EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3101. I-call you back, when I get free.
would
might
will be
will
ব্যাখ্যা: বাক্যাংশটি দ্বারা সাধারণ ভবিষ্যৎ ঘটনা বুঝাচ্ছে। সুতরাং এখানে সঠিক উত্তর (ঘ)।
3102. The correct antonym for 'superficial' is -
careless
indifferent
sufficient
deep
ব্যাখ্যা: Hints: Superficial (ভাসা-ভাসা)-এর সঠিক antonym হলো deep (গভীর)। অন্যদিকে careless অর্থ উদাসীন, indifferent অর্থ উদাসীন আর sufficient অর্থ পর্যাপ্ত।
3103. Choose the synonym of Compassion :
sympathy
Compression
Contraction
Dislike
ব্যাখ্যা: Hints: Compassion (সমবেদনা)-এর সমার্থক শব্দ sympathy (সহানুভূতি)। অন্যদিকে compression অর্থ সংক্ষেপণসাধ্যতা, contraction অর্থ সংকোচন আর dislike অর্থ অপছন্দ।
3104. The river has - its banks.
overflown
overflowed
overflew
overloaded
ব্যাখ্যা: বাক্যটি Present perfect tense-এর উদাহরণ। Subject + has/have + verb এর past participle | Structure অনুযায়ী শূন্যস্থানে overflowed হবে।
3105. The plural form of 'Sheep' is-
Sheeps
Sheepses
Sheps
Sheep
ব্যাখ্যা: Sheep (ভেড়া; মেষ)-এর plural করতে এর রূপ পরিবর্তন হয় না। সুতরাং sheep- এর plural form হলো sheep।
3106. Choose the past participle form of the verb 'telecast'.
telecasted
telecast
telecastted
Telecasten
ব্যাখ্যা: Telecast-এর Past participle form Telecasten
3107. Which one is not synonym of 'definite'?
bound
certain
guaranteed
vague
ব্যাখ্যা: Hints: Definite অপশনের অন্য শব্দগুলো (সুনির্দিষ্ট)-এর সমার্থক শব্দ নয় vague (অস্পষ্ট, ভাসাভাসা)। তাছাড়া definite শব্দটির সমার্থক শব্দ।
3108. Find out the odd word from the options:
Simple
Riddle
Labyrinth
Enigma
Maze
ব্যাখ্যা: Hints: আলাদা শব্দটি হলো Simple (সাদামাটা)। Option-এর বাকি শব্দগুলো সমার্থক, যাদের অর্থ গোলকধাঁধা।
3109. What is the meaning of the word Tranquil?
Placid
Foolishness
Awesome
Stupidity
ব্যাখ্যা: Hints: Tranquil এবং placid অর্থ শান্ত। Awesome অর্থ চমৎকার; stupidity অর্থ চলচ্চিত্র নিবুদ্ধিতা আর foolishness অর্থ বোকামি।
3110. Find the antonym of the word 'yearn'.
desire
refuse
long
unite
ব্যাখ্যা: Hints: Yourn (আবুল আকাঙ্ক্ষা অনুভব করা)-এর বিপরীত শব্দ refuse (প্রত্যাখ্যান করা; অনিচ্ছা প্রকাশ করা)। অন্যদিকে desire অর্থ আকাঙ্ক্ষা করা, long অর্থ প্রতিক্ষা করা আর unite অর্থ সংযোগ সাধন করা।
3111. . What is the plural of phenomenon?
phenomeni
phenomenons
phenomena
phenomenia
ব্যাখ্যা: Phenomenon (ঘটনা, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু)-এর plural form হলো phenomena !
3112. Which of the following is always singular?
Nucleus
Formula
Scenery
Machinery
3113. . Which of the following word is plural?
news
phenomenon
magus
criteria
3114. Find the antonym of the word 'yam.'
desire
refuse
long
unite
ব্যাখ্যা: [Note: প্রদত্ত প্রশ্নে ভুল আছে। Yam (মিষ্টিআলু)-এর স্থলে yearn (আকুল কামনা করা) হলে এর বিপরীত শব্দ হবে refuse (প্রত্যাখ্যান করা; অস্বীকার করা)।। উত্তর: Note
3115. Synonym of the word 'scrupulous' is:
careful
corrupt
wicked
mean
ব্যাখ্যা: Hints: Scrupulous (নৈতিক কোনো অন্যায় না করার বিষয়ে সতর্ক) এর সমার্থক শব্দ carcjul (সতর্ক)। অন্যদিকে mom অর্থ নীচ, wicked অর্থ দুষ্ট আর corrupt অর্থ দুর্নীতিপরায়ণ।
3116. What is the antonym of Heat?
Cold
Coldness
Warn
Warmth
ব্যাখ্যা: Hints: 'Heat' (তাপ; গরম)-এর বিপরীত শব্দ হলো coldness (শীতলতা)।
3117. What do you mean by the word 'expunge'?
to delete
to add
to improve
to include
ব্যাখ্যা: Hints : Expunge এবং delete শব্দ দুটির অর্থ মুছে ফেলা। তাছাড়া add অর্থ যোগ করা,improve অর্থ উন্নতিসাধন করা আর include অর্থ অন্তর্ভুক্ত করা।
3118. The word 'pathetic' means
pleasing
hypothetic
sympathetic
tragic
ব্যাখ্যা: Hints: Pathetic (করুণ)-এর সমার্থক শব্দ হলো tragic (দুঃখজনক)। Hypothetic অর্থ উপপ্রয়েমমূলক, sympathetic অর্থ সহানুভূতিশীল আর pleasing অর্থ ভীতিকর।
3119. It - a hot day, we remained in the tent.
be
being
was
having
ব্যাখ্যা: এটি একটি simple sentence এর উদাহরণ। Complex বা Compound sentence কে simple করার সময় am, is, are, was, were এর পরিবর্তে being বসে। Having যদি subordinate clause এ বসে তবে principal clause past perfect form এ হয়। তাই এখানে (ক), (গ) এবং (ঘ) উত্তর হবে না।
3120. Have you - the letter?
written
write
wrote
to write
ব্যাখ্যা: বাক্যটি Present perfect tense-এর একটি উদাহরণ। তাই নিয়মানুযায়ী have you এর পর verb-এর Past participle form হয়।