recommend
satisfied
confuse
witty
ব্যাখ্যা: Hints: Complacent (আত্মতুষ্ট, পরিতৃপ্ত)-এর সমার্থক শব্দ হলো satisfied। তাছাড়া recommend অর্থ সুপারিশ করা, twitty অর্থ রসিক আর confuse অর্থ গুলিয়ে ফেলা; বিশৃঙ্খলা করা।
3358. The synonym of 'sanguine' is-
optimistic
restless
bloody
hopless
ব্যাখ্যা: Hints: Sanguine (আশাবাদী)-এর সমার্থক শব্দ হলো optimistic (আশাবাদী, আস্থাশীল)। তাছাড়া restless অর্থ চঞ্চল; অস্থির, hopless অর্থ আশাবিহীন; দুর্ভাগা আর bloxxdy অর্থ রক্তাক্ত।
3359. the opposite words of ABSTINENCE----
self-denial
indulgence
afraid
devotion
ব্যাখ্যা: Hints: Abstinence (সংযম, মিতাচার, নিবৃত্তি)-এর বিপরীত শব্দ হলো indulgence (অসংযম, প্রশ্রয়, আশকারা)। তাছাড়া self-denial আত্মবিসর্জন বা আত্মবলিদান, স্বীকৃতি afraid অর্থ ভীত আর devotion অর্থ ধার্মিকতা, আরাধনা।
3360. The synonym of Visceral-
cloudy
heavenly
bodily
intelligent
ব্যাখ্যা: Hints: Visceral অর্থ আন্ত্রিক; শারীরিক। সুতরাং সঠিক সমার্থক শব্দ হলো bodily।