EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1981. Find the correct meaning of the underlined words-Show allegiance to your master.
Subject
Obligation
Servant
Loyalty
ব্যাখ্যা: Hints: Allegiance শব্দের অর্থ (ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি) কর্তব্য; নিষ্ঠা; আনুগত্য যার একই অর্থবোধক শব্দ হলো loyalty (আনুগত্য)।
1982. Choose the opposite words of STINGY
Wasteful
Democratic
Spiteful
Liberal
ব্যাখ্যা: Hints: Stingy (কৃপণস্বভাব; ব্যয়কুষ্ঠ)-এর বিপরীত শব্দ Liberal (উদার; মুক্তহস্ত)। অন্যদিকে Wasteful অর্থ অপচয়ী; অপব্যয়ী, Democratic অর্থ গণতান্ত্রিক আর Spiteful অর্থ বিদ্বেষপূর্ণ।
1983. Choose the opposite words of CANDID
Apparent
Frank
Bright
Explicit
ব্যাখ্যা: Hints: Candid এবং Frank-এর অর্থ অকপট; মনখোলা; সরল। সুতরাং Candid এবং Frank পরস্পর সমার্থক শব্দ।
1984. Delay: Retard::
slow down: hold up
Defer: accelerate
Adjourn: start
Postpone: promote
ব্যাখ্যা: Hints: Delay-দেরী করা/করানো, Retard-বিলম্বিত করা, প্রতিহত এদের সম্পর্ক Synonymous Postpone-বাতিল করা, মুলতবি করা Promote-প্রসারিত করা Adjourn-স্থগিত করা, Start-শুরু করা Slow down-গাড়ির গতি কমানো, Hold up-গতি রোধ করা এদের সম্পর্ক Synonymous Defer-বিলম্বিত করা; Accelerate-ত্বরান্বিত করা।
1985. Lengthen.... Prolong
reach out .... cut short
distance.... reduce
draw out.... shorten
stretch.... extend
ব্যাখ্যা: Hints: Lengthen- দীর্ঘায়িত করা, Prolong- দীর্ঘায়িত করা এদের সম্পর্ক Synonymous।Stretch - প্রসারিত করা, Extend - প্রসারিত করা এদের সম্পর্ক Synonymous Distance – দূরত্ব, Reduce হ্রাস করা এদের সম্পর্ক Synonymous নয়।Draw out -টেনে বের করা; Shorten খাটো বা ছোট করা। Reach out নাগালের বাইরে; Cut short সংক্ষেপ করা, বাধা প্রদান।
1986. Choose the opposite words of EXPOSE
Regard
Sink
Hide
Propose
ব্যাখ্যা: Hints: Expose (অনাবৃত করা; প্রকাশ করা)-এর বিপরীত শব্দ হলো Hide (গোপন করা; লুকান)
1987. Conscious... Careless.
Well-informed... Knowing little
Generous... Unkind
Graceful... Ugly
Careful... Indifferent
ব্যাখ্যা: Hints: Conscious অর্থ সচেতন, Careless অর্থ অসচেতন। Careful-অর্থ যত্নশীল, Indifferent- অর্থ অনিহা, অমনোযোগী। Graceful- লাবণ্যময়, সুশ্রী, সুন্দর, অন্যদিকে,Ugly-কুৎসিত, কদাকার। Generous- উদার, সদাশয়, দয়ালু। Unkind- নির্দয়। Well-informed-ভালোভাবে জ্ঞাত। Knowing little- স্বল্প জ্ঞাত।
1988. Distort... Twist.
Observe... Blur.
Harmonize.. Balance
Deform... Reform.
Straighten... Bend.
ব্যাখ্যা: Hints: Distort অর্থ বিকৃত করা এবং Twist অর্থ মোচড়ানো। Straighten- সোজা করা এবং Bend-বাঁকানো। Deform- বিকৃতকরণ, Reform- সংশোধন। Harmonize সমন্বয় সাধন করা, খাপ খাওয়া, Balance-সদৃশ করা, ভারসাম্য অবস্থায় রাখা। Observe- পর্যবেক্ষণ করা, পালন করা, Blur- দুর্বোধ্য, অস্পষ্ট।
1989. 'Light' is to 'dark' as 'cold' is to
hot
heat
cool
winter
ব্যাখ্যা: Hints: Light ও dark-এর মধ্যে বিপরীতার্থক সম্পর্ক বিরাজমান। Cold-এর বিপরীতার্থক শব্দ not।
1990. Vacillate... Hesitate
Irresolute ... Indecisive.
Obstinate ... Accommodating
Impulsive... Deliberate
Persevere... Waiver
ব্যাখ্যা: Hints: Vacillate অর্থ দ্বিধান্বিত হওয়া এবং Hesitate অর্থও ইতঃস্তত করা, Persevere- অধ্যবসায়ী হওয়া, Waiver- স্বত্বত্যাগ, দাবির পরিত্যাগ। Impulsive-আবেগ তাড়িত, Deliberate-সুচিন্তিত, ইচ্ছাকৃত। Obstinate- একগুয়ে, জেদি। Accommodating- অমায়িক। Irresolute-অস্থির চিত্ত, Indecisive- অস্থিরমতি।
1991. Choose the opposite words of RELINQUISH
Abdicate
Renounce
Possess
Deny
ব্যাখ্যা: Hints: Relinquish (ছেড়ে দেয়া; ত্যাগ করা)- এর বিপরীত শব্দ Possess (অধিকারী হওয়া; কোনো কিছুর মালিক হওয়া)। আর অন্য তিনটি শব্দ যথাক্রমে Abdicate (ছেড়ে দেয়া; দাবি ত্যাগ করা); Renounce (আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করা), Deny (অস্বীকার/অগ্রাহ্য করা)।
1992. Choose the opposite words of ALIEN
Native
Exiled
Natural
Resident
ব্যাখ্যা: Hints: Alien (বিদেশি)-এর বিপরীত শব্দ Native (দেশীয়)। Option-এর অন্য শব্দগুলো যথাক্রমে Exiled (নির্বাসিত); Natural (প্রাকৃতিক); Resident (আবাসিক)।
1993. Assert... Dissent.
Endorse ... Ratify.
Acknowledge ... Recognize.
Reject... Disapprove.
Affirm... Object.
ব্যাখ্যা: Hints: Assert অর্থ দাবি করা, দৃঢ়ভাবে ঘোষণা করা এবং Dissent অর্থ আপত্তি করা। Affirm- দৃঢ়ভাবে ঘোষণা করা, নিশ্চিত রূপে বলা। Object-আপত্তি করা। Reject- বাতিল করা। Disapprove-প্রত্যাখ্যান করা, বাতিল করা, অনুমোদন না করা। Acknowledge-স্বীকার করা। Recognize-স্বীকৃতি দেয়া। Endorse-অনুমোদন করা।Ratify- অনুমোদন করা ও দেয়া।
1994. Eager .... Indifferent.
devoted .... dedicated
enthusiastic.... halfhearted
anxious.... nervous
concerned.... careful
ব্যাখ্যা: Hints: Eager-উৎসাহী, Indiferent-অনুৎসাহী শব্দ দুটি পরস্পর বিরোধার্থক (Antonymous) Concerned - উদ্বিগ্ন; Careful- সচেতন। Anxious - উদ্বিগ্ন: Nervous- সন্ত্রস্ত, ভীত। Enthusiastic - উদ্যমী; Halfhearted-নিরুদ্যম। Devoted - নিবেদিত; Dedicated নিবেদিত, উৎসর্গীকৃত।
1995. Submissive.... Disobedient
observe... defy
comply.... conform
obey.... hearken to
heed.... acquiesce
1996. Choose the opposite words of INSUBORDINATE
Subservient
Palpable
Pragmatic
Inculcating
ব্যাখ্যা: Hints: Insubordinate (অবাধ্য; অনধীন)-এর বিপরীত শব্দ Subservient (অধীন; বাধ্য)।
1997. Choose the opposite words of SUBSERVIENT
Supercilious
Aggressive
Straightforward
Dignified
ব্যাখ্যা: Hints: Subservient অর্থ বিনয়বিগলিত; অধীন। Aggressive অর্থ কলহপরায়ণ; আগ্রাসী। সুতরাং এরা একে অপরের বিপরীত।
1998. Tiger: Zoology::Mars:
Astrology
Cryptology
Telescopy
Astronomy
ব্যাখ্যা: Hints: Tiger বা বাঘ হলো একটি প্রাণী এবং Zoology বা প্রাণিবিদ্যা হলো প্রাণী সম্পর্কিত বিদ্যা। তেমনি Mars বা মঙ্গলগ্রহ হলো একটি গ্রহের নাম এবং Astronomy বা জ্যোতির্বিদ্যা হলো গ্রহ-নক্ষত্রবিষয়ক বিদ্যা।
1999. Submission - Yielding.
Restriction... Relaxation.
Compliant ... Acquiescent.
Restrain ... Indulge.
Subjection... Liberation.
ব্যাখ্যা: Hints: Submission অর্থ হলো আনুগত্য, নম্রতা, আর Yielding অর্থ নম্র, বিনয়ী। Subjection পরাধীনতা, Liberation - মুক্তি, Restrain- দমন করা। Indulge-প্রশ্রয়। Compliant- রাজী, সম্মত, Acquiescent- সম্মতি, রাজী। Restriction-বাঁধা, নিষেধ, Relaxation-প্রশমন।
2000. Choose the pair of words that expresses a relationship similar to that of Damage'- 'Harm:
Sweet: Sour
Hook: Crook
Stout: Weak
Injure: Incapacitate
ব্যাখ্যা: Hints: Harm (ক্ষতি করা): Damage (ক্ষতি করা, ধ্বংস করা)। অর্থাৎ কাউকে ধ্বংস করার জন্য ক্ষতি করা হয়। Option গুলোর মধ্যে Sweet (মিষ্টি/মধুর): Sour (টক), এরা বিপরীতার্থক; Injure (আঘাত করা, ক্ষত করা): Incapacitate (অক্ষম করা, আঘাতের দ্বারা দুর্বল করা), অর্থাৎ কাউকে অক্ষম করার জন্য আঘাত করা হয়; Stout (অটল, শক্তিশালী): Weak (দুর্বল), এরা Antonymous এবং Hook (বাঁকানো, বক্র হওয়া): Crook (বক্র করা বা হওয়া) এরা synonymous হলেও সম্পর্কগত দিক থেকে এক নয়।