MCQ
3061. The synonym of the word 'lunatic' is
hypnotized
wise
lazy
mad
ব্যাখ্যা: Hints: Lu-na-tic (লুনাটিক) শব্দটির বাংলা অর্থ পাগলাটে, মানসিক রোগী। Lunatic শব্দটির সমার্থক শব্দ mad। তাছাড়া lazy অর্থ অলস, hypnotized অর্থ সম্মোহিত। আর wise অর্থ জ্ঞানী।
3062. Counsel means-
Cabinet
Meeting
Advice
Trade
ব্যাখ্যা: Hints: Counsel (উপদেশ, মন্ত্রণা)-এর সমার্থক শব্দ হলো advice (উপদেশ)। অন্যদিকে cabinet অর্থ মন্ত্রিপরিষদ, meeting অর্থ সভা আর trade অর্থ বাণিজ্য।
3063. Ambiguous means-
Unclear
Eager
Large
Increase
ব্যাখ্যা: Hints: Ambiguous (দ্ব্যর্থক)-এর সমার্থক শব্দ unclear (অস্বচ্ছ, পরিষ্কার নয় এমন)। অন্যদিকে cager অর্থ আগ্রহী, large অর্থ বিশাল আর increase অর্থ বৃদ্ধি করা।
3064. The word' Momentous' means
momentary
popular
important
modest
ব্যাখ্যা: Hints: Momentous (অতি গুরুত্ববহ; গুরুতর) এর সমার্থক শব্দ important গুরুত্বপূর্ণ। Momentary ক্ষণস্থায়ী, popular- জনপ্রিয়, modest বিনয়ী, নিরহংকার।
3065. Which of the following words means the opposite of 'obscure'?
lucid
indistinct
dubious
vague
ব্যাখ্যা: Hints: Obscure (অন্ধকারময়, অস্পষ্ট)-এর বিপরীত শব্দ lucid (স্পষ্ট, সহজবোধ্য)। Dubious অর্থ সন্দেহপূর্ণ, vague অর্থ অস্পষ্ট আর indistinct অর্থ আবছা।
3066. The antonym of the word 'prodigal' is-
Strange
Amity
Peculiar
Thrifty
ব্যাখ্যা: Hints: Prodigal (অতিব্যায়ী, অপব্যয়ী)-এর বিপরীত শব্দ Thrifty (মিতব্যয়ী)। Strange অর্থ অদ্ভুত, Amity অর্থ বন্ধুতা, Peculiar অর্থ অপ্রচলিত; স্বতন্ত্র।
3067. The boy is dreadfully thin. The word 'dreadfully' in this sentence means:
Dangerously
alarmingly
extremely
disgustingly
ব্যাখ্যা: Hints: The boy is dreadfully (ভীষণভাবে) thin। প্রদত্ত বাক্যটির dreadfully শব্দটির অর্থ প্রকাশ পায় extremely (চরমভাবে, একবারে) দ্বারা।
3068. That synonym of 'Sanguine' is
Sparkle
Cheerful
Careful
Scared
ব্যাখ্যা: Hints: Sanguine (আশাবাদী)-এর সমার্থক শব্দ হলো cherful (উদ্দীপনাপূর্ণ)। Sparkle অর্থ আলোর ঝলক, careful অর্থ সতর্ক আর soared অর্থ ভীত।
3069. Plural form of the word 'basis' is- Bases
Basises
Basies
Basies
Basiss
ব্যাখ্যা: Basis (ভিত্তি)-এর plural form হলো bases।
3070. A synonym for 'frugal' is -
economical
profligate
ideal
careful
ব্যাখ্যা: Hints: Frugal (মিতব্যয়ী, হিসাবি)-এর সমার্থক শব্দ economical (হিসাবি)। Profligate অর্থ বাসনাসক্ত, sleal অর্থ আদর্শ আর careful অর্থ যত্মশীল।
3071. The word 'liberal' implies-
Independent
permissive
unrestrained
submissive
ব্যাখ্যা: Hints: Liberal (বদান্য, উদার, মুক্তহস্ত, উদারমনা) শব্দটির অর্থ প্রকাশ পায় permissive (অনুমতিদায়ক) দ্বারা। অন্যদিকে independent অর্থ স্বাধীন
3072. The Synonym of 'Crime' is-
Mistake
Thief
Offence
Trial
ব্যাখ্যা: Hints: Crime এবং offence শব্দদ্বয়ের অর্থ অপরাধ। Mistake অর্থ ভ্রান্তি, thief অর্থ চোর আর trial অর্থ বিচার।
3073. The plural of 'thesis' is-
thesises
theses
theseses
none of the above
ব্যাখ্যা: Thesis (যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব)-এর plural হলো theses)
3074. What is the antonym of the word 'unwitting'?
stupid
intentional
Unintentional
clever
ব্যাখ্যা: Hints: Unwitting (অনভিপ্রায়িক; অনিচ্ছাকৃত)-এর বিপরীত শব্দ হলো Intentional (ইচ্ছাকৃত)। এছাড়া stupid অর্থ নির্বোধ, unintentional অর্থ অনিচ্ছাকৃত আর clever অর্থ চালাক।
3075. An antonym for 'rigid' is-
flexible
fixed
adamant
hard
ব্যাখ্যা: Hints: Rigid (অনমনীয়)-এর বিপরীত শব্দ হলো flexible (নমনীয়)। Fixed অর্থ অনড়, adamant অর্থ নাছোড়বান্দা আর hard অর্থ কঠিন।
3076. What is the antonym of 'shabby'?
honesty
sober
new
hostile
ব্যাখ্যা: Hints: Shabby (জীর্ণ, ছেঁড়াখোঁড়া)-এর বিপরীত শব্দ হলো new (নতুন)। Honesty অর্থ- সততা, sober অর্থ- আত্মনিয়ন্ত্রিত, আর hostile অর্থ-বৈরী।
3077. Which one is a synonym of 'tranquil'?
sagacious
hostile
calm
angry
ব্যাখ্যা: Hints: Tranquil এবং calm পরস্পর সমার্থক শব্দ, কারণ শব্দ দুটির অর্থ- প্রশান্ত। Sagacious অর্থ- বিজ্ঞ, hostile অর্থ-বৈরী আর angry অর্থ- রাগান্বিত।
3078. The word 'humiliation' means-
humane
modesty
humble
disgrace
ব্যাখ্যা: Hints: Humiliation এবং disgrace অর্থ- অবমাননা। Humane অর্থ- সহৃদয়, modestyঅর্থ- ভদ্রতা আর humble অর্থ- বিনয়ী।
3079. Choose the plural number.
syllabus
news
physics
agenda
ব্যাখ্যা: Option plural number হলো agenda যার singular number হলো agendum। অন্যদিকে option-এর বাকি শব্দগুলো singular ।
3080. 'Frequency' is-
Noun
Adverb
Verb
Adjective
ব্যাখ্যা: Hints: 'Frequency' (পুনঃপুন সংঘটন) শব্দটি অর্থের দিক হতে noun এবং word টির শেষে cy suffix দ্বারাও word টি যে noun তা নির্দেশ