MCQ
1981. Find the correct meaning of the underlined words-Show allegiance to your master.
Subject
Obligation
Servant
Loyalty
ব্যাখ্যা:
Hints: Allegiance শব্দের অর্থ (ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি) কর্তব্য; নিষ্ঠা; আনুগত্য যার একই অর্থবোধক শব্দ হলো loyalty (আনুগত্য)।
1982. Choose the opposite words of STINGY
Wasteful
Democratic
Spiteful
Liberal
ব্যাখ্যা:
Hints: Stingy (কৃপণস্বভাব; ব্যয়কুষ্ঠ)-এর বিপরীত শব্দ Liberal (উদার; মুক্তহস্ত)। অন্যদিকে Wasteful অর্থ অপচয়ী; অপব্যয়ী, Democratic অর্থ গণতান্ত্রিক আর Spiteful অর্থ বিদ্বেষপূর্ণ।
1983. Choose the opposite words of CANDID
Apparent
Frank
Bright
Explicit
ব্যাখ্যা:
Hints: Candid এবং Frank-এর অর্থ অকপট; মনখোলা; সরল। সুতরাং Candid এবং Frank পরস্পর সমার্থক শব্দ।
1984. Delay: Retard::
slow down: hold up
Defer: accelerate
Adjourn: start
Postpone: promote
ব্যাখ্যা: Hints: Delay-দেরী করা/করানো, Retard-বিলম্বিত করা, প্রতিহত এদের সম্পর্ক Synonymous Postpone-বাতিল করা, মুলতবি করা Promote-প্রসারিত করা Adjourn-স্থগিত করা, Start-শুরু করা Slow down-গাড়ির গতি কমানো, Hold up-গতি রোধ করা এদের সম্পর্ক Synonymous Defer-বিলম্বিত করা; Accelerate-ত্বরান্বিত করা।
1985. Lengthen.... Prolong
reach out .... cut short
distance.... reduce
draw out.... shorten
stretch.... extend
ব্যাখ্যা: Hints: Lengthen- দীর্ঘায়িত করা, Prolong- দীর্ঘায়িত করা এদের সম্পর্ক Synonymous।Stretch - প্রসারিত করা, Extend - প্রসারিত করা এদের সম্পর্ক Synonymous Distance – দূরত্ব, Reduce হ্রাস করা এদের সম্পর্ক Synonymous নয়।Draw out -টেনে বের করা; Shorten খাটো বা ছোট করা। Reach out নাগালের বাইরে; Cut short সংক্ষেপ করা, বাধা প্রদান।
1986. Choose the opposite words of EXPOSE
Regard
Sink
Hide
Propose
ব্যাখ্যা:
Hints: Expose (অনাবৃত করা; প্রকাশ করা)-এর বিপরীত শব্দ হলো Hide (গোপন করা; লুকান)
1987. Conscious... Careless.
Well-informed... Knowing little
Generous... Unkind
Graceful... Ugly
Careful... Indifferent
ব্যাখ্যা: Hints: Conscious অর্থ সচেতন, Careless অর্থ অসচেতন। Careful-অর্থ যত্নশীল, Indifferent- অর্থ অনিহা, অমনোযোগী। Graceful- লাবণ্যময়, সুশ্রী, সুন্দর, অন্যদিকে,Ugly-কুৎসিত, কদাকার। Generous- উদার, সদাশয়, দয়ালু। Unkind- নির্দয়। Well-informed-ভালোভাবে জ্ঞাত। Knowing little- স্বল্প জ্ঞাত।
1988. Distort... Twist.
Observe... Blur.
Harmonize.. Balance
Deform... Reform.
Straighten... Bend.
ব্যাখ্যা: Hints: Distort অর্থ বিকৃত করা এবং Twist অর্থ মোচড়ানো। Straighten- সোজা করা এবং Bend-বাঁকানো। Deform- বিকৃতকরণ, Reform- সংশোধন। Harmonize সমন্বয় সাধন করা, খাপ খাওয়া, Balance-সদৃশ করা, ভারসাম্য অবস্থায় রাখা। Observe- পর্যবেক্ষণ করা, পালন করা, Blur- দুর্বোধ্য, অস্পষ্ট।
1989. 'Light' is to 'dark' as 'cold' is to
hot
heat
cool
winter
ব্যাখ্যা: Hints: Light ও dark-এর মধ্যে বিপরীতার্থক সম্পর্ক বিরাজমান। Cold-এর বিপরীতার্থক শব্দ not।
1990. Vacillate... Hesitate
Irresolute ... Indecisive.
Obstinate ... Accommodating
Impulsive... Deliberate
Persevere... Waiver
ব্যাখ্যা: Hints: Vacillate অর্থ দ্বিধান্বিত হওয়া এবং Hesitate অর্থও ইতঃস্তত করা, Persevere- অধ্যবসায়ী হওয়া, Waiver- স্বত্বত্যাগ, দাবির পরিত্যাগ। Impulsive-আবেগ তাড়িত, Deliberate-সুচিন্তিত, ইচ্ছাকৃত। Obstinate- একগুয়ে, জেদি। Accommodating- অমায়িক। Irresolute-অস্থির চিত্ত, Indecisive- অস্থিরমতি।
1991. Choose the opposite words of RELINQUISH
Abdicate
Renounce
Possess
Deny
ব্যাখ্যা:
Hints: Relinquish (ছেড়ে দেয়া; ত্যাগ করা)- এর বিপরীত শব্দ Possess (অধিকারী হওয়া; কোনো কিছুর মালিক হওয়া)। আর অন্য তিনটি শব্দ যথাক্রমে Abdicate (ছেড়ে দেয়া; দাবি ত্যাগ করা); Renounce (আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা), Deny (অস্বীকার/অগ্রাহ্য করা)।
1992. Choose the opposite words of ALIEN
Native
Exiled
Natural
Resident
ব্যাখ্যা:
Hints: Alien (বিদেশি)-এর বিপরীত শব্দ Native (দেশীয়)। Option-এর অন্য শব্দগুলো যথাক্রমে Exiled (নির্বাসিত); Natural (প্রাকৃতিক); Resident (আবাসিক)।
1993. Assert... Dissent.
Endorse ... Ratify.
Acknowledge ... Recognize.
Reject... Disapprove.
Affirm... Object.
ব্যাখ্যা: Hints: Assert অর্থ দাবি করা, দৃঢ়ভাবে ঘোষণা করা এবং Dissent অর্থ আপত্তি করা। Affirm- দৃঢ়ভাবে ঘোষণা করা, নিশ্চিত রূপে বলা। Object-আপত্তি করা। Reject- বাতিল করা। Disapprove-প্রত্যাখ্যান করা, বাতিল করা, অনুমোদন না করা। Acknowledge-স্বীকার করা। Recognize-স্বীকৃতি দেয়া। Endorse-অনুমোদন করা।Ratify- অনুমোদন করা ও দেয়া।
1994. Eager .... Indifferent.
devoted .... dedicated
enthusiastic.... halfhearted
anxious.... nervous
concerned.... careful
ব্যাখ্যা: Hints: Eager-উৎসাহী, Indiferent-অনুৎসাহী শব্দ দুটি পরস্পর বিরোধার্থক (Antonymous) Concerned - উদ্বিগ্ন; Careful- সচেতন। Anxious - উদ্বিগ্ন: Nervous- সন্ত্রস্ত, ভীত। Enthusiastic - উদ্যমী; Halfhearted-নিরুদ্যম। Devoted - নিবেদিত; Dedicated নিবেদিত, উৎসর্গীকৃত।
1995. Submissive.... Disobedient
observe... defy
comply.... conform
obey.... hearken to
heed.... acquiesce
1996. Choose the opposite words of INSUBORDINATE
Subservient
Palpable
Pragmatic
Inculcating
ব্যাখ্যা:
Hints: Insubordinate (অবাধ্য; অনধীন)-এর বিপরীত শব্দ Subservient (অধীন; বাধ্য)।
1997. Choose the opposite words of SUBSERVIENT
Supercilious
Aggressive
Straightforward
Dignified
ব্যাখ্যা:
Hints: Subservient অর্থ বিনয়বিগলিত; অধীন। Aggressive অর্থ কলহপরায়ণ; আগ্রাসী। সুতরাং এরা একে অপরের বিপরীত।
1998. Tiger: Zoology::Mars:
Astrology
Cryptology
Telescopy
Astronomy
ব্যাখ্যা: Hints: Tiger বা বাঘ হলো একটি প্রাণী এবং Zoology বা প্রাণিবিদ্যা হলো প্রাণী সম্পর্কিত বিদ্যা। তেমনি Mars বা মঙ্গলগ্রহ হলো একটি গ্রহের নাম এবং Astronomy বা জ্যোতির্বিদ্যা হলো গ্রহ-নক্ষত্রবিষয়ক বিদ্যা।
1999. Submission - Yielding.
Restriction... Relaxation.
Compliant ... Acquiescent.
Restrain ... Indulge.
Subjection... Liberation.
ব্যাখ্যা: Hints: Submission অর্থ হলো আনুগত্য, নম্রতা, আর Yielding অর্থ নম্র, বিনয়ী। Subjection পরাধীনতা, Liberation - মুক্তি, Restrain- দমন করা। Indulge-প্রশ্রয়। Compliant- রাজী, সম্মত, Acquiescent- সম্মতি, রাজী। Restriction-বাঁধা, নিষেধ, Relaxation-প্রশমন।
2000. Choose the pair of words that expresses a relationship similar to that of Damage'- 'Harm:
Sweet: Sour
Hook: Crook
Stout: Weak
Injure: Incapacitate
ব্যাখ্যা: Hints: Harm (ক্ষতি করা): Damage (ক্ষতি করা, ধ্বংস করা)। অর্থাৎ কাউকে ধ্বংস করার জন্য ক্ষতি করা হয়। Option গুলোর মধ্যে Sweet (মিষ্টি/মধুর): Sour (টক), এরা বিপরীতার্থক; Injure (আঘাত করা, ক্ষত করা): Incapacitate (অক্ষম করা, আঘাতের দ্বারা দুর্বল করা), অর্থাৎ কাউকে অক্ষম করার জন্য আঘাত করা হয়; Stout (অটল, শক্তিশালী): Weak (দুর্বল), এরা Antonymous এবং Hook (বাঁকানো, বক্র হওয়া): Crook (বক্র করা বা হওয়া) এরা synonymous হলেও সম্পর্কগত দিক থেকে এক নয়।